মুফতি ইশমাম আহমেদ
আল্লাহর নবী হজরত ঈসা (আ.) সম্পর্কে পবিত্র কোরআনে বিভিন্ন আলোচনা এসেছে। তাঁর অলৌকিক জন্ম থেকে শুরু করে অলৌকিকভাবে আসমানে উঠিয়ে নেওয়ার বিস্ময়কর সব ঘটনা সরাসরি বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো—
ইসলামের বিশ্বাস মতে, মারইয়াম (আ.)-এর গর্ভ থেকে অলৌকিকভাবে জন্ম নেওয়া ঈসা (আ.) মানুষ এবং একজন নবী ও রাসুল ছিলেন। তিনি মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। তাঁর প্রতি ইঞ্জিল কিতাব নাজিল করা হয়। পরে ইহুদিদের ষড়যন্ত্রের কারণে আল্লাহ তাঁকে আসমানে উঠিয়ে নেন।
পবিত্র কোরআনে এসেছে, ‘মারইয়ামের পুত্র মাসিহ রাসুল ছাড়া আর কিছু নয়। তার আগে বহু রাসুল অতিক্রান্ত হয়েছে আর তার জননী পরম সত্যনিষ্ঠ ছিল। তারা উভয়ে খাদ্য ভক্ষণ করত। দেখো, আমি তাদের জন্য কেমন যুক্তি-প্রমাণ বর্ণনা করি; আবার দেখো, এরা উল্টা কোন দিকে যাচ্ছে।’ (সুরা আল মায়িদা: ৭৫)
অন্য আয়াতে এরশাদ হয়েছে, ‘যারা বলে যে মারইয়ামের পুত্র মাসিহই আল্লাহ; তারা তো কুফরি করেছে। অথচ মাসিহ বলেছিল—হে বনি ইসরাইল, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার রব এবং তোমাদেরও রব।...নিশ্চয়ই তারা অবিশ্বাসী, যারা বলে, আল্লাহ তিনের এক; অথচ এক উপাস্য ছাড়া কোনো উপাস্য নেই।...’ (সুরা আল-মায়িদা: ৭২-৭৩)
অন্য আয়াতে এসেছে, ‘আর তারা অভিশপ্ত হয়েছিল এ কথা বলার কারণে—আমরা মারইয়ামপুত্র ঈসা মাসিহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রাসুল। অথচ তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি; বরং তারা এরূপ বিভ্রম ও ধাঁধায় পতিত হয়েছে।...বরং আল্লাহ তাকে তাঁর কাছে তুলে নিয়েছেন।...’ (সুরা নিসা: ১৫৭-১৫৮)
আল্লাহর নবী হজরত ঈসা (আ.) সম্পর্কে পবিত্র কোরআনে বিভিন্ন আলোচনা এসেছে। তাঁর অলৌকিক জন্ম থেকে শুরু করে অলৌকিকভাবে আসমানে উঠিয়ে নেওয়ার বিস্ময়কর সব ঘটনা সরাসরি বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো—
ইসলামের বিশ্বাস মতে, মারইয়াম (আ.)-এর গর্ভ থেকে অলৌকিকভাবে জন্ম নেওয়া ঈসা (আ.) মানুষ এবং একজন নবী ও রাসুল ছিলেন। তিনি মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। তাঁর প্রতি ইঞ্জিল কিতাব নাজিল করা হয়। পরে ইহুদিদের ষড়যন্ত্রের কারণে আল্লাহ তাঁকে আসমানে উঠিয়ে নেন।
পবিত্র কোরআনে এসেছে, ‘মারইয়ামের পুত্র মাসিহ রাসুল ছাড়া আর কিছু নয়। তার আগে বহু রাসুল অতিক্রান্ত হয়েছে আর তার জননী পরম সত্যনিষ্ঠ ছিল। তারা উভয়ে খাদ্য ভক্ষণ করত। দেখো, আমি তাদের জন্য কেমন যুক্তি-প্রমাণ বর্ণনা করি; আবার দেখো, এরা উল্টা কোন দিকে যাচ্ছে।’ (সুরা আল মায়িদা: ৭৫)
অন্য আয়াতে এরশাদ হয়েছে, ‘যারা বলে যে মারইয়ামের পুত্র মাসিহই আল্লাহ; তারা তো কুফরি করেছে। অথচ মাসিহ বলেছিল—হে বনি ইসরাইল, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার রব এবং তোমাদেরও রব।...নিশ্চয়ই তারা অবিশ্বাসী, যারা বলে, আল্লাহ তিনের এক; অথচ এক উপাস্য ছাড়া কোনো উপাস্য নেই।...’ (সুরা আল-মায়িদা: ৭২-৭৩)
অন্য আয়াতে এসেছে, ‘আর তারা অভিশপ্ত হয়েছিল এ কথা বলার কারণে—আমরা মারইয়ামপুত্র ঈসা মাসিহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রাসুল। অথচ তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি; বরং তারা এরূপ বিভ্রম ও ধাঁধায় পতিত হয়েছে।...বরং আল্লাহ তাকে তাঁর কাছে তুলে নিয়েছেন।...’ (সুরা নিসা: ১৫৭-১৫৮)
রোজার মৌখিক নিয়ত যেকোনো ভাষায় হতে পারে। একান্ত আরবি ভাষায় হওয়া জরুরি নয়। (জাওয়াহিরুল ফিকহ: ১ / ৩৭৮)। বরং যারা আরবি বোঝে না, তাদের জন্য আরবিতে নিয়ত না করাই কর্তব্য। কারণ নিয়ত পড়া জরুরি নয়, নিয়ত করাই জরুরি।
৭ ঘণ্টা আগেরাসুল (সা.) সাহাবিদের তিনজন নেককার ব্যক্তির গল্প শুনিয়েছিলেন। হাদিসের ভাষ্যে স্পষ্টভাবে তাঁদের নাম ও বাসস্থানের কথা উল্লেখ নেই। তবে তাঁরা যে বনি ইসরাইলের লোক ছিলেন, এ কথার উল্লেখ আছে। এ গল্পে আল্লাহর ভয়, মা–বাবার প্রতি সদাচার, দোয়ার শক্তি এবং সৎকর্মের মহত্ত্ব ফুটে উঠেছে।
৭ ঘণ্টা আগে‘জ্ঞানের তরে শহীদ’ উপাধি পাওয়া এবং বিশ্ববিশ্রুত হাদিস গ্রন্থ ‘সহিহ্ মুসলিম’ রচয়িতা ইমাম মুসলিম বিন হাজ্জাজের খ্যাতি জগতজোড়া। যার অক্লান্ত পরিশ্রমে হাদিস শাস্ত্রে যোগ হয়েছে অসামান্য সব প্রামাণ্য। আজকের অবসরে সংক্ষেপে এ মহান মনীষীর জীবন নিয়ে আলোকপাত করার প্রয়াস পাব।
১০ ঘণ্টা আগেনিয়মিত খাওয়াদাওয়া করার সময় যেসব আদব অনুসরণ করতে হয়, তা ইফতারের সময়ও অনুসরণ করা চাই। তবে ইফতারের রয়েছে বিশেষ কিছু সুন্নত ও আদব। যথা— এক. সময় হওয়ার পরপরই ইফতার করা: সূর্যাস্তের ব্যাপারে নিশ্চিত হয়ে কিংবা মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে ইফতার শুরু করে দেওয়া সুন্নত।
১৪ ঘণ্টা আগে