Ajker Patrika

ফিলিস্তিনিদের ওপর হামলাকারী ৪ ইসরায়েলির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০: ০৭
ফিলিস্তিনিদের ওপর হামলাকারী ৪ ইসরায়েলির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাহী আদেশে আজ বৃহস্পতিবার পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলাকারী ইসরায়েলের চার অবৈধ বসতি স্থাপনকারীর বিরুদ্ধে আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 

এ বিষয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার শিকার বসতি স্থাপনকারীরা সহিংসতার সঙ্গে জড়িত ছিলেন এবং তাঁরা ফিলিস্তিনিদের হুমকি দেওয়া ছাড়াও সম্পত্তি ধ্বংস ও বাজেয়াপ্ত করার চেষ্টা করেছিলেন। নিষেধাজ্ঞার মাধ্যমে ওই চারজনকে মার্কিন আর্থিক ব্যবস্থা ব্যবহার করা থেকে বিরত রাখা হবে এবং আমেরিকান নাগরিকদের সঙ্গে তাঁদের কোনো লেনদেন করতে দেওয়া হবে না। 

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের মধ্যে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর হামলার সঙ্গে আরও যাঁরা জড়িত ছিলেন তাঁদের শাস্তির আওতায় আনা হবে কি না, তা বিবেচনা করা হবে। 

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক হামলায় বেশ কিছু ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিভিন্ন অধিকারগোষ্ঠীও দাবি করেছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের গাড়িতে অগ্নিসংযোগ করেছে, বেশ কয়েকটি ছোট বেদুইন সম্প্রদায়ের ওপর হামলা করেছে এবং জোর করে তাদের উচ্ছেদ করেছে। 

এক বিবৃতিতে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ‘এই সহিংসতা পশ্চিম তীর, ইসরায়েল ও মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। হুমকিতে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির স্বার্থকেও।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত