Ajker Patrika

ঈসা (আ.) সম্পর্কে কোরআনের কথা

মুফতি ইশমাম আহমেদ
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৭: ৪২
ঈসা (আ.) সম্পর্কে কোরআনের কথা

আল্লাহর নবী হজরত ঈসা (আ.) সম্পর্কে পবিত্র কোরআনে বিভিন্ন আলোচনা এসেছে। তাঁর অলৌকিক জন্ম থেকে শুরু করে অলৌকিকভাবে আসমানে উঠিয়ে নেওয়ার বিস্ময়কর সব ঘটনা সরাসরি বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো—

ইসলামের বিশ্বাস মতে, মারইয়াম (আ.)-এর গর্ভ থেকে অলৌকিকভাবে জন্ম নেওয়া ঈসা (আ.) মানুষ এবং একজন নবী ও রাসুল ছিলেন। তিনি মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। তাঁর প্রতি ইঞ্জিল কিতাব নাজিল করা হয়। পরে ইহুদিদের ষড়যন্ত্রের কারণে আল্লাহ তাঁকে আসমানে উঠিয়ে নেন। 

পবিত্র কোরআনে এসেছে, ‘মারইয়ামের পুত্র মাসিহ রাসুল ছাড়া আর কিছু নয়। তার আগে বহু রাসুল অতিক্রান্ত হয়েছে আর তার জননী পরম সত্যনিষ্ঠ ছিল। তারা উভয়ে খাদ্য ভক্ষণ করত। দেখো, আমি তাদের জন্য কেমন যুক্তি-প্রমাণ বর্ণনা করি; আবার দেখো, এরা উল্টা কোন দিকে যাচ্ছে।’ (সুরা আল মায়িদা: ৭৫) 

অন্য আয়াতে এরশাদ হয়েছে, ‘যারা বলে যে মারইয়ামের পুত্র মাসিহই আল্লাহ; তারা তো কুফরি করেছে। অথচ মাসিহ বলেছিল—হে বনি ইসরাইল, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার রব এবং তোমাদেরও রব।...নিশ্চয়ই তারা অবিশ্বাসী, যারা বলে, আল্লাহ তিনের এক; অথচ এক উপাস্য ছাড়া কোনো উপাস্য নেই।...’ (সুরা আল-মায়িদা: ৭২-৭৩) 

অন্য আয়াতে এসেছে, ‘আর তারা অভিশপ্ত হয়েছিল এ কথা বলার কারণে—আমরা মারইয়ামপুত্র ঈসা মাসিহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রাসুল। অথচ তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি; বরং তারা এরূপ বিভ্রম ও ধাঁধায় পতিত হয়েছে।...বরং আল্লাহ তাকে তাঁর কাছে তুলে নিয়েছেন।...’ (সুরা নিসা: ১৫৭-১৫৮)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত