Ajker Patrika

৬০০ হজযাত্রীকে বিশেষ প্রশিক্ষণ দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

ইসলাম ডেস্ক
Thumbnail image

ইসলামি আলোচক শায়খ আহমদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ হজ প্রশিক্ষণ কর্মশালা আজ শনিবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রাজধানীর ইস্কাটন গার্ডেনের বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় ৬ শ হজযাত্রী অংশ নেন। ফাউন্ডেশনের পরিচালক শায়খ আহমদুল্লাহ আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

১ হাজার ৩০০ জন নিবন্ধন করেছেন জানিয়ে শায়খ আহমদুল্লাহ বলেন, আরও অন্তত ৭০০ জনকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আসনসংখ্যার সীমাবদ্ধতার কারণে আবেদনকারীদের সবাইকে সুযোগ দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘বাকিদের অন্য কোনো ভেন্যুতে শিগগিরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’ 

পাঁচ ঘণ্টার এই বিশেষ কর্মশালায় হজের নিয়মকানুনের পুরো একটি সচিত্র প্রতিবেদন হজযাত্রীদের সামনে তুলে ধরা হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক ডাক্তার খিজির হায়াত খান, ইসলামি আলোচক আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, শায়খ আহমদুল্লাহ এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ।

হজের বিধিবিধান, বাস্তব অভিজ্ঞতার বিবরণ ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন প্রশিক্ষকেরা। প্রশিক্ষণ শেষে সবার হাতে তুলে দেওয়া হয় ‘ওমরাহ কীভাবে করবেন’ এবং ‘এক নজরে হজ’ শিরোনামের প্রচারপত্রও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত