কাউসার লাবীব
সুখী সংসার গঠনে স্বামী-স্ত্রী দুজনেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়। বিশেষ করে স্বামীকে হতে হয় খুব সচেতন, দায়িত্ববান এবং চিন্তাশীল। ঘরে ফিরে স্ত্রীর সঙ্গে তাকে বিভিন্ন কাজে সহযোগিতা করা সচেতন পুরুষের পরিচয়। এটি নবী করিম (সা.)-এর সুন্নত। এতে অত্যন্ত সওয়াবও পাওয়া যায়।
আমাদের নবী করিম (সা.) বাইরের যাবতীয় দায়িত্ব সুচারুভাবে আঞ্জাম দেওয়ার পাশাপাশি ঘরের কাজে সহযোগিতা করতেন। নিজের অনেক কাজ নিজেই করতেন।
উম্মুল মোমিনিন হজরত আয়েশা (রা.) বলেন, ‘রাসুল (সা.) নিজের কাপড় নিজে সেলাই করতেন, জুতা মেরামত এবং সাংসারিক যাবতীয় কাজ করতেন।’ (ফাতহুল বারি: ১৩/৭০, মুসনাদে আহমদ: ২৩৭৫৬)
একবার আয়েশা সিদ্দিকা (রা.)-কে জিজ্ঞেস করা হলো, ‘আল্লাহর রাসুল কি পরিবারের লোকদের ঘরোয়া কাজে সহযোগিতা করতেন?’ তিনি বললেন, ‘হ্যাঁ, আল্লাহর রাসুল ঘরের লোকদের তাদের কাজে সহযোগিতা করতেন এবং নামাজের সময় হলে নামাজের জন্য যেতেন।’ (সহিহ্ বুখারি: ৬৭৬)
উম্মুল মোমিনিন হজরত আয়েশা সিদ্দিকা (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, আল্লাহর রাসুল (সা.) নিজের কাপড়ের উকুন পরিষ্কার করতেন, বকরির দুধ দোহন করতেন এবং নিজের কাজ নিজেই করতেন।’ (মুসনাদ আহমদ: ২৬১৯৪)
ঘরের কাজে সহায়তা কোনো ছোট কাজ নয়; এটি ভালোবাসা, দায়িত্ববোধ ও সমতার প্রতীক। এমন সহযোগিতা শান্তিপূর্ণ দাম্পত্য জীবনের অন্যতম চাবিকাঠি। এসব হাদিস থেকে বোঝা যায়, মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিজ হাতে ঘরের কাজ করতেন। এটি আমাদের সমাজের পুরুষদের জন্য শ্রেষ্ঠ উদাহরণ।
স্ত্রী রান্না করার সময় তার সঙ্গ দেওয়া, স্ত্রী ঘরের কাজ করার সময় সন্তানদের আগলে রাখা, ছুটির দিনে ঘরের কাজে নিজে অংশ নেওয়া—পরিবার-পরিজন ও সংসারের প্রতি ভালোবাসার পরিচয় বহন করে। পরিবার-পরিজনের জন্য হৃদয়ে মায়া-দয়া লালন করা প্রিয় নবী (সা.)-এর বৈশিষ্ট্য।
সাহাবি হজরত আনাস ইবনে মালিক (রা.) বলেন, ‘পরিবার পরিজনের প্রতি রাসুল (সা.)-এর মতো দয়াবান আমি আর কাউকে দেখিনি।’ (সহিহ্ ইবনে হিব্বান: ৫৯৫০)
এ ছাড়া অফিস বা বাইরের কাজ শেষে দ্রুত বাসায় ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানো, ছুটির দিনগুলোতে পরিবারকে সময় দেওয়ার প্রতি নবী করিম (সা.) খুব গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, এতে রয়েছে দুনিয়া ও পরকালের মুক্তির পথ।
হজরত উকবা ইবনে আমির (রা.) বলেন, আমি একবার আল্লাহর রাসুলের কাছে জানতে চাইলাম—‘উভয় জাহানের মুক্তির পথ কী?’ উত্তরে তিনি আমাকে তিনটি উপদেশ দিয়েছেন। এর মধ্যে একটি ছিল—‘তুমি পরিবারের সঙ্গে তোমার অবস্থান দীর্ঘ করবে।’ (জামে তিরমিজি: ২৪০৬)
সুখী সংসার গঠনে স্বামী-স্ত্রী দুজনেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়। বিশেষ করে স্বামীকে হতে হয় খুব সচেতন, দায়িত্ববান এবং চিন্তাশীল। ঘরে ফিরে স্ত্রীর সঙ্গে তাকে বিভিন্ন কাজে সহযোগিতা করা সচেতন পুরুষের পরিচয়। এটি নবী করিম (সা.)-এর সুন্নত। এতে অত্যন্ত সওয়াবও পাওয়া যায়।
আমাদের নবী করিম (সা.) বাইরের যাবতীয় দায়িত্ব সুচারুভাবে আঞ্জাম দেওয়ার পাশাপাশি ঘরের কাজে সহযোগিতা করতেন। নিজের অনেক কাজ নিজেই করতেন।
উম্মুল মোমিনিন হজরত আয়েশা (রা.) বলেন, ‘রাসুল (সা.) নিজের কাপড় নিজে সেলাই করতেন, জুতা মেরামত এবং সাংসারিক যাবতীয় কাজ করতেন।’ (ফাতহুল বারি: ১৩/৭০, মুসনাদে আহমদ: ২৩৭৫৬)
একবার আয়েশা সিদ্দিকা (রা.)-কে জিজ্ঞেস করা হলো, ‘আল্লাহর রাসুল কি পরিবারের লোকদের ঘরোয়া কাজে সহযোগিতা করতেন?’ তিনি বললেন, ‘হ্যাঁ, আল্লাহর রাসুল ঘরের লোকদের তাদের কাজে সহযোগিতা করতেন এবং নামাজের সময় হলে নামাজের জন্য যেতেন।’ (সহিহ্ বুখারি: ৬৭৬)
উম্মুল মোমিনিন হজরত আয়েশা সিদ্দিকা (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, আল্লাহর রাসুল (সা.) নিজের কাপড়ের উকুন পরিষ্কার করতেন, বকরির দুধ দোহন করতেন এবং নিজের কাজ নিজেই করতেন।’ (মুসনাদ আহমদ: ২৬১৯৪)
ঘরের কাজে সহায়তা কোনো ছোট কাজ নয়; এটি ভালোবাসা, দায়িত্ববোধ ও সমতার প্রতীক। এমন সহযোগিতা শান্তিপূর্ণ দাম্পত্য জীবনের অন্যতম চাবিকাঠি। এসব হাদিস থেকে বোঝা যায়, মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিজ হাতে ঘরের কাজ করতেন। এটি আমাদের সমাজের পুরুষদের জন্য শ্রেষ্ঠ উদাহরণ।
স্ত্রী রান্না করার সময় তার সঙ্গ দেওয়া, স্ত্রী ঘরের কাজ করার সময় সন্তানদের আগলে রাখা, ছুটির দিনে ঘরের কাজে নিজে অংশ নেওয়া—পরিবার-পরিজন ও সংসারের প্রতি ভালোবাসার পরিচয় বহন করে। পরিবার-পরিজনের জন্য হৃদয়ে মায়া-দয়া লালন করা প্রিয় নবী (সা.)-এর বৈশিষ্ট্য।
সাহাবি হজরত আনাস ইবনে মালিক (রা.) বলেন, ‘পরিবার পরিজনের প্রতি রাসুল (সা.)-এর মতো দয়াবান আমি আর কাউকে দেখিনি।’ (সহিহ্ ইবনে হিব্বান: ৫৯৫০)
এ ছাড়া অফিস বা বাইরের কাজ শেষে দ্রুত বাসায় ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানো, ছুটির দিনগুলোতে পরিবারকে সময় দেওয়ার প্রতি নবী করিম (সা.) খুব গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, এতে রয়েছে দুনিয়া ও পরকালের মুক্তির পথ।
হজরত উকবা ইবনে আমির (রা.) বলেন, আমি একবার আল্লাহর রাসুলের কাছে জানতে চাইলাম—‘উভয় জাহানের মুক্তির পথ কী?’ উত্তরে তিনি আমাকে তিনটি উপদেশ দিয়েছেন। এর মধ্যে একটি ছিল—‘তুমি পরিবারের সঙ্গে তোমার অবস্থান দীর্ঘ করবে।’ (জামে তিরমিজি: ২৪০৬)
কন্যাসন্তান নিয়ে সমাজে যুগ যুগ ধরে নানা ভুল ধারণা ও কুসংস্কার প্রচলিত ছিল এবং এখনো অনেকাংশে আছে। ইসলামপূর্ব যুগে কন্যাসন্তান অভিশাপ মনে করে জীবন্ত মাটিচাপা দেওয়া হতো, শান্তির ধর্ম ইসলাম এই কুসংস্কার সম্পূর্ণভাবে ভেঙে দেয়। কোরআন ও হাদিস কন্যাসন্তানকে আল্লাহর রহমত, সৌভাগ্য ও জান্নাতের মাধ্যম...
৩ ঘণ্টা আগেঢাকায় হজ ও ওমরাহ-সংক্রান্ত এজেন্সি ‘মাকারিম’-এর কর্মকর্তা মোহাম্মদ আহমাদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, “নতুন ব্যবস্থায় সেবার মান অনেক বেড়েছে। বিমানবন্দরে নামার পরপরই নির্ধারিত গাড়ি হাজিকে হোটেলে পৌঁছে দিচ্ছে। কিন্তু এতে করে যারা কম খরচে ছোট গ্রুপ করে ওমরাহ পালন করতে চাইতেন, তাঁদের জন্য সমস্যা হচ্ছে...
৪ ঘণ্টা আগেসন্তান প্রতিটি বাবা-মায়ের জীবনের পরম আশীর্বাদ। তবে শুধু সন্তান পেলেই দায়িত্ব শেষ হয় না, বরং সন্তান যেন হয় আদর্শ, চরিত্রবান ও আল্লাহভীরু; সেটাই প্রকৃত সফলতা। সন্তান ধর্মপরায়ণ হলে পরিবারে আসে শান্তি আর সন্তান অবাধ্য হলে মাটি হয়ে যায় বাবা-মায়ের স্বপ্ন। তাই ইসলাম শুরু থেকেই আদর্শ সন্তান লাভের জন্য...
৮ ঘণ্টা আগেপ্রকৃতির সৌন্দর্য ও কল্যাণের অন্যতম নিদর্শন হলো বৃষ্টি। এটি শুধু মাটিকে সিক্ত করে না, বরং মানবজীবনেও বহুমাত্রিক উপকার বয়ে আনে। গ্রামীণ জনজীবনে বৃষ্টির জল মানে—স্নিগ্ধতা, উর্বরতা এবং মাঝে মাঝে তা হয়ে ওঠে পরিপূর্ণ গোসলের উৎস। অনেকেই বর্ষাকালে বৃষ্টিতে ভিজে শরীর ধুয়ে নেন।
২১ ঘণ্টা আগে