খায়রুল বাসার নির্ঝর
মঞ্চ ও টিভিপর্দার অভিনেত্রী সাদিকা স্বর্ণা কাজ করেছেন ‘অলাতচক্র’-তে। কিন্তু এ চলচ্চিত্রে অভিনয় করে মোটেই খুশি নন তিনি।
আহমদ ছফার যে উপন্যাস থেকে ‘অলাতচক্র’ নির্মিত হয়েছে, তাতে অর্চনা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। অর্চনার পরিচয় দিতে গিয়ে আহমদ ছফা ওই উপন্যাসে লিখেছেন, ‘অর্চনার সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। চিঠির মাধ্যমে যোগাযোগ হয়েছিল। ওর সঙ্গে আমার সম্পর্ক খুবই খোলামেলা। আমরা পরস্পরকে তুমি সম্বোধন করি। মাঝে মাঝে আমার অবস্থা যখন খুবই অসহ্য হয়ে ওঠে, কয়েক ঘণ্টা ওদের ওখানে কাটিয়ে মনটাকে ঝরঝরে করে তুলি।’
সাদিকা স্বর্ণার অভিযোগ, এ চরিত্রের কথা বলেই তাকে অলাতচক্র চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল। স্ক্রিপ্টেও এ চরিত্রের গল্প ছিল। কিন্তু একপর্যায়ে এসে ঘটনা মোড় নিয়েছে অন্যদিকে।
অলাতচক্রে আপনাকে দেখলাম…
তাই? ধন্যবাদ। কেমন হলো ছবিটা? ভালো লেগেছে আপনার?
খারাপ লাগেনি। পরিচ্ছন্ন আছে…
ভালো হলেই ভালো। শুভকামনা ছবিটির জন্য।
প্রিমিয়ার শো-তে আপনাকে খুঁজেছিলাম। যাননি?
যাইনি আমি। এভাবে ছবিটিতে উপস্থিত হতে চাইনি আমি।
অলাতচক্রে আপনার উপস্থিতি মাত্র একটি দৃশ্যে। সেখানেও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আপনার যে চরিত্র, অর্চনা, তার কোন গল্প নেই ছবিতে। অভিনয় করার আগে এটা জানতেন?
গল্পটা ছিল। আমাকে যে চরিত্র দেখিয়ে রাজি করিয়েছিল, সেটা ছিল খুব শক্তিশালী চরিত্র। নইলে কেন করবো আমি? প্রথমদিন শুটিংয়ে গিয়ে মাত্র একটি দৃশ্যে কাজ করেছি। তারপর কোন অজানা কারণে আর অর্চনা চরিত্রের শুটিং হয়নি। উল্টো আমাকে বলা হয়েছে- জয়া আপার ডেট পাওয়া যাচ্ছে না। অথচ আমি তাদের কলের অপেক্ষায় ছিলাম। তারা আমার ডেট ক্যান্সেল করেছে।
এরপর পরিচালকের সঙ্গে আর যোগাযোগ হয়নি?
না। এমনকি প্রিমিয়ার শো-এর আমন্ত্রণও জানানো হয়নি আমাকে। পরিচালক দায়সারাভাবে একটি মেসেজ পাঠিয়েছিল। আমাকে একটিবারের জন্য কলও করেনি। প্রিমিয়ার শোতে যেতেও বলেনি।
ছবিটির পোস্টারে, প্রোমোশনে কোথাও আপনার নামও নেই। খারাপ লাগেনি?
তাতে কিছু যায় আসে না। সত্যি বলতে আমার কোন আক্ষেপও নেই। তবে আমি বলবো- এটা নিশ্চয়ই একজন আর্টিস্টের প্রতি অবিচার। যে প্রতিশ্রুতি আমাকে দেয়া হয়েছিল, সেটা তারা ভঙ্গ করেছে।
মঞ্চ ও টিভিপর্দার অভিনেত্রী সাদিকা স্বর্ণা কাজ করেছেন ‘অলাতচক্র’-তে। কিন্তু এ চলচ্চিত্রে অভিনয় করে মোটেই খুশি নন তিনি।
আহমদ ছফার যে উপন্যাস থেকে ‘অলাতচক্র’ নির্মিত হয়েছে, তাতে অর্চনা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। অর্চনার পরিচয় দিতে গিয়ে আহমদ ছফা ওই উপন্যাসে লিখেছেন, ‘অর্চনার সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। চিঠির মাধ্যমে যোগাযোগ হয়েছিল। ওর সঙ্গে আমার সম্পর্ক খুবই খোলামেলা। আমরা পরস্পরকে তুমি সম্বোধন করি। মাঝে মাঝে আমার অবস্থা যখন খুবই অসহ্য হয়ে ওঠে, কয়েক ঘণ্টা ওদের ওখানে কাটিয়ে মনটাকে ঝরঝরে করে তুলি।’
সাদিকা স্বর্ণার অভিযোগ, এ চরিত্রের কথা বলেই তাকে অলাতচক্র চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল। স্ক্রিপ্টেও এ চরিত্রের গল্প ছিল। কিন্তু একপর্যায়ে এসে ঘটনা মোড় নিয়েছে অন্যদিকে।
অলাতচক্রে আপনাকে দেখলাম…
তাই? ধন্যবাদ। কেমন হলো ছবিটা? ভালো লেগেছে আপনার?
খারাপ লাগেনি। পরিচ্ছন্ন আছে…
ভালো হলেই ভালো। শুভকামনা ছবিটির জন্য।
প্রিমিয়ার শো-তে আপনাকে খুঁজেছিলাম। যাননি?
যাইনি আমি। এভাবে ছবিটিতে উপস্থিত হতে চাইনি আমি।
অলাতচক্রে আপনার উপস্থিতি মাত্র একটি দৃশ্যে। সেখানেও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আপনার যে চরিত্র, অর্চনা, তার কোন গল্প নেই ছবিতে। অভিনয় করার আগে এটা জানতেন?
গল্পটা ছিল। আমাকে যে চরিত্র দেখিয়ে রাজি করিয়েছিল, সেটা ছিল খুব শক্তিশালী চরিত্র। নইলে কেন করবো আমি? প্রথমদিন শুটিংয়ে গিয়ে মাত্র একটি দৃশ্যে কাজ করেছি। তারপর কোন অজানা কারণে আর অর্চনা চরিত্রের শুটিং হয়নি। উল্টো আমাকে বলা হয়েছে- জয়া আপার ডেট পাওয়া যাচ্ছে না। অথচ আমি তাদের কলের অপেক্ষায় ছিলাম। তারা আমার ডেট ক্যান্সেল করেছে।
এরপর পরিচালকের সঙ্গে আর যোগাযোগ হয়নি?
না। এমনকি প্রিমিয়ার শো-এর আমন্ত্রণও জানানো হয়নি আমাকে। পরিচালক দায়সারাভাবে একটি মেসেজ পাঠিয়েছিল। আমাকে একটিবারের জন্য কলও করেনি। প্রিমিয়ার শোতে যেতেও বলেনি।
ছবিটির পোস্টারে, প্রোমোশনে কোথাও আপনার নামও নেই। খারাপ লাগেনি?
তাতে কিছু যায় আসে না। সত্যি বলতে আমার কোন আক্ষেপও নেই। তবে আমি বলবো- এটা নিশ্চয়ই একজন আর্টিস্টের প্রতি অবিচার। যে প্রতিশ্রুতি আমাকে দেয়া হয়েছিল, সেটা তারা ভঙ্গ করেছে।
বাংলাদেশি তরুণ ওমর আহমেদ বর্তমানে বেলজিয়ামের ইএএসপিডি ব্রাসেলসের ইইউ প্রজেক্ট অফিসার হিসেবে কর্মরত। বেলজিয়ামে উন্নয়ন সংস্থাগুলোর কাজ, বাংলাদেশিদের সুযোগ ও প্রস্তুতি নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন নাদিম মজিদ।
২২ মার্চ ২০২৫ফয়েজ আহমদ তৈয়্যব একজন প্রকৌশলী ও প্রযুক্তিবিদ এবং জননীতি বিশ্লেষক। তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সম্প্রতি তথ্য খাতসহ বিভিন্ন বিষয় নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন অর্চি হক।
১৭ মার্চ ২০২৫অন্তর্বর্তী সরকারের ৬ মাস পূর্ণ হচ্ছে ৮ ফেব্রুয়ারি। এ সময়ে দেশের অর্থনীতির অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সাক্ষাৎকার নিয়েছেন আজকের পত্রিকার বাণিজ্য সম্পাদক শাহ আলম খান।
০৬ ফেব্রুয়ারি ২০২৫সম্প্রতি ঠাকুরগাঁওয়ে ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারের বিস্তারিত অংশ আজকের পত্রিকার পাঠকদের জন্য তুলে ধরা হলো।
০১ ফেব্রুয়ারি ২০২৫