Ajker Patrika

নতুন কী নিয়ে আসছেন কর্ণিয়া?

আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৪: ০৭
নতুন কী নিয়ে আসছেন কর্ণিয়া?

নতুন সম্পর্ক, নতুন জীবন- সব মিলিয়ে ভালোই আছেন কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। খায়রুল বাসার নির্ঝরের সঙ্গে ফোনালাপে কর্ণিয়া দিলেন আরও এক নতুনের আভাস। আজকের পত্রিকার পাঠকদের জন্য থাকছে তারুণ্যের ক্রেজ কর্ণিয়ার সাম্প্রতিক খবর

মা ভালো আছেন

কর্ণিয়ার কাছে ‘মা’ বিশেষ এক নাম। তার মা শিক্ষিকা। পেশা থেকে অবসর নিয়েছেন অনেক বছর হলো। বাবার মৃত্যুর পর মা সংসার আর চাকরি সামলে একা হাতে বড় করেছেন দুই মেয়েকে। দু’জনই এখন প্রতিষ্ঠিত। গায়িকা হিসেবে কর্ণিয়া ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে পেরেছেন। আর তার ছোটবোন লেখাপড়া শেষ করে এখন পুরোদস্তুর চিকিৎসক। সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের দিন বুঝি ফুরালো মায়ের!

কর্ণিয়ার গানের জার্নির শুরু থেকে তার মা সঙ্গে সঙ্গে ছিলেন। যেখানেই ডাক পড়েছে- স্টুডিও থেকে কনসার্ট; মা-ই সবখানে নিয়ে গেছেন কর্ণিয়াকে। মায়ের বয়স বেড়েছে। বছরজুড়ে নানারকম শারীরিক জটিলতায় ভোগেন। ‘এখন কেমন আছেন তিনি?’- টাইপ করা প্রশ্নে লাভ ইমোজি দিয়ে কর্ণিয়া জানান, ‘মম ভালো আছে।’

ঘর-দোর-সংসার

গত বছরের জুলাই থেকে নতুন জীবন শুরু করেছেন কর্ণিয়া। মিউজিশিয়ান নাবিলের সঙ্গে জুটি বেঁধেছেন। নাবিলের সঙ্গে কর্ণিয়ার পরিচয় রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস’ থেকে বেরিয়েই। ২০১৬ সাল থেকে যখন কর্ণিয়া স্টেজে নিয়মিত পারফর্ম করা শুরু করেন, নাবিল বাজাতেন তার সঙ্গে। দীর্ঘ বছর ধরে একসঙ্গেই গান করেছেন তারা। তবে প্রেম বলতে যা বোঝায়, আনুষ্ঠানিকভাবে সেটা ছিল না। বন্ধুত্ব ছিল। বিয়ের প্রস্তাব আসে পারিবারিকভাবেই। নাবিল ভালো ছেলে। কর্ণিয়া তাই ‘না’ করেননি। ২০১৯ সালের ১২ অক্টোবর আংটি বদল হয়। গত বছরের মার্চে জমকালোভাবে বিয়ে-সংবর্ধনা সবকিছু হওয়ার কথা ছিল। বিয়ের কার্ডও ছাপা হয়েছিল। কিন্তু করোনার কারণে বিয়ে পিছিয়ে যায়। অবশেষে ঘরোয়া আয়োজনে ২৭ জুলাই চার হাত এক হয় তাদের।

‘কেমন চলছে নতুন সংসার?’ কর্ণিয়া জানালেন, ‘আমি তো জামাই বাড়ি এখনও যাইনি।’ গুছিয়ে আয়োজন করে সংসার শুরু করা হয়নি এখনও। পৃথিবী ফের স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছেন। কর্ণিয়া থাকছেন মায়ের সঙ্গে, রাজধানীর বসুন্ধরা আবাসিকে।

গানের খবর

লকডাউনের মধ্যেও বসে ছিলেন না কর্ণিয়া। নিজের ইউটিউব চ্যানেলে মনোযোগ দিয়েছেন। ‘৩০ মিনিটস উইথ কর্ণিয়া’ নামে ইউটিউবে নিয়মিত লাইভ শো করতেন। প্রকাশ করেছেন বেশ কিছু কাভার সং। রবীন্দ্রসংগীতও গেয়েছেন। তবে বেশকিছুদিন ধরে বন্ধ আছে লাইভ।

‘আবার কবে আসবেন লাইভে?’ কর্ণিয়া বললেন, ‘আসবো তাড়াতাড়ি। নতুন কিছু শিখছি। ওইটা নিয়ে আসবো। ভাল্লাগবে আরও।’ তবে এই নতুন কিছু নিয়ে এখনই বিস্তারিত কিছু জানালেন না কর্ণিয়া। এই নতুনকে রাখতে চাইলেন চমক হিসেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত