Ajker Patrika

বাংলাদেশ ব্যাংকের মৌখিক পরীক্ষার প্রস্তুতি

মো. মাহমুদুল ইসলাম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১২: ২৩
Thumbnail image

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পদের মৌখিক পরীক্ষা ১৩ জুলাই শুরু হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মো. মাহমুদুল ইসলাম।

প্রয়োজনীয় কাগজপত্র
ভাইভা শুরুর আগেই বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে হবে। পরে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট-১-এর পরিচালক বরাবর আপনার নিজ হাতে লেখা একটি আবেদনপত্র জমা দিন। শিক্ষাগত সনদ ও ট্রান্সক্রিপ্ট, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ, বিবাহিতদের ক্ষেত্রে স্বামী-স্ত্রী—উভয়ের জাতীয় পরিচয়পত্র, চাকরিরত প্রার্থীদের নিজ প্রতিষ্ঠান থেকে অনাপত্তিপত্রসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যাবতীয় কাগজপত্র সঙ্গে রাখুন। কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে, ভাইভার আগেই জোগাড় করে রাখুন। 

পোশাকপরিচ্ছদ
পরিপূর্ণরূপে মার্জিত ফরমাল পোশাক পরে ভাইভা বোর্ডে যোগ দিন। এতে আত্মবিশ্বাস বেড়ে যাবে। এ ক্ষেত্রে সাদা, আকাশি বা যেকোনো ফরমাল শার্টের সঙ্গে মানানসই রঙের প্যান্ট, ব্লেজার ও টাই পড়ুন। কালো রঙের অক্সফোর্ড জুতার সঙ্গে মিলিয়ে একই রঙের বেল্ট ব্যবহার করলে ভালো হয়। পরীক্ষায় ক্লিন শেভড অবস্থায় যাবেন। তবে সুন্নতি দাড়ি রাখা প্রার্থীরা দাড়ি নিয়েই যেতে পারেন। নারী প্রার্থীরা মার্জিত শাড়ি অথবা সালোয়ার কামিজ পরে মৌখিক পরীক্ষায় অংশ নিন।

নিজের সম্পর্কে
ভাইভা বোর্ডে একজন ডেপুটি গভর্নরের নেতৃত্বে ৪-৫ জনের একটি প্যানেল থাকবে, যেখানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও পরিচালক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ভাইভার শুরুতে আপনার নিজের সম্পর্কে জানতে চাওয়া হতে পারে। তাই আগে থেকেই নিজের সম্পর্কে বলার মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলো গুছিয়ে রাখুন। আপনাকে যদি বাংলায় প্রশ্ন করা হয়, সে ক্ষেত্রে বাংলায় উত্তর দিন। আর ইংরেজিতে প্রশ্ন করা হলে ইংরেজিতেই উত্তর দিন। আপনার নাম, অনার্স-মাস্টার্সের শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, পঠিত বিষয়, জেলা এবং নিজের সম্পর্কে আত্মবিশ্বাসের সঙ্গে বলুন। 

অনার্স-মাস্টার্সের পঠিত বিষয় ও চাকরির সম্পর্ক 
অনার্স-মাস্টার্সের বিষয় ভাইভাতে অনেক গুরুত্ব রাখবে। আপনি যদি কমার্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী হয়ে থাকেন, তবে ভাইভা বোর্ডে এ বিষয়ে গভীরভাবে যাচাই করা হতে পারে। আর আপনি যদি বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী হন, এ ক্ষেত্রে বেশি জটিল প্রশ্ন না করে, আপনি কেন ইঞ্জিনিয়ারিং পড়ে কেন্দ্রীয় ব্যাংকে আসতে চান এবং আপনার বিষয়ের সঙ্গে ব্যাংকিংয়ের সম্পর্ক কী—এই দুটি সাধারণ প্রশ্ন করা হতে পারে। তাই এসব প্রশ্নের উত্তর আগেই গুছিয়ে ভাইভা বোর্ডে ঢুকবেন।

নিজের এলাকা, এলাকার বিখ্যাত ব্যক্তি ও ঐতিহাসিক প্রেক্ষাপট 
নিজের এলাকা অর্থাৎ জেলা ও বিভাগের বিষয়ে বিশদভাবে সব জেনে নেবেন। আপনার এলাকার নামকরণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে স্পষ্ট ধারণা রাখবেন। মুক্তিযুদ্ধে আপনার এলাকা কোনো সেক্টরের মধ্যে ছিল—এই প্রশ্নের উত্তরও জানতে হবে। পাশাপাশি এলাকার বিখ্যাত কোনো রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তি থাকলে, তাঁদের অবদান ও সামগ্রিক দিক সম্পর্কেও ভালোভাবে জেনে যাবেন। এ ছাড়া আপনার পঠিত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নামের সার্থকতা নিয়েও জিজ্ঞেস করা হতে পারে।

