Ajker Patrika

পাওয়ার গ্রিড বাংলাদেশের নিয়োগ পরীক্ষার সূচি

চাকরি ডেস্ক 
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৪: ০৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির একটি পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১০ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির নিয়োগ সেলের ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একটি পদ হলো: নির্বাহী পরিচালক (অর্থ)।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা আফতাবনগরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণে যোগ্য প্রার্থীদের তালিকা প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

পরীক্ষার সময় সব পরীক্ষার্থীকে অবশ্যই পাওয়ার গ্রিডের ইস্যু করা প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, চাকরির অভিজ্ঞতা সনদপত্র, প্রশিক্ষণ সনদপত্র, চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের সম্মতিপত্র/অনাপত্তিপত্র, জাতীয় পরিচয়পত্র/নাগরিকত্ব সনদের মূলকপি সঙ্গে নিয়ে আসতে হবে এবং প্রদর্শন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত