মাহমুদ হাসান ফাহিম
আমরা আল্লাহর বান্দা। তিনি আমাদের রব। আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহর প্রিয় বান্দা হওয়া মুমিনের অনন্য বৈশিষ্ট্য। পবিত্র কোরআনের সুরা ফুরকানের ৬৩ থেকে ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলার প্রকৃত ও প্রিয় বান্দাদের ১২টি গুণের কথা উল্লেখ করা হয়েছে।
১. পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। অহংকারী ও দাম্ভিক নয়।
২. মূর্খদের সঙ্গে কথা বলার সময় ‘সালাম’ বলে তথা (শান্তিপূর্ণ কথা) বলে এড়িয়ে যায়।
৩. তাদের রবের সামনে সিজদাবনত হয়ে এবং দণ্ডায়মান অবস্থায় রাতযাপন করে।
৪. আল্লাহর ভয় ও আখিরাতের চিন্তায় ইবাদতে মশগুল থাকে এবং আল্লাহর কাছে পানাহ চায়।
৫. ব্যয় করার সময় অপব্যয় করে না এবং কৃপণতা ও ত্রুটিও করে না; বরং সমতা বজায় রাখে।
৬. ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না। কারণ, শিরক সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সবকিছু ক্ষমা করলেও শিরক ক্ষমা করবেন না।
৭. কাউকে অন্যায়ভাবে হত্যা করে না।
৮. জিনা-ব্যভিচারে লিপ্ত হয় না।
৯. মিথ্যা ও বাতিল মজলিশে যোগদান করে না। মিথ্যাচর্চার আসর থেকেও বিরত থাকে।
১০. কোনো অন্যায় বা অহেতুক কার্যকলাপের কাছ দিয়ে অতিক্রম করলে আত্মসম্মান বাঁচিয়ে গাম্ভীর্যপূর্ণ হয়ে ভদ্রতার সঙ্গে চলে যায়।
১১. তাদের আখিরাতের কথা স্মরণ করানো হলে, তারা এসবের প্রতি অন্ধ ও বধিরদের মতো আচরণ করে না, বরং শ্রবণশক্তি ও অন্তর্দৃষ্টিসম্পন্ন মানুষের মতো এ নিয়ে চিন্তাভাবনা করে এবং সে অনুযায়ী আমল করে।
১২. নিজ সন্তান-সন্ততি ও স্ত্রীদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে মাবুদ, এদের আমাদের চক্ষু শীতলের উপকরণ বানাও।
লেখক: ইসলামবিষয়ক গবেষক
আমরা আল্লাহর বান্দা। তিনি আমাদের রব। আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহর প্রিয় বান্দা হওয়া মুমিনের অনন্য বৈশিষ্ট্য। পবিত্র কোরআনের সুরা ফুরকানের ৬৩ থেকে ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলার প্রকৃত ও প্রিয় বান্দাদের ১২টি গুণের কথা উল্লেখ করা হয়েছে।
১. পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। অহংকারী ও দাম্ভিক নয়।
২. মূর্খদের সঙ্গে কথা বলার সময় ‘সালাম’ বলে তথা (শান্তিপূর্ণ কথা) বলে এড়িয়ে যায়।
৩. তাদের রবের সামনে সিজদাবনত হয়ে এবং দণ্ডায়মান অবস্থায় রাতযাপন করে।
৪. আল্লাহর ভয় ও আখিরাতের চিন্তায় ইবাদতে মশগুল থাকে এবং আল্লাহর কাছে পানাহ চায়।
৫. ব্যয় করার সময় অপব্যয় করে না এবং কৃপণতা ও ত্রুটিও করে না; বরং সমতা বজায় রাখে।
৬. ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না। কারণ, শিরক সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সবকিছু ক্ষমা করলেও শিরক ক্ষমা করবেন না।
৭. কাউকে অন্যায়ভাবে হত্যা করে না।
৮. জিনা-ব্যভিচারে লিপ্ত হয় না।
৯. মিথ্যা ও বাতিল মজলিশে যোগদান করে না। মিথ্যাচর্চার আসর থেকেও বিরত থাকে।
১০. কোনো অন্যায় বা অহেতুক কার্যকলাপের কাছ দিয়ে অতিক্রম করলে আত্মসম্মান বাঁচিয়ে গাম্ভীর্যপূর্ণ হয়ে ভদ্রতার সঙ্গে চলে যায়।
১১. তাদের আখিরাতের কথা স্মরণ করানো হলে, তারা এসবের প্রতি অন্ধ ও বধিরদের মতো আচরণ করে না, বরং শ্রবণশক্তি ও অন্তর্দৃষ্টিসম্পন্ন মানুষের মতো এ নিয়ে চিন্তাভাবনা করে এবং সে অনুযায়ী আমল করে।
১২. নিজ সন্তান-সন্ততি ও স্ত্রীদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে মাবুদ, এদের আমাদের চক্ষু শীতলের উপকরণ বানাও।
লেখক: ইসলামবিষয়ক গবেষক
হজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান । হজ - ওমরাহকে কেন্দ্র করে পুরো বিশ্বের সামর্থ্যবান মুসলমানেরা ছুটে যান মক্কায় । কেননা এই দুই ইবাদতের জন্য সফর করে মক্কায় যাওয়া আবশ্যক । তবে পবিত্র এই সফরে বাধাগ্রস্ত হলে এবং হজে যেতে না পারলে ইসলামের সুনির্দিষ্ট বিধান রয়েছে । ইহরাম বাঁধার পর হজ বা ওমরাহ সফরে যেতে
২০ ঘণ্টা আগেকোনো ধনি ব্যক্তি যদি হজ ফরজ হওয়ার পর শারীরিকভাবে সমর্থ থাকতে হজ করেননি, এখন স্থায়ীভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং কোনোভাবেই নিজে গিয়ে হজ আদায় করতে না পারছেন না—তাহলে শরিয়ত তাঁকে বিকল্প ব্যবস্থা দিয়েছে। এ বিকল্প ব্যবস্থার নাম ‘বদলি হজ।’
২ দিন আগেবছরজুড়ে ঋতুর পালাবদল ও সময়ের বৈচিত্র্য নিঃসন্দেহে মহান আল্লাহর অনন্য দান। একেক মৌসুমে একেক রকম আলো-বাতাস আমরা পাই। শীত ও গ্রীষ্ম বছরের প্রধানতম দুটি ঋতু।
২ দিন আগেইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হজ। আর্থিকভাবে সামর্থ্যবান এবং শারীরিকভাবে সুস্থ প্রাপ্তবয়স্ক মুসলমানদের ওপর হজ ফরজ। ফরজ হজ যথাসম্ভব দ্রুত আদায় করা উচিত।
৩ দিন আগে