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস শুধু বাংলাদেশ ব্যাংকই নয়, সব ভাইভা বোর্ডের পছন্দের বিষয়। তাই ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত যাবতীয় ইতিহাস ক্রমানুসারে মনে রাখার চেষ্টা করবেন। সাতজন বীরশ্রেষ্ঠের নাম, মুজিবনগর সরকার এবং বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ অর্জন ও অবদান সম্পর্কে স্পষ্টভাবে জেনে নেবেন, যা আপনাকে ভাইভা বোর্ডে সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে।

ব্যাংকিং বিষয়ক জ্ঞান
আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হোন না কেন ব্যাংকিং বিষয়ে বেসিক কিছু প্রশ্ন এবং রিসেন্ট ব্যাংকিং সেক্টরের ঘটে যাওয়া ঘটনাসমূহ ভাইভা বোর্ডে করা হবেই। বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা, ডিজিটাল ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকের নাম, বিশেষায়িত ব্যাংকসমূহ, বিদেশী ব্যাংক, কয়েক মাসে ঘটে যাওয়া ব্যাংক মার্জারগুলো, কিছু ব্যাংকিং টার্ম যেমন-CRR, SLR, Repo rate, Reverse repo rate, policy rate (বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বিদ্যমান), BEFTN, SWIFT, NPSB, RTGS, BACPS, BACH, NPL,  ATM, Classified Loan, বিভিন্ন ব্যাংক স্কিম। কেন্দ্রীয় ব্যাংকের নানা স্কিম যেমন- ক্রেডিট গ্যারান্টি স্কিম, অর্থ মন্ত্রণালয়ের বিভাগসমূহ ও তাদের কার্যক্রম-সচিবদের নাম, মানিটারি পলিসি, ফিসক্যাল পলিসি—এসব পলিসির উপাদান, কারা এসব বাস্তবায়ন করে, কীভাবে বাজেটের ঘাটতি পূরণ করা হয়, এসব বিষয়ে জানতে হবে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ, রকেট, নগদ—এগুলোর কার্যক্রম সম্পর্কে জানতে হবে। বাংলাদেশ ব্যাংকের ফাংশন, বিভিন্ন সরকারী ট্রেজারী বিল ও বন্ড, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের নানাবিধ পলিসি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সেন্ট্রাল ব্যাংকের পদক্ষেপ প্রভৃতি নিয়ে প্রশ্ন আসাটা কমন।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান
ভাইভা বোর্ডে সাম্প্রতিক সময়ে দেশে ও বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাওয়া হতে পারে। সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত, এসব যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইরানের অবস্থান, বর্তমান মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রিজার্ভ সংকট, বাজেট ২০২৪-২৫, অর্থনৈতিক সমীক্ষা, সর্বজনীন পেনশন স্কীম বিশেষ করে প্রত্যয় স্কীমের বিস্তারিত, ক্রলিং পেগ এক্সচেঞ্জ রেট, ব্যাংকিং সেক্টরের ঋণখেলাপী, অর্থপাচার,  বাংলাদেশের মেগা প্রজেক্টগুলো, আইএমএফের ঋণ ও আরোপিত শর্তাবলী, ঘুর্ণিঝড় রেমাল,  টি-২০ বিশ্বকাপ ২০২৪ সহ যাবতীয় রিসেন্ট টপিকগুলো ভালভাবে জেনে যাবেন। ভাইভার দিনের বাংলা সাল ও তারিখ জেনে যাবেন। ভাইভার দিনের পত্রিকার হেডলাইনগুলো চোখ বুলিয়ে নেবেন।

যেসব বিষয়ে লক্ষ্য রাখতে হবে

  • ভাইভা বোর্ডে অবশ্যই সালাম দিয়ে আদবের সাথে প্রবেশ ও প্রস্থান করবেন।
  • সবসময় একটি হাস্যোজ্জ্বল চেহারা ধরে রাখবেন, এটি আপনার প্রতি একটি পজিটিভ ইম্প্রেশন তৈরি করবে।
  • কখনো বোর্ড মেম্বারদের সাথে তর্কে জড়াবেন না এবং কোন ইস্যুতে বিতর্কিত কোন জবাব দিবেননা। কিছু না পারলে অথবা আপনি সহমত না হলে ’সরি স্যার’ বলে দিবেন অথবা ’আমাকে বিষয়টি আরো একটু জানতে হবে’ ’এই মুহুর্তে মনে করতে পারছিনা’—এমন বলবেন। বোর্ড মেম্বারদের সাথে তর্কে জড়ানো নিজের পায়ে নিজেই কুড়াল মারার মত একটা বিষয়।

অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত