ইসলাম ডেস্ক
সূর্যোদয়, সূর্যাস্ত ও ঠিক মধ্যাহ্নে সব ধরনের নামাজ আদায় করা নিষিদ্ধ ও হারাম। এ ছাড়া কিছু কিছু সময়ে নামাজ আদায় করা মাকরুহ তথা অপছন্দনীয়। এখানে তেমন কিছু সময়ের কথা তুলে ধরা হলো—
» নামাজের নিষিদ্ধ সময়ে জানাজা এলে তা আদায় করতে পারবে। কিন্তু মাকরুহ হবে। (বুখারি: ১২৩১; মুসলিম: ১৩৭৩)
» কোনো ব্যক্তি ওই সময়ে আয়াতে সিজদা তিলাওয়াত করলে সিজদা আদায় করতে পারবে। কিন্তু মাকরুহ হবে। (তিরমিজি: ১৫৬)
» ফজরের নামাজের সময় হওয়ার পর দুই রাকাত সুন্নত নামাজ ছাড়া অন্য কোনো নফল নামাজ আদায় করা মাকরুহ। (মুসলিম: ১১৮৫)
» ফজরের নামাজের পর সূর্য উদয় হওয়া পর্যন্ত নফল নামাজ আদায় করা মাকরুহ। (বুখারি: ৫৫১)
» আসরের পর সূর্যাস্ত পর্যন্ত নামাজ আদায় করা মাকরুহ। (বুখারি: ৫৫১)
» ইকামতের সময় নামাজ পড়া মাকরুহ। (মুসলিম: ১১৬০)
» ঈদের নামাজের আগে ঈদগাহে কোনো নামাজ পড়া মাকরুহ।
» ঈদের নামাজের পরে ঘরেও কোনো নফল নামাজ নেই, ঈদগাহেও নেই। (ইবনে মাজাহ: ১২৮৩)
» সময় যদি এত কম হয় যে সুন্নত পড়তে গেলে ফরজ নামাজের সময় শেষ হয়ে যাবে, এমন সময় সুন্নত নামাজ পড়া মাকরুহ।
» খুব ক্ষুধা থাকলে এবং খাওয়ার তীব্র চাহিদা থাকলে নামাজ পড়া মাকরুহ। (মুসলিম: ৮৬৯) এমন সময়ে খাবার আগে খেয়ে পরে নামাজ আদায় করতে হবে।
» প্রস্রাব-পায়খানার বেগ নিয়ে নামাজ পড়া মাকরুহ। (মুসলিম: ৮৬৯)
সূর্যোদয়, সূর্যাস্ত ও ঠিক মধ্যাহ্নে সব ধরনের নামাজ আদায় করা নিষিদ্ধ ও হারাম। এ ছাড়া কিছু কিছু সময়ে নামাজ আদায় করা মাকরুহ তথা অপছন্দনীয়। এখানে তেমন কিছু সময়ের কথা তুলে ধরা হলো—
» নামাজের নিষিদ্ধ সময়ে জানাজা এলে তা আদায় করতে পারবে। কিন্তু মাকরুহ হবে। (বুখারি: ১২৩১; মুসলিম: ১৩৭৩)
» কোনো ব্যক্তি ওই সময়ে আয়াতে সিজদা তিলাওয়াত করলে সিজদা আদায় করতে পারবে। কিন্তু মাকরুহ হবে। (তিরমিজি: ১৫৬)
» ফজরের নামাজের সময় হওয়ার পর দুই রাকাত সুন্নত নামাজ ছাড়া অন্য কোনো নফল নামাজ আদায় করা মাকরুহ। (মুসলিম: ১১৮৫)
» ফজরের নামাজের পর সূর্য উদয় হওয়া পর্যন্ত নফল নামাজ আদায় করা মাকরুহ। (বুখারি: ৫৫১)
» আসরের পর সূর্যাস্ত পর্যন্ত নামাজ আদায় করা মাকরুহ। (বুখারি: ৫৫১)
» ইকামতের সময় নামাজ পড়া মাকরুহ। (মুসলিম: ১১৬০)
» ঈদের নামাজের আগে ঈদগাহে কোনো নামাজ পড়া মাকরুহ।
» ঈদের নামাজের পরে ঘরেও কোনো নফল নামাজ নেই, ঈদগাহেও নেই। (ইবনে মাজাহ: ১২৮৩)
» সময় যদি এত কম হয় যে সুন্নত পড়তে গেলে ফরজ নামাজের সময় শেষ হয়ে যাবে, এমন সময় সুন্নত নামাজ পড়া মাকরুহ।
» খুব ক্ষুধা থাকলে এবং খাওয়ার তীব্র চাহিদা থাকলে নামাজ পড়া মাকরুহ। (মুসলিম: ৮৬৯) এমন সময়ে খাবার আগে খেয়ে পরে নামাজ আদায় করতে হবে।
» প্রস্রাব-পায়খানার বেগ নিয়ে নামাজ পড়া মাকরুহ। (মুসলিম: ৮৬৯)
তওবা মানে ক্ষমা চেয়ে সঠিক পথে ফিরে আসা। তওবা মানে নিজের ভুল স্বীকার করে প্রায়শ্চিত্ত গড়ার চেষ্টা করা। সহজে বললে—পাপের পথ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসা, তাঁর নিকট ক্ষমাপ্রার্থনা করা এবং ভবিষ্যতে সেই পাপে না ফেরার দৃঢ়প্রতিজ্ঞা করা।
২০ ঘণ্টা আগেজীবনের প্রয়োজনে আমরা কখনো কখনো ঋণগ্রস্ত হই। ঋণগ্রস্ত হওয়া জীবন নানা সময় কুফল ডেকে আনে। ঋণের চাপ উদ্বেগ ও দুশ্চিন্তা তৈরি করে। নবী করিম (সা.)-এর শেখানো কিছু দোয়ার মাধ্যমে আমরা ঋণ থেকে মুক্তি পেতে পারি।
২ দিন আগেসুখময় পরিবার জীবনের অমূল্য সম্পদ। সুখী সংসারকে বলা হয় দুনিয়ার জান্নাত। পরিবার আমাদের আশ্রয়, ভালোবাসা ও সাহসের উৎস। পরিবারে একে অপরের পাশে থাকলে সব বাধা সহজে অতিক্রম করা যায়। ছোঁয়া যায় ভালোবাসার আকাশ। মাখা যায় সুখের আবেশ। এ ক্ষেত্রে মহানবী (সা.) হতে পারেন উত্তম আদর্শ। কীভাবে তিনি পারিবারিক ও...
৩ দিন আগেজুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। এই দিনে আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। ইসলামে জুমার দিন সপ্তাহের সেরা হিসেবে বিবেচিত। নবী করিম (সা.) বলেন, পৃথিবীতে যত দিন সূর্য উদিত হবে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন। (সহিহ্ মুসলিম: ৮৫৪)। অন্য এক হাদিসে তিনি বলেন, দিবসসমূহের মধ্যে...
৩ দিন আগে