Ajker Patrika

বাইডেনের ফোনে সমঝোতার পথে ফ্রান্স

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১১: ৪৩
বাইডেনের ফোনে সমঝোতার পথে ফ্রান্স

অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগি করে চীনকে মোকাবিলা করতে গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া একটি বিশেষ নিরাপত্তা চুক্তির কথা ঘোষণা করে। ত্রিদেশীয় এই চুক্তির নাম 'এইউকেইউএস'। চুক্তির প্রথম উদ্যোগ হিসেবে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর পারমাণবিক সাবমেরিন সক্ষমতা অর্জনে সহায়তা দিতে কাজ করার কথা বলা হয়। এই চুক্তির ফলে ফ্রান্সের নকশা করা একটি সাবমেরিন তৈরির চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া। এতে বিপুল পরিমাণে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে ফ্রান্স। এ নিয়েই ফ্রান্সের সঙ্গে ওই তিন দেশের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া) সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। 

ত্রিদেশীয় ওই চুক্তির পর ওয়াশিংটন ও ক্যানবেরা থেকে রাষ্ট্রদূতদের দেশে ডেকে পাঠায় প্যারিস। যুক্তরাজ্যের সঙ্গে একটি প্রতিরক্ষা বৈঠকও বাতিল করে দেশটি। তবে এই টানাপোড়েন দূর করতে বুধবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

গত কয়েক দিনের পাল্টাপাল্টি বক্তব্যের পর অবশেষে সমঝোতার পথে হাঁটতে শুরু করেছে ফ্রান্স। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মধ্যে টেলিফোনে প্রায় ৩০ মিনিট আলাপ হয়েছে। 

বাইডেন-মাখোঁর ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস এবং ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কূটনৈতিক যোগাযোগ স্বাভাবিক করার ব্যাপারে উভয় দেশের নেতা সম্মত হয়েছেন। ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় মিত্রদের কৌশলগত স্বার্থকে যুক্তরাষ্ট্র সব সময়েই গুরুত্ব দেয় এবং প্রেসিডেন্ট বাইডেন এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

দুই দেশের প্রেসিডেন্টের ফোনালাপের পর ফ্রান্স তাদের রাষ্ট্রদূতকে ওয়াশিংটনে ফেরত পাঠাতে রাজি হয়েছে। ত্রিদেশীয় চুক্তির আগে এ বিষয়ে প্যারিসের সঙ্গে আলোচনা না করা ভুল ছিল বলে স্বীকার করে নিয়েছে হোয়াইট হাউসও। এ ছাড়া আগামী অক্টোবরের শেষের দিকে দেখা করতে রাজি হয়েছেন বাইডেন ও মাখোঁ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি আমলের শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল ইমিগ্রেশন পুলিশ

পর্যটন শুরু কাল: সেন্ট মার্টিনে জাহাজ চালাবেন না মালিকেরা

ময়মনসিংহের নান্দাইল: শত বছরের হাইত উৎসবে মাছশিকারিদের ঢল

সোয়া লাখের বদলে ৭৫০০ শরণার্থীকে আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র, বেশির ভাগই শ্বেতাঙ্গ আফ্রিকান

অনিশ্চয়তায় ঢাকা বিআরটি কোম্পানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