ইসলাম ডেস্ক
হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ। তবে এর সঙ্গে আর্থিক ও শারীরিক সামর্থ্যের বিষয় জড়িত। তাই সবার জন্য হজ ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। যথা—
এক. মুসলমান হওয়া। অমুসলিমদের জন্য হজ ফরজ নয়।
দুই. মানসিকভাবে সুস্থ হওয়া। পাগল ও মানসিক ভারসাম্যহীনদের জন্য হজ ফরজ নয়।
তিন. প্রাপ্তবয়স্ক হওয়া। অপ্রাপ্তবয়স্কদের জন্য হজ ফরজ নয়।
চার. স্বাধীন হওয়া। ক্রীতদাস বা দাসীর জন্য হজ ফরজ নয়। তবে বর্তমানে দাস-দাসী প্রথা বিলুপ্ত হওয়ায় এই শর্ত প্রযোজ্য নয়।
পাঁচ. সামর্থ্য থাকা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘প্রত্যেক সামর্থ্যবান মানুষের জন্য বায়তুল্লাহর হজ করা ফরজ।’ (সুরা আলে ইমরান: ৯৭) আয়াতের ব্যাখ্যায় তাফসিরকারগণ বলেন, সামর্থ্য থাকার অর্থ হলো, আর্থিকভাবে এত সম্পদের মালিক হওয়া, যা দিয়ে হজের খরচ এবং ওই সময়ে পরিবারের খরচ বহনে সামর্থ্যবান হবে।
আর্থিক সামর্থ্য সম্পর্কে ফকিহগণ বলেন, নিজের দেশ বা ভূমি থেকে মক্কায় গিয়ে আবার ফিরে আসা পর্যন্ত সামর্থ্য থাকলে হজ ফরজ হয়। কেউ যদি সম্পদ অথবা স্থাবর সম্পত্তির কিছু অংশ বিক্রি করে হজে যান; আবার হজ থেকে ফিরে এসে বাকি সম্পত্তি দিয়ে জীবন নির্বাহ করতে পারেন, তাহলে তাঁর ওপর হজ ফরজ হয়। (ইমদাদুল আহকাম: ২ / ১৫২; আহসানুল ফাতাওয়া: ৪ / ৫১৬)
উল্লেখ্য, সামর্থ্যের সঙ্গে শারীরিক সুস্থতাও জরুরি। তবে কারও সুস্থতার সময়ে হজের আর্থিক সামর্থ্য থাকলে ওই সময় হজ করুক বা না করুক—হজ ফরজ হয়ে যায়। অসুস্থতার কারণে তা আদায় করতে না পারলে পরে বদলি হজ করতে হয়।
হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ। তবে এর সঙ্গে আর্থিক ও শারীরিক সামর্থ্যের বিষয় জড়িত। তাই সবার জন্য হজ ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। যথা—
এক. মুসলমান হওয়া। অমুসলিমদের জন্য হজ ফরজ নয়।
দুই. মানসিকভাবে সুস্থ হওয়া। পাগল ও মানসিক ভারসাম্যহীনদের জন্য হজ ফরজ নয়।
তিন. প্রাপ্তবয়স্ক হওয়া। অপ্রাপ্তবয়স্কদের জন্য হজ ফরজ নয়।
চার. স্বাধীন হওয়া। ক্রীতদাস বা দাসীর জন্য হজ ফরজ নয়। তবে বর্তমানে দাস-দাসী প্রথা বিলুপ্ত হওয়ায় এই শর্ত প্রযোজ্য নয়।
পাঁচ. সামর্থ্য থাকা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘প্রত্যেক সামর্থ্যবান মানুষের জন্য বায়তুল্লাহর হজ করা ফরজ।’ (সুরা আলে ইমরান: ৯৭) আয়াতের ব্যাখ্যায় তাফসিরকারগণ বলেন, সামর্থ্য থাকার অর্থ হলো, আর্থিকভাবে এত সম্পদের মালিক হওয়া, যা দিয়ে হজের খরচ এবং ওই সময়ে পরিবারের খরচ বহনে সামর্থ্যবান হবে।
আর্থিক সামর্থ্য সম্পর্কে ফকিহগণ বলেন, নিজের দেশ বা ভূমি থেকে মক্কায় গিয়ে আবার ফিরে আসা পর্যন্ত সামর্থ্য থাকলে হজ ফরজ হয়। কেউ যদি সম্পদ অথবা স্থাবর সম্পত্তির কিছু অংশ বিক্রি করে হজে যান; আবার হজ থেকে ফিরে এসে বাকি সম্পত্তি দিয়ে জীবন নির্বাহ করতে পারেন, তাহলে তাঁর ওপর হজ ফরজ হয়। (ইমদাদুল আহকাম: ২ / ১৫২; আহসানুল ফাতাওয়া: ৪ / ৫১৬)
উল্লেখ্য, সামর্থ্যের সঙ্গে শারীরিক সুস্থতাও জরুরি। তবে কারও সুস্থতার সময়ে হজের আর্থিক সামর্থ্য থাকলে ওই সময় হজ করুক বা না করুক—হজ ফরজ হয়ে যায়। অসুস্থতার কারণে তা আদায় করতে না পারলে পরে বদলি হজ করতে হয়।
জীবনের প্রয়োজনে আমরা কখনো কখনো ঋণগ্রস্ত হই। ঋণগ্রস্ত হওয়া জীবন নানা সময় কুফল ডেকে আনে। ঋণের চাপ উদ্বেগ ও দুশ্চিন্তা তৈরি করে। নবী করিম (সা.)-এর শেখানো কিছু দোয়ার মাধ্যমে আমরা ঋণ থেকে মুক্তি পেতে পারি।
১১ ঘণ্টা আগেসুখময় পরিবার জীবনের অমূল্য সম্পদ। সুখী সংসারকে বলা হয় দুনিয়ার জান্নাত। পরিবার আমাদের আশ্রয়, ভালোবাসা ও সাহসের উৎস। পরিবারে একে অপরের পাশে থাকলে সব বাধা সহজে অতিক্রম করা যায়। ছোঁয়া যায় ভালোবাসার আকাশ। মাখা যায় সুখের আবেশ। এ ক্ষেত্রে মহানবী (সা.) হতে পারেন উত্তম আদর্শ। কীভাবে তিনি পারিবারিক ও...
১ দিন আগেজুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। এই দিনে আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। ইসলামে জুমার দিন সপ্তাহের সেরা হিসেবে বিবেচিত। নবী করিম (সা.) বলেন, পৃথিবীতে যত দিন সূর্য উদিত হবে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন। (সহিহ্ মুসলিম: ৮৫৪)। অন্য এক হাদিসে তিনি বলেন, দিবসসমূহের মধ্যে...
১ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ঘিবলি স্টাইল কার্টুন তৈরির বিষয়টি ইসলাম কীভাবে দেখে?
১ দিন আগে