Ajker Patrika

নতুন বছরে জীবনের হিসাবনিকাশ

মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসাবে একটি বর্ষ শেষ হচ্ছে এবং আরেক বর্ষ শুরু হচ্ছে। গত বছর আমাদের জীবনে একবারই এসেছিল। আর এই যে বিদায় নিয়ে যাচ্ছে, তা আর কখনো ফিরে আসবে না। ক্যালেন্ডারে সংখ্যার এই যে আসা-যাওয়া। প্রকৃতপক্ষে এটি আমাদের জীবনের বাস্তব চিত্র। ক্যালেন্ডার থেকে একটি সংখ্যার বিদায় আসলে কি সংখ্যার বিদায়? না, বরং আমাদের জীবনের একটি অংশের বিদায়। আর এ কারণে যেকোনো ক্যালেন্ডারে বর্ষ শুরু ও শেষ চিন্তাভাবনা ও হিসাবনিকাশের ব্যাপার।

কিসের হিসাবনিকাশ? বিনিয়োগ ও লাভক্ষতির হিসাবনিকাশ। মানুষের সর্বশ্রেষ্ঠ পুঁজি ও তার বিনিয়োগের ক্ষেত্র হচ্ছে নিজের কর্ম। জীবনকাল ভালো কাজে ব্যয় হলে তা ফেরত আসবে মুনাফাসহ। আর মন্দ কাজে ব্যয় হলে, তা বয়ে আনবে লোকসান। মহান আল্লাহ এরশাদ করেন, ‘যে কণা পরিমাণ ভালো কাজ করবে, সে তা দেখতে পাবে। আর যে কণা পরিমাণ মন্দ কাজ করবে, তা-ও সে দেখতে পাবে।’ (সুরা জিলজাল: ৭-৮)

বছরের শেষ দিন এ বার্তা দিচ্ছে যে তোমার জীবন থেকে একটি বছর ফুরিয়ে গেল। তাই ব্যয় হয়ে যাওয়া দিবস ও রাত যদি ভালো কাজে ব্যয় হয়ে থাকে, তাহলে আল্লাহর শুকরিয়া। আর মন্দ কাজে ব্যয় হলে ভবিষ্যতে নিজেকে সংশোধনের সংকল্প করতে হবে।

দিন, সপ্তাহ, মাস ও বছরের রূপে বস্তুত আমাদের আয়ু নিঃশেষ হয়ে চলেছে। কাজেই অবহেলা নয়, আমাদের নিয়োজিত হতে হবে সৎ কর্মে। ত্যাগ করতে হবে সব বালখিল্য। মহানবী (সা.) এরশাদ করেছেন, ‘বুদ্ধিমান তো সে, যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কর্ম করে। আর অক্ষম সে, যে প্রবৃত্তির অনুসারী হয় আর আল্লাহর প্রতি (অলীক) প্রত্যাশা পোষণ করে।’ (তিরমিজি)

প্রতিটি সূর্যোদয় ও সূর্যাস্ত আমাদের জীবনের ক্ষয় সম্পর্কে জানাচ্ছে। সুতরাং উন্মাদনা নয়, অনুশোচনা ও আত্মসমালোচনা হতে পারে বিগত বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানোর উত্তম পন্থা। নতুন বছরকে নতুন চেতনায় অনুভব করতে এর কোনো বিকল্প নেই।

লেখক: কলেজশিক্ষক ও গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত