Ajker Patrika

‘তাতে আমার কিছু যায় আসে না’

খায়রুল বাসার নির্ঝর
আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৪: ০৭
‘তাতে আমার কিছু যায় আসে না’

মঞ্চ ও টিভিপর্দার অভিনেত্রী সাদিকা স্বর্ণা কাজ করেছেন ‘অলাতচক্র’-তে। কিন্তু এ চলচ্চিত্রে অভিনয় করে মোটেই খুশি নন তিনি।

আহমদ ছফার যে উপন্যাস থেকে ‘অলাতচক্র’ নির্মিত হয়েছে, তাতে অর্চনা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। অর্চনার পরিচয় দিতে গিয়ে আহমদ ছফা ওই উপন্যাসে লিখেছেন, ‘অর্চনার সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। চিঠির মাধ্যমে যোগাযোগ হয়েছিল। ওর সঙ্গে আমার সম্পর্ক খুবই খোলামেলা। আমরা পরস্পরকে তুমি সম্বোধন করি। মাঝে মাঝে আমার অবস্থা যখন খুবই অসহ্য হয়ে ওঠে, কয়েক ঘণ্টা ওদের ওখানে কাটিয়ে মনটাকে ঝরঝরে করে তুলি।’

সাদিকা স্বর্ণার অভিযোগ, এ চরিত্রের কথা বলেই তাকে অলাতচক্র চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল। স্ক্রিপ্টেও এ চরিত্রের গল্প ছিল। কিন্তু একপর্যায়ে এসে ঘটনা মোড় নিয়েছে অন্যদিকে।

অলাতচক্রে আপনাকে দেখলাম…

তাই? ধন্যবাদ। কেমন হলো ছবিটা? ভালো লেগেছে আপনার?

খারাপ লাগেনি। পরিচ্ছন্ন আছে…

ভালো হলেই ভালো। শুভকামনা ছবিটির জন্য।

প্রিমিয়ার শো-তে আপনাকে খুঁজেছিলাম। যাননি?

যাইনি আমি। এভাবে ছবিটিতে উপস্থিত হতে চাইনি আমি।

অলাতচক্রে আপনার উপস্থিতি মাত্র একটি দৃশ্যে। সেখানেও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আপনার যে চরিত্র, অর্চনা, তার কোন গল্প নেই ছবিতে। অভিনয় করার আগে এটা জানতেন?

গল্পটা ছিল। আমাকে যে চরিত্র দেখিয়ে রাজি করিয়েছিল, সেটা ছিল খুব শক্তিশালী চরিত্র। নইলে কেন করবো আমি? প্রথমদিন শুটিংয়ে গিয়ে মাত্র একটি দৃশ্যে কাজ করেছি। তারপর কোন অজানা কারণে আর অর্চনা চরিত্রের শুটিং হয়নি। উল্টো আমাকে বলা হয়েছে- জয়া আপার ডেট পাওয়া যাচ্ছে না। অথচ আমি তাদের কলের অপেক্ষায় ছিলাম। তারা আমার ডেট ক্যান্সেল করেছে।

এরপর পরিচালকের সঙ্গে আর যোগাযোগ হয়নি?

না। এমনকি প্রিমিয়ার শো-এর আমন্ত্রণও জানানো হয়নি আমাকে। পরিচালক দায়সারাভাবে একটি মেসেজ পাঠিয়েছিল। আমাকে একটিবারের জন্য কলও করেনি। প্রিমিয়ার শোতে যেতেও বলেনি।

ছবিটির পোস্টারে, প্রোমোশনে কোথাও আপনার নামও নেই। খারাপ লাগেনি?

তাতে কিছু যায় আসে না। সত্যি বলতে আমার কোন আক্ষেপও নেই। তবে আমি বলবো- এটা নিশ্চয়ই একজন আর্টিস্টের প্রতি অবিচার। যে প্রতিশ্রুতি আমাকে দেয়া হয়েছিল, সেটা তারা ভঙ্গ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত