Ajker Patrika

অভিজ্ঞতা ছাড়াই উড়োজাহাজ অবতরণ করালেন আরোহী 

অভিজ্ঞতা ছাড়াই উড়োজাহাজ অবতরণ করালেন আরোহী 

পাইলট অসুস্থ হয়ে পড়ায় কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই উড়োজাহাজ অবতরণ করালেন আরোহী। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিমানবন্দরে স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

 সিএনএন জানিয়েছে, পাইলট অসুস্থ হওয়ায় এক আরোহী এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) কে জানান যে তাঁর কোনো ধারণা নেই কীভাবে একটি উড়োজাহাজ নিয়ন্ত্রণ করতে হয়। 

এমনটি শুনে এটিসির পক্ষ থেকে উড়োজাহাজের অবস্থানের কথা জানতে চাওয়া হয়। পরে সেখান থেকে উড়োজাহাজ কীভাবে অবতরণ করাতে হবে তার নির্দেশনা দেওয়া হয়। এই সংক্রান্ত একটি অডিও সিএনএনের কাছে এসেছে। 

সেখানে এটিসির পক্ষ থেকে বলতে শোনা যায়, পাখার লেভেল ধরে রাখার চেষ্টা করুন। দেখুন আপনি আমার জন্য নামতে শুরু করতে পারেন কি না। উপকূল অনুসরণ করার চেষ্টা করুন, হয় উত্তর বা দক্ষিণ দিকে। আমরা আপনাকে খুঁজে বের করার চেষ্টা করছি ।
 
সিএনএন জানায়, উড়োজাহাজটি ছিল একটি ব্যক্তিগত বিমান। এতে পাইলট ছাড়াও আরও দুই আরোহী ছিলেন। 

এই ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত