Ajker Patrika

আপনার জিজ্ঞাসা

শোকের নামে বিলাপ-মাতম ইসলাম যা বলে

ইসলাম ডেস্ক 
শোকের নামে বিলাপ-মাতম ইসলাম যা বলে

প্রশ্ন: আমাদের এলাকায় ১০ মহররমে (আশুরার দিন) কারবালার কথা স্মরণ করে তাজিয়া মিছিল হয়ে থাকে। আমিও কয়েকবার এতে অংশ নিয়েছি। পরে একজন বলে, ‘কারবালাকে স্মরণ করে তাজিয়া মিছিল করা বা শোকের নামে বিলাপ-মাতম করা ইসলামে বৈধ নয়।’ আসলেই কি বিষয়টি এমন? এ বিষয়ে ইসলামের নির্দেশনা জানতে চাই।

বেলায়েত হোসেন, মোহাম্মদপুর, ঢাকা

উত্তর: আশুরার মর্যাদা ও ফজিলত ইসলামে অপরিসীম। আশুরার দিন রোজা রাখা মুস্তাহাব। নবী (সা.) বলেন, ‘আল্লাহর কাছে আমার আশা, তিনি এই রোজার মাধ্যমে বিগত এক বছরের গুনাহ ক্ষমা করে দেবেন।’ (সহিহ্ মুসলিম: ১১৬২)। আশুরার দিন যেমন ফজিলতপূর্ণ, তেমনি এ দিন ঘটে গেছে ইসলামের ইতিহাসে সর্বাপেক্ষা আলোড়িত ও হৃদয়বিদারক ঘটনা। ৬১ হিজরির ১০ মহররমে কারবালায় ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে হজরত হুসাইন (রা.) শহীদ হন। এই শোক ভোলার মতো নয়। মুসলমানদের ইতিহাসে এই বিরহ রয়ে গেছে হাজার বছর ধরে। মর্মান্তিক এই শোকে হৃদয় ব্যথিত হবে, চোখে অশ্রু আসবে—এটাই স্বাভাবিক।

শোকের সময় অন্তর ব্যথিত হওয়ার বিষয়ে হাদিসে এসেছে, ‘চোখ আর দিল থেকে যা কিছু আসে, তা আল্লাহর পক্ষ থেকে এবং তা রহমতের অংশ। কিন্তু যা কিছু হাত ও জিহ্বা থেকে আসে, তা আসে শয়তানের পক্ষ থেকে।’ (মুসনাদে আহমাদ: ২১২৭)। অর্থাৎ শোকের সময় চোখ বেয়ে অশ্রু ঝরা কিংবা ব্যথিত হওয়ার মধ্যে কোনো সমস্যা নেই। এটা মানুষের স্বভাবজাত বিষয়। এটা ওই রহমতের প্রকাশ, যা আল্লাহ তাআলা বান্দার হৃদয়ে ঢেলে দিয়েছেন। কিন্তু শোকে অধৈর্য হয়ে বিলাপ করা, হাত-পা আছড়ানো, বুক চাপড়ানো, চেহারা খামচানো—এসব ইসলামে নিষিদ্ধ। শরিয়তে খুব কঠোরভাবে তা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। নবীজি (সা.) বলেন, ‘আমি ওই ব্যক্তি থেকে মুক্ত; যে শোকে মাথা মুণ্ডায়, বুক চাপড়ায়, কাপড় ছিঁড়ে।’ (সহিহ্ মুসলিম: ১৬৭)

শরিয়তের এই বিধান লঙ্ঘন করে হুসাইন (রা.)-এর শাহাদাতের দিনকে মাতমের দিন বানিয়ে নেওয়া, এই মাসকে শোকের মাস বানানো, এ মাসে বিয়েশাদি থেকে বিরত থাকা, তাজিয়া মিছিল করা, শরীর রক্তাক্ত করা, হুসাইন (রা.)-এর কৃত্রিম মাজার বানানো, ঘোড়ার মূর্তি তৈরি করা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। কারও মৃত্যুর দিনকে যদি শোকের দিন হিসেবে নির্ধারণ করা জায়েজ হতো, তাহলে নবী (সা.)-এর ইন্তেকালের দিনকে মাতমের দিন হিসেবে নির্ধারণ করা হতো। কারও শাহাদাতের দিনকে যদি শোকের দিন হিসেবে নির্ধারণ করা জায়েজ হতো, তাহলে হজরত আলী (রা.)-এর শহীদ হওয়ার দিনকে মাতমের দিন হিসেবে নির্ধারণ করা হতো।

হজরত আবদুল কাদের জিলানি (রহ.) বলেন, ‘হুসাইন (রা.)-এর শাহাদাতের দিনকে যদি মাতম বা শোক দিবসের জন্য এতই গুরুত্ব দেওয়া হতো, তবে সোমবার দিনটিকে আরও ঘটা করে শোক দিবস হিসেবে পালন করা বেশি প্রয়োজন ছিল। কারণ, এ দিন মহানবী (সা.) ইন্তেকাল করেছেন। এই দিনেই নবীর পর শ্রেষ্ঠ মানব প্রথম খলিফা আবু বকর (রা.) মারা গেছেন।’ (গুনিয়াতুত তালেবিন: ২ / ৩৮)

হাদিসের বর্ণনা অনুযায়ী আশুরার দিনটি ফজিলতপূর্ণ, আর কারবালার ঘটনার কারণে এ দিনে মুমিনের হৃদয়ে নেমে আসে শোক। তাই এই দিনে মুমিনের করণীয়—রোজা রাখা, ইবাদত করা, দান-সদকা করা, নবী পরিবারের জন্য দোয়া করা। পাশাপাশি সবর করা। তবে কারবালার ঘটনাকে কেন্দ্র করে এ দিন এমন কোনো কাজে জড়ানো উচিত নয়, যা ইসলাম সমর্থন করে না।

উত্তর দিয়েছেন

মুফতি হাসান আরিফ

ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

নোয়াখালীতে খালের ওপরের শতাধিক অবৈধ স্থাপনা, বাঁধ ও সড়ক উচ্ছেদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত