ফারুক মেহেদী
করোনাকালে কোন কৌশলে চলছে সুপার শপ ব্যবসা? এ সময়ে ই-কমার্সে বেচাবিক্রি কেমন ছিল? মুনাফায় কী প্রভাব পড়েছে? এসব বিষয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন সুপার শপ স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির। সাক্ষাৎকার নিয়েছেন ফারুক মেহেদী।
আজকের পত্রিকা: করোনাকালে কেমন ছিল সুপার শপের ব্যবসা?
সাব্বির হাসান নাসির: করোনায় দুই ধরনের প্রভাব পড়েছে বলে আমার মনে হয়। ভোক্তারা কাঁচাবাজার থেকে সুপার শপে স্থানান্তরিত হয়েছেন। অনেকে ই-কমার্সেও অভ্যস্ত হচ্ছেন। তবে সংখ্যাটা হয়তো এখনো অনেক কম। আপনি যদি বাংলাদেশের মোট জনসংখ্যার হিসাবে ধরেন, তবে সুপার শপের সংখ্যাও কম, ই-কমার্সের বাজার অংশীদারত্ব কম। তবে অংশীদারত্ব বাড়ার একটা ট্রেন্ড আছে। এটা হচ্ছে ইতিবাচক দিক। আর নেতিবাচক দিক হলো ৩টি। প্রথমত, সরকার করোনার সময়ে লকডাউন দিয়ে শপিং সীমিত করে দিয়েছিল। এ সময়ে মানুষ ঠিকমতো শপিং করতে পারেনি। সকাল ৯টা থেকে বিকেল ৩টা বা সকাল ৯টা থেকে বিকেল ৫টা সময় বেঁধে দিয়েছিল। এই সীমিত সময়ে কেনাকাটাও চলেছে সীমিত পরিসরে। তা ছাড়া, ঝুঁকি ও স্বাস্থ্যবিধির কারণে আমরাও একটা নির্দিষ্ট সংখ্যার বেশি ক্রেতাকে অনুমোদন দিতাম না। ফলে ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় বিক্রি কমে গিয়েছিল।
আজকের পত্রিকা: খাবারের বাইরে অন্যান্য পণ্যের বেচাকেনা কেমন ছিল?
সাব্বির হাসান নাসির: বিবিএসের তথ্য বলছে, দেশে জিডিপির হার কমে গেছে। যা ধারণা করা হয়েছিল, তা অর্জন হচ্ছে না; বরং কমে গেছে। এর মানে অর্থনীতি ধুঁকছে। আর অর্থনীতি যখন খারাপের মধ্যে থাকে, তখন মানুষের আয়ও কমে যায়। যখন আয় কমে যায়, তখন প্রথম খরচ কমানোর ধাক্কাটা আসে খুচরা কেনাকাটায়। তখন খাবারের খরচও কমে। আর মানুষ যখন দোকানে যায়, শুধু খাবারই কেনে না, তার সঙ্গে সঙ্গে কিছু কম গুরুত্বপূর্ণ পণ্যও কেনে। তখন কম প্রয়োজনীয় পণ্য বিক্রি কমে যায়। এই সময়ে মানুষের বাইরে যাওয়া সীমিত হয়ে যায়। তাঁর যে জিনিস এত প্রয়োজন নেই, সেটা কেনেন না। তা ছাড়া, করোনাকালে বিয়েবাড়ি নেই। স্কুল নেই। স্কুল না থাকলে টিফিনের দরকার হয় না। অনুষ্ঠান, পার্বণ, পার্টি নেই বলে মহিলাদের কসমেটিকস আইটেমের বিক্রি নেই। মানুষ হোম অফিস করছে, অনেকের চাকরি নেই। আয় কমেছে। সে কারণে মানুষ তাদের খরচ কমিয়েছে। এগুলো হচ্ছে সুপার শপ ব্যবসার নেতিবাচক দিক।
আজকের পত্রিকা: করোনাকালে আর কী কী বিষয় ব্যবসা প্রভাবিত করেছে বলে মনে করেন?
সাব্বির হাসান নাসির: করোনার কারণে একটা উল্লেখযোগ্যসংখ্যক মানুষ ঢাকা থেকে ঢাকার বাইরে চলে গেছেন। তাঁরা দেখেছেন, ঢাকায় তাঁদের চাকরি নেই। ব্যবসা মন্দা। মাঝে মাঝে লকডাউন দেওয়া হচ্ছে। অনেক ভাসমান লোকজন দেখেছেন, এভাবে ঢাকায় থেকে লাভ নেই। তাঁরা ভেবেছেন, গ্রামে তাঁর ঘর আছে। সেখানে কৃষি বা অন্য কিছু করেও চালিয়ে নিতে পারবেন। তখন তাঁরা ঢাকা ছেড়ে যান। আমরা আমাদের ভোক্তা জরিপ থেকেও এসব তথ্য জেনেছি। এটা একদিক থেকে নেতিবাচক। আবার এর ইতিবাচক দিকও আছে। যেমন, এসব কারণে ঢাকার বাইরেও অনেকগুলো আউটলেট খুলেছি। এখন ১৮৫টি আউটলেট সারা দেশে। ঢাকার বাইরে ৩৩টি জেলায় আউটলেট করেছি। অল্প কিছুদিনের মধ্যে আমরা ৫৮টি জেলায় আউটলেট স্থাপন সম্পন্ন করব।
আজকের পত্রিকা: পরিবর্তিত পরিস্থিতিতে পণ্য বিক্রিতে আর কী কৌশল নিয়েছেন?
সাব্বির হাসান নাসির: এ সময়ে আমরা পণ্য বিক্রির জন্য ৩টা চ্যানেল তৈরি করেছি। একটা হলো আমাদের নিজস্ব ই-কমার্স। আরেকটি হলো, এই সময়ে আমরা একটা নতুন জিনিস করেছি–ফোনে ফোনে বাজার। ক্রেতারা ফোনে অর্ডার করবেন, চাইলে ভিডিও কল করেও শপিং মলে স্টোরটাও দেখে অর্ডার করতে পারেন। এটায় ভালো সাড়া পেয়েছি। আর তৃতীয়ত হলো, এই সময়ে যত ই-কমার্স কোম্পানি আছে দেশে, সরাসরি আমাদের সঙ্গে যাদের প্রতিযোগিতা নেই; এমন কোম্পানির সঙ্গে আমরা অংশীদারত্বে চলে গেছি। যেমন, আমাদের লজিস্টিক পার্টনার হচ্ছে পাঠাও। এর বাইরে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, তাদের সঙ্গেও আমরা অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছি। যাতে আমরা সবাই মিলে বাজারটা ধরতে পারি। প্রত্যেকের নিজ নিজ সক্ষমতা ও দক্ষতা ব্যবহার করেই সেটা করার চেষ্টা করেছি। এভাবে ৩টা মডেলেই এগিয়েছি। বলতে পারেন, রেসপন্সও ভালো ছিল।
আজকের পত্রিকা: করোনাকালে ক্রেতা কমলেও অনেক অফার দিতে হয়েছে। এটা মুনাফায় কী প্রভাব ফেলেছে?
সাব্বির হাসান নাসির: ফোনে ফোনে বাজার ক্যাম্পেইনে মুনাফায় কোনো সমস্যা হচ্ছে না। কারণ, আমাদের একটা অবকাঠামো তৈরি আছে। আর ফোনের খরচটাও বেশি নয়। এটা বাড়তি বিক্রি বাড়তি মুনাফা। এটা আমাদের কোনো সমস্যা তৈরি করছে না। যেটা সমস্যা তৈরি করছে সেটা হলো, কিছু ডিসকাউন্টভিত্তিক রিটেইল কোম্পানি কাজ করছে দেশে। তারা এমনভাবে ডিসকাউন্ট দিয়ে পণ্য দেওয়া শুরু করেছে, আমি জানি না, তারা এত ডিসকাউন্ট দিয়ে কীভাবে পণ্য দিচ্ছে। আমরা আমাদের ন্যূনতম মুনাফা ধরে দাম ঠিক করি। মাঝে মাঝে ডিসকাউন্টও দিই। আমরা আসলে এত সাবসিডি উৎপাদকদের কাছ থেকে পাই না। তো, ওই সব পণ্য যখন বাজারে আসে, এর মার্জিন এমনিতেই কম হয়।
করোনাকালে কোন কৌশলে চলছে সুপার শপ ব্যবসা? এ সময়ে ই-কমার্সে বেচাবিক্রি কেমন ছিল? মুনাফায় কী প্রভাব পড়েছে? এসব বিষয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন সুপার শপ স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির। সাক্ষাৎকার নিয়েছেন ফারুক মেহেদী।
আজকের পত্রিকা: করোনাকালে কেমন ছিল সুপার শপের ব্যবসা?
সাব্বির হাসান নাসির: করোনায় দুই ধরনের প্রভাব পড়েছে বলে আমার মনে হয়। ভোক্তারা কাঁচাবাজার থেকে সুপার শপে স্থানান্তরিত হয়েছেন। অনেকে ই-কমার্সেও অভ্যস্ত হচ্ছেন। তবে সংখ্যাটা হয়তো এখনো অনেক কম। আপনি যদি বাংলাদেশের মোট জনসংখ্যার হিসাবে ধরেন, তবে সুপার শপের সংখ্যাও কম, ই-কমার্সের বাজার অংশীদারত্ব কম। তবে অংশীদারত্ব বাড়ার একটা ট্রেন্ড আছে। এটা হচ্ছে ইতিবাচক দিক। আর নেতিবাচক দিক হলো ৩টি। প্রথমত, সরকার করোনার সময়ে লকডাউন দিয়ে শপিং সীমিত করে দিয়েছিল। এ সময়ে মানুষ ঠিকমতো শপিং করতে পারেনি। সকাল ৯টা থেকে বিকেল ৩টা বা সকাল ৯টা থেকে বিকেল ৫টা সময় বেঁধে দিয়েছিল। এই সীমিত সময়ে কেনাকাটাও চলেছে সীমিত পরিসরে। তা ছাড়া, ঝুঁকি ও স্বাস্থ্যবিধির কারণে আমরাও একটা নির্দিষ্ট সংখ্যার বেশি ক্রেতাকে অনুমোদন দিতাম না। ফলে ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় বিক্রি কমে গিয়েছিল।
আজকের পত্রিকা: খাবারের বাইরে অন্যান্য পণ্যের বেচাকেনা কেমন ছিল?
সাব্বির হাসান নাসির: বিবিএসের তথ্য বলছে, দেশে জিডিপির হার কমে গেছে। যা ধারণা করা হয়েছিল, তা অর্জন হচ্ছে না; বরং কমে গেছে। এর মানে অর্থনীতি ধুঁকছে। আর অর্থনীতি যখন খারাপের মধ্যে থাকে, তখন মানুষের আয়ও কমে যায়। যখন আয় কমে যায়, তখন প্রথম খরচ কমানোর ধাক্কাটা আসে খুচরা কেনাকাটায়। তখন খাবারের খরচও কমে। আর মানুষ যখন দোকানে যায়, শুধু খাবারই কেনে না, তার সঙ্গে সঙ্গে কিছু কম গুরুত্বপূর্ণ পণ্যও কেনে। তখন কম প্রয়োজনীয় পণ্য বিক্রি কমে যায়। এই সময়ে মানুষের বাইরে যাওয়া সীমিত হয়ে যায়। তাঁর যে জিনিস এত প্রয়োজন নেই, সেটা কেনেন না। তা ছাড়া, করোনাকালে বিয়েবাড়ি নেই। স্কুল নেই। স্কুল না থাকলে টিফিনের দরকার হয় না। অনুষ্ঠান, পার্বণ, পার্টি নেই বলে মহিলাদের কসমেটিকস আইটেমের বিক্রি নেই। মানুষ হোম অফিস করছে, অনেকের চাকরি নেই। আয় কমেছে। সে কারণে মানুষ তাদের খরচ কমিয়েছে। এগুলো হচ্ছে সুপার শপ ব্যবসার নেতিবাচক দিক।
আজকের পত্রিকা: করোনাকালে আর কী কী বিষয় ব্যবসা প্রভাবিত করেছে বলে মনে করেন?
সাব্বির হাসান নাসির: করোনার কারণে একটা উল্লেখযোগ্যসংখ্যক মানুষ ঢাকা থেকে ঢাকার বাইরে চলে গেছেন। তাঁরা দেখেছেন, ঢাকায় তাঁদের চাকরি নেই। ব্যবসা মন্দা। মাঝে মাঝে লকডাউন দেওয়া হচ্ছে। অনেক ভাসমান লোকজন দেখেছেন, এভাবে ঢাকায় থেকে লাভ নেই। তাঁরা ভেবেছেন, গ্রামে তাঁর ঘর আছে। সেখানে কৃষি বা অন্য কিছু করেও চালিয়ে নিতে পারবেন। তখন তাঁরা ঢাকা ছেড়ে যান। আমরা আমাদের ভোক্তা জরিপ থেকেও এসব তথ্য জেনেছি। এটা একদিক থেকে নেতিবাচক। আবার এর ইতিবাচক দিকও আছে। যেমন, এসব কারণে ঢাকার বাইরেও অনেকগুলো আউটলেট খুলেছি। এখন ১৮৫টি আউটলেট সারা দেশে। ঢাকার বাইরে ৩৩টি জেলায় আউটলেট করেছি। অল্প কিছুদিনের মধ্যে আমরা ৫৮টি জেলায় আউটলেট স্থাপন সম্পন্ন করব।
আজকের পত্রিকা: পরিবর্তিত পরিস্থিতিতে পণ্য বিক্রিতে আর কী কৌশল নিয়েছেন?
সাব্বির হাসান নাসির: এ সময়ে আমরা পণ্য বিক্রির জন্য ৩টা চ্যানেল তৈরি করেছি। একটা হলো আমাদের নিজস্ব ই-কমার্স। আরেকটি হলো, এই সময়ে আমরা একটা নতুন জিনিস করেছি–ফোনে ফোনে বাজার। ক্রেতারা ফোনে অর্ডার করবেন, চাইলে ভিডিও কল করেও শপিং মলে স্টোরটাও দেখে অর্ডার করতে পারেন। এটায় ভালো সাড়া পেয়েছি। আর তৃতীয়ত হলো, এই সময়ে যত ই-কমার্স কোম্পানি আছে দেশে, সরাসরি আমাদের সঙ্গে যাদের প্রতিযোগিতা নেই; এমন কোম্পানির সঙ্গে আমরা অংশীদারত্বে চলে গেছি। যেমন, আমাদের লজিস্টিক পার্টনার হচ্ছে পাঠাও। এর বাইরে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, তাদের সঙ্গেও আমরা অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছি। যাতে আমরা সবাই মিলে বাজারটা ধরতে পারি। প্রত্যেকের নিজ নিজ সক্ষমতা ও দক্ষতা ব্যবহার করেই সেটা করার চেষ্টা করেছি। এভাবে ৩টা মডেলেই এগিয়েছি। বলতে পারেন, রেসপন্সও ভালো ছিল।
আজকের পত্রিকা: করোনাকালে ক্রেতা কমলেও অনেক অফার দিতে হয়েছে। এটা মুনাফায় কী প্রভাব ফেলেছে?
সাব্বির হাসান নাসির: ফোনে ফোনে বাজার ক্যাম্পেইনে মুনাফায় কোনো সমস্যা হচ্ছে না। কারণ, আমাদের একটা অবকাঠামো তৈরি আছে। আর ফোনের খরচটাও বেশি নয়। এটা বাড়তি বিক্রি বাড়তি মুনাফা। এটা আমাদের কোনো সমস্যা তৈরি করছে না। যেটা সমস্যা তৈরি করছে সেটা হলো, কিছু ডিসকাউন্টভিত্তিক রিটেইল কোম্পানি কাজ করছে দেশে। তারা এমনভাবে ডিসকাউন্ট দিয়ে পণ্য দেওয়া শুরু করেছে, আমি জানি না, তারা এত ডিসকাউন্ট দিয়ে কীভাবে পণ্য দিচ্ছে। আমরা আমাদের ন্যূনতম মুনাফা ধরে দাম ঠিক করি। মাঝে মাঝে ডিসকাউন্টও দিই। আমরা আসলে এত সাবসিডি উৎপাদকদের কাছ থেকে পাই না। তো, ওই সব পণ্য যখন বাজারে আসে, এর মার্জিন এমনিতেই কম হয়।
বাংলাদেশি তরুণ ওমর আহমেদ বর্তমানে বেলজিয়ামের ইএএসপিডি ব্রাসেলসের ইইউ প্রজেক্ট অফিসার হিসেবে কর্মরত। বেলজিয়ামে উন্নয়ন সংস্থাগুলোর কাজ, বাংলাদেশিদের সুযোগ ও প্রস্তুতি নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন নাদিম মজিদ।
২২ মার্চ ২০২৫ফয়েজ আহমদ তৈয়্যব একজন প্রকৌশলী ও প্রযুক্তিবিদ এবং জননীতি বিশ্লেষক। তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সম্প্রতি তথ্য খাতসহ বিভিন্ন বিষয় নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন অর্চি হক।
১৭ মার্চ ২০২৫অন্তর্বর্তী সরকারের ৬ মাস পূর্ণ হচ্ছে ৮ ফেব্রুয়ারি। এ সময়ে দেশের অর্থনীতির অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সাক্ষাৎকার নিয়েছেন আজকের পত্রিকার বাণিজ্য সম্পাদক শাহ আলম খান।
০৬ ফেব্রুয়ারি ২০২৫সম্প্রতি ঠাকুরগাঁওয়ে ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারের বিস্তারিত অংশ আজকের পত্রিকার পাঠকদের জন্য তুলে ধরা হলো।
০১ ফেব্রুয়ারি ২০২৫