ফারুক ছিদ্দিক, ঢাবি
এবারের মঙ্গল শোভাযাত্রার মূল বার্তাটি কী?
আশিকুর রহমান: এবারের বর্ষবরণের আয়জনটা সম্পূর্ণ ভিন্ন রকম পরিবেশ ও আমেজের মাধ্যমে উদ্যাপন হচ্ছে। কারণ, এখন সিয়াম সাধনার মাস চলছে। সেই হিসেবে আমরা বলতে পারি ধর্ম ও সংস্কৃতির মাঝে যে কোনো বিভেদ নেই, এবারও মঙ্গল শোভাযাত্রায় সেটাই আমাদের বার্তা।
বর্ষবরণের সাথে বাঙালি মুসলমানের সংস্কৃতির সঙ্গে কোনো বিরোধ আছে বলে মনে করেন?
আশিকুর রহমান: সংস্কৃতি, ধর্মপালন, ধর্মীয় চিন্তা এবং ধর্মীয় বোধ মিলেই আমরা বাঙালি। বাঙালির একটা স্বতন্ত্র রূপ আছে। একটি আদর্শ আছে। বাঙালি মুসলমানদের সংস্কৃতির সঙ্গে সৌদির মুসলমানদের সংস্কৃতি মিলবে না। আফগানের মুসলিমদের সংস্কৃতি মিলবে না। আমরা বাঙালি, আমরা বাঙালি মুসলিম। বাঙালি মুসলমানদের রুচি, অভিরুচিতে আমাদের স্বাতন্ত্র্য অবস্থান আছে। আমাদের সঙ্গে সুর আছে, গান আছে, গাছপালা আছে, পাখি আছে ও বাতাস আছে। এই যে সুর-দ্যোতনা সবকিছু নিয়েই আমরা বাঙালি এবং বাঙালি মুসলিম। বর্ষবরণের সাথে বাঙালি মুসলিমদের কোনো বিরোধ নেই।
যারা ধর্ম ও সংস্কৃতির মাঝে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের সম্পর্কে কিছু বলুন।
আশিকুর রহমান: যারা ধর্ম ও সংস্কৃতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, তারা সম্পূর্ণ রাজনৈতিকভাবে বিভেদ তৈরি করছে। আমাদের সাংস্কৃতিক অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নেতিবাচক রাজনীতির বিপক্ষে একটি বার্তা। আমরা সাংস্কৃতিক অংশগ্রহণের মাধ্যমে একটি বিপ্লব সৃষ্টি করেছি। সেই বিপ্লবী আমরা জয়ী হয়েছি।
আপনার বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক বিষয় সম্পর্কে কিছু বলুন।
আশিকুর রহমান: প্রবল উন্মাদনা ও ভালোবাসা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে আমরা গত ২০ বছর ধরে অনুষ্ঠান করে আসছি। তবে এবারের বছরটা একটু ভিন্ন রকম। যেহেতু সিয়াম সাধনার মাস, সে হিসেবে সংস্কৃতি এবং ধর্মপালন দুটি যুৎসইভাবে একই প্রেক্ষাপটে কীভাবে পালন করা যায়, তার একটি দৃষ্টান্ত উপস্থাপন করতে পেরেছি। সংস্কৃতি মন্ত্রণালয়ের বৈঠকে এ নিয়ে সংশয় প্রকাশ করা হলেও দীর্ঘদিনের ঐতিহ্য চারুকলার পাদপীঠ থেকে শোভাযাত্রা এবং ছায়ানটের অনুষ্ঠান রমনার বটমূলে হবে—এ সংবাদ যখন পেয়েছি, তখনই আমাদের বিভাগের প্রোগ্রামটা হাতে নিয়েছি। আমরা শঙ্কা প্রকাশ করছিলাম লোকবলের উপস্থিতি নিয়ে। কিন্তু দৃশ্য দেখে আমাদের শঙ্কা আর রইল না।
এবারের মঙ্গল শোভাযাত্রার মূল বার্তাটি কী?
আশিকুর রহমান: এবারের বর্ষবরণের আয়জনটা সম্পূর্ণ ভিন্ন রকম পরিবেশ ও আমেজের মাধ্যমে উদ্যাপন হচ্ছে। কারণ, এখন সিয়াম সাধনার মাস চলছে। সেই হিসেবে আমরা বলতে পারি ধর্ম ও সংস্কৃতির মাঝে যে কোনো বিভেদ নেই, এবারও মঙ্গল শোভাযাত্রায় সেটাই আমাদের বার্তা।
বর্ষবরণের সাথে বাঙালি মুসলমানের সংস্কৃতির সঙ্গে কোনো বিরোধ আছে বলে মনে করেন?
আশিকুর রহমান: সংস্কৃতি, ধর্মপালন, ধর্মীয় চিন্তা এবং ধর্মীয় বোধ মিলেই আমরা বাঙালি। বাঙালির একটা স্বতন্ত্র রূপ আছে। একটি আদর্শ আছে। বাঙালি মুসলমানদের সংস্কৃতির সঙ্গে সৌদির মুসলমানদের সংস্কৃতি মিলবে না। আফগানের মুসলিমদের সংস্কৃতি মিলবে না। আমরা বাঙালি, আমরা বাঙালি মুসলিম। বাঙালি মুসলমানদের রুচি, অভিরুচিতে আমাদের স্বাতন্ত্র্য অবস্থান আছে। আমাদের সঙ্গে সুর আছে, গান আছে, গাছপালা আছে, পাখি আছে ও বাতাস আছে। এই যে সুর-দ্যোতনা সবকিছু নিয়েই আমরা বাঙালি এবং বাঙালি মুসলিম। বর্ষবরণের সাথে বাঙালি মুসলিমদের কোনো বিরোধ নেই।
যারা ধর্ম ও সংস্কৃতির মাঝে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের সম্পর্কে কিছু বলুন।
আশিকুর রহমান: যারা ধর্ম ও সংস্কৃতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, তারা সম্পূর্ণ রাজনৈতিকভাবে বিভেদ তৈরি করছে। আমাদের সাংস্কৃতিক অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নেতিবাচক রাজনীতির বিপক্ষে একটি বার্তা। আমরা সাংস্কৃতিক অংশগ্রহণের মাধ্যমে একটি বিপ্লব সৃষ্টি করেছি। সেই বিপ্লবী আমরা জয়ী হয়েছি।
আপনার বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক বিষয় সম্পর্কে কিছু বলুন।
আশিকুর রহমান: প্রবল উন্মাদনা ও ভালোবাসা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে আমরা গত ২০ বছর ধরে অনুষ্ঠান করে আসছি। তবে এবারের বছরটা একটু ভিন্ন রকম। যেহেতু সিয়াম সাধনার মাস, সে হিসেবে সংস্কৃতি এবং ধর্মপালন দুটি যুৎসইভাবে একই প্রেক্ষাপটে কীভাবে পালন করা যায়, তার একটি দৃষ্টান্ত উপস্থাপন করতে পেরেছি। সংস্কৃতি মন্ত্রণালয়ের বৈঠকে এ নিয়ে সংশয় প্রকাশ করা হলেও দীর্ঘদিনের ঐতিহ্য চারুকলার পাদপীঠ থেকে শোভাযাত্রা এবং ছায়ানটের অনুষ্ঠান রমনার বটমূলে হবে—এ সংবাদ যখন পেয়েছি, তখনই আমাদের বিভাগের প্রোগ্রামটা হাতে নিয়েছি। আমরা শঙ্কা প্রকাশ করছিলাম লোকবলের উপস্থিতি নিয়ে। কিন্তু দৃশ্য দেখে আমাদের শঙ্কা আর রইল না।
সংস্কারের জন্য অনেকগুলো কমিশন করেছে অন্তর্বর্তী সরকার। গুরুত্বপূর্ণ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পেয়েছেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। আজ বুধবার প্রতিবেদন দিচ্ছে তারা। কমিশনের কাজ নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন...
১৭ দিন আগেপ্রধান উপদেষ্টা মনে করেন, সংস্কার ও বছরের শেষ নাগাদ বা আগামী বছরের প্রথমার্ধে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে তাঁর বোঝাপড়ার কোনো ঘাটতি নেই। গত ২৯ ডিসেম্বর (২০২৪) ইংরেজি দৈনিক নিউ এজের সঙ্গে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। ঢাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বাং
২৫ দিন আগেনেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তসীমান্ত জ্বালানি বাণিজ্য সবার জন্যই লাভজনক হবে বলে মনে করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেছেন, দেশগুলোর মধ্যে জ্বালানি বিনিময় আরও গতিশীল হলেই বাজার পরিপক্ব হবে। তখন সবার জন্যই লাভজনক...
০২ জানুয়ারি ২০২৫সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, ব্র্যাকের চেয়ারম্যান ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। তিনি সার্ক পোভার্টি কমিশনের সদস্য এবং বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইউএসএআইডি, জাইকাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় পরামর্শক ছিলেন।
০২ জানুয়ারি ২০২৫