Ajker Patrika

ইসরায়েলি সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, ঠেকানোর ঘোষণা নেতানিয়াহুর

ইসরায়েলি সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, ঠেকানোর ঘোষণা নেতানিয়াহুর

ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। তবে সেনাবাহিনীর কোন ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে সে বিষয়ে মুখ খোলেননি মার্কিন কর্মকর্তারা। তবে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা যেকোনো মূল্যে ঠেকানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ফিলিস্তিনি ভূখণ্ডে কার্যক্রম চালানোর সময় মানবাধিকার লঙ্ঘন করায় এই উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে কী ধরনের অধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনীর সেই ইউনিট সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি প্রতিবেদনে। 

এদিকে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলি সেনাবাহিনীর নেতজা ইয়াহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে। এই ব্যাটালিয়নটি ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘদিন ধরে। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এ ধরনের পদক্ষেপের বিষয়ে অবগত নয়। 

ইসরায়েলি গণমাধ্যমও নেতজা ইয়াহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেই অনুমান করছে। এই পদাতিক ব্যাটালিয়নটির যাত্রা শুরু ১৯৯৯ সালে। মূলত কট্টর অর্থোডক্স ইহুদি পুরুষদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতেই এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর আগে, গত শুক্রবার যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে একাধিক ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীর ওপর যেকোনো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল রোববার তিনি বলেছেন, ‘আমি সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত