ইসলাম ডেস্ক
নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজে মনোযোগ ধরে রাখা অবশ্য কর্তব্য। এমন কিছু কাজ রয়েছে, নামাজরত অবস্থায় তা করলে নামাজ ভেঙে যায়। এখানে তেমনই গুরুত্বপূর্ণ ১৮টি কারণ তুলে ধরা হলো:
১. নামাজে পবিত্র কোরআন তেলাওয়াতে এমন ভুল করা, যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়।
২. নামাজে অন্য কথা বলা।
৩. নামাজরত অবস্থায় সালাম দেওয়া।
৪. সালামের উত্তর দেওয়া।
৫. ব্যথা কিংবা দুঃখে উহ্-আহ্ শব্দ করা।
৬. বিনা কারণে কাশি দেওয়া।
৭. আমলে কাসির করা। আমলে কাসির হলো, কোনো মুসল্লি এমন কাজে লিপ্ত হওয়া, যে কারণে দূর থেকে কেউ তাকে দেখলে তার মনে প্রবল ধারণা জন্মাবে যে, ওই ব্যক্তি নামাজরত নয়।
৮. দুনিয়াবি কোনো বিপদে কিংবা বেদনায় শব্দ করে কান্না করা।
৯. তিন তাসবিহ্ পরিমাণ সতর খোলা থাকা।
১০. হাঁচির জবাব দেওয়া।
১১. সুসংবাদ বা দুঃসংবাদের প্রত্যুত্তর করা।
১২. অপবিত্র জায়গায় সেজদা করা।
১৩. কিবলার দিক থেকে বুক ঘুরে যাওয়া।
১৪. নামাজে কোরআন শরিফ দেখে পড়া। তবে কেউ কেউ এ ক্ষেত্রে ভিন্নমত পোষণ করেন।
১৫. নামাজে শব্দ করে হাসা।
১৬. নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা। তবে এ মাসআলার ক্ষেত্রে অন্য মাজহাবের ভিন্নমত রয়েছে।
১৭. নামাজরত অবস্থায় পানাহার করা।
১৮. ইমামের আগে মুক্তাদির দাঁড়ানো। মুক্তাদির পায়ের গোড়ালি ইমামের আগে চলে গেলে নামাজ ভেঙে যাবে।
এগুলো বহুল প্রচলিত কয়েকটি কারণ, যার মাধ্যমে নামাজ ভেঙে যায়। এ ছাড়াও নামাজ ভঙ্গের আরও অনেক কারণ রয়েছে।
নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজে মনোযোগ ধরে রাখা অবশ্য কর্তব্য। এমন কিছু কাজ রয়েছে, নামাজরত অবস্থায় তা করলে নামাজ ভেঙে যায়। এখানে তেমনই গুরুত্বপূর্ণ ১৮টি কারণ তুলে ধরা হলো:
১. নামাজে পবিত্র কোরআন তেলাওয়াতে এমন ভুল করা, যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়।
২. নামাজে অন্য কথা বলা।
৩. নামাজরত অবস্থায় সালাম দেওয়া।
৪. সালামের উত্তর দেওয়া।
৫. ব্যথা কিংবা দুঃখে উহ্-আহ্ শব্দ করা।
৬. বিনা কারণে কাশি দেওয়া।
৭. আমলে কাসির করা। আমলে কাসির হলো, কোনো মুসল্লি এমন কাজে লিপ্ত হওয়া, যে কারণে দূর থেকে কেউ তাকে দেখলে তার মনে প্রবল ধারণা জন্মাবে যে, ওই ব্যক্তি নামাজরত নয়।
৮. দুনিয়াবি কোনো বিপদে কিংবা বেদনায় শব্দ করে কান্না করা।
৯. তিন তাসবিহ্ পরিমাণ সতর খোলা থাকা।
১০. হাঁচির জবাব দেওয়া।
১১. সুসংবাদ বা দুঃসংবাদের প্রত্যুত্তর করা।
১২. অপবিত্র জায়গায় সেজদা করা।
১৩. কিবলার দিক থেকে বুক ঘুরে যাওয়া।
১৪. নামাজে কোরআন শরিফ দেখে পড়া। তবে কেউ কেউ এ ক্ষেত্রে ভিন্নমত পোষণ করেন।
১৫. নামাজে শব্দ করে হাসা।
১৬. নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা। তবে এ মাসআলার ক্ষেত্রে অন্য মাজহাবের ভিন্নমত রয়েছে।
১৭. নামাজরত অবস্থায় পানাহার করা।
১৮. ইমামের আগে মুক্তাদির দাঁড়ানো। মুক্তাদির পায়ের গোড়ালি ইমামের আগে চলে গেলে নামাজ ভেঙে যাবে।
এগুলো বহুল প্রচলিত কয়েকটি কারণ, যার মাধ্যমে নামাজ ভেঙে যায়। এ ছাড়াও নামাজ ভঙ্গের আরও অনেক কারণ রয়েছে।
তওবা মানে ক্ষমা চেয়ে সঠিক পথে ফিরে আসা। তওবা মানে নিজের ভুল স্বীকার করে প্রায়শ্চিত্ত গড়ার চেষ্টা করা। সহজে বললে—পাপের পথ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসা, তাঁর নিকট ক্ষমাপ্রার্থনা করা এবং ভবিষ্যতে সেই পাপে না ফেরার দৃঢ়প্রতিজ্ঞা করা।
৪ ঘণ্টা আগেজীবনের প্রয়োজনে আমরা কখনো কখনো ঋণগ্রস্ত হই। ঋণগ্রস্ত হওয়া জীবন নানা সময় কুফল ডেকে আনে। ঋণের চাপ উদ্বেগ ও দুশ্চিন্তা তৈরি করে। নবী করিম (সা.)-এর শেখানো কিছু দোয়ার মাধ্যমে আমরা ঋণ থেকে মুক্তি পেতে পারি।
১ দিন আগেসুখময় পরিবার জীবনের অমূল্য সম্পদ। সুখী সংসারকে বলা হয় দুনিয়ার জান্নাত। পরিবার আমাদের আশ্রয়, ভালোবাসা ও সাহসের উৎস। পরিবারে একে অপরের পাশে থাকলে সব বাধা সহজে অতিক্রম করা যায়। ছোঁয়া যায় ভালোবাসার আকাশ। মাখা যায় সুখের আবেশ। এ ক্ষেত্রে মহানবী (সা.) হতে পারেন উত্তম আদর্শ। কীভাবে তিনি পারিবারিক ও...
২ দিন আগেজুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। এই দিনে আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। ইসলামে জুমার দিন সপ্তাহের সেরা হিসেবে বিবেচিত। নবী করিম (সা.) বলেন, পৃথিবীতে যত দিন সূর্য উদিত হবে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন। (সহিহ্ মুসলিম: ৮৫৪)। অন্য এক হাদিসে তিনি বলেন, দিবসসমূহের মধ্যে...
২ দিন আগে