ডয়চে ভেলে
টাইটানিক পর্যটন কোম্পানি ওশানগেট অনির্দিষ্টকালের জন্য নিজেদের কার্যক্রম স্থগিত করেছে। মর্মান্তিক ‘টাইটান’ দুর্ঘটনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হলো।
ওশেনগেট টাইটান ডুবোযানের একটি অপারেটর। গত ১৮ জুন উত্তর আটলান্টিকে নিখোঁজ হওয়ার পরে এটির বিস্ফোরণ ঘটে। গতকাল বৃহস্পতিবার তারা ঘোষণা করেছে, সমস্ত অনুসন্ধান এবং বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
‘টাইটানিক’–র ভগ্নাবশেষ দেখতে গিয়ে আটলান্টিকের গভীরে বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় ডুবোযান ‘টাইটান’। ওয়াশিংটনের কোম্পানি ওশানগেট পর্যটন, অন্বেষণ, শিল্প এবং গবেষণার জন্য ক্রুসমেত ডুবো জাহাজ সরবরাহ করে।
ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে?
উত্তর আটলান্টিকে টাইটানিকের ধ্বংসস্তূপের এক হাজার ৬০০ মিটার দূরে সমুদ্রের ১২ হাজার ৫০০ ফুট নিচে এই ধ্বংসাবশেষ মেলে। প্রথমে রোবটচালিত যান এই ধ্বংসাবশেষের হদিস দেয়। তারপর উদ্ধারকারী দল তা উদ্ধার করে।
নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল থেকে প্রায় ৪০০ মাইল (৬৪৪ কিলোমিটার) দূরে জাহাজের ভগ্নাবশেষ মেলে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সেই ধ্বংসাবশেষের মধ্যে ডুবোযানের ল্যান্ডিং ফ্রেম এবং পেছনের অংশ ছিল।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে কোম্পানির সিইও স্টকটন রাশও ছিলেন। ধারণা করা হয়, পানির প্রচণ্ড চাপের কারণে অন্তর্মুখী বিস্ফোরণের শিকার হয় টাইটান।
ধ্বংসাবশেষের মধ্যে মানুষের দেহাবশেষ রয়েছে বলে ধারণা করা হয়েছে। মার্কিন ও ক্যানাডিয়ান কর্তৃপক্ষ বিপর্যয়ের কারণ অনুসন্ধান শুরু করেছে।
ওশেনগেটের সিইও নিরাপত্তা সম্পর্কে যা বলেছিলেন
সিইও স্টকটন রাশ ১৯৯৩ সালের প্যাসেঞ্জার ভেসেল সেফটি অ্যাক্টের মতো আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তার মত ছিল, অযথাই বাণিজ্যিক উদ্ভাবনের চেয়ে যাত্রী নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল।
২০২২ সালে, রাশ সিবিএস নিউজকে বলেছিলেন, আমি মনে করি নিয়ম ভেঙেও নিরাপত্তা বজায় রাখা সম্ভব।
২০০৭ সালের দিকে ‘আন্ডারওয়াটার এক্সপ্লোরেশন’–এর বাজার বোঝার চেষ্টা করেছিলেন রাশ। তিনি এই সুযোগকে কাজে লাগাতে তৎকালীন ব্যবসায়িক অংশীদার গিয়েরমো স্যোওনলাইনের সঙ্গে ২০০৯ সালে ওশানগেট প্রতিষ্ঠা করেন।
টাইটানিক কখন ডুবেছিল?
উত্তর আটলান্টিকের হিমশীতল জলে ১৯১২ সালে প্রথম সমুদ্রযাত্রার সময় টাইটানিক ডুবে গিয়েছিল। এই ঘটনায় জাহাজের দুই হাজার ২২৪ যাত্রীর মধ্যে দেড় হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।
১৯৮৫ সালে এর ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া যায়। হলিউডের পরিচালক জেমস ক্যামেরনের সিনেমার কারণে এই ঘটনাটি আরও জনপ্রিয়তা পেয়েছিল।
ওশানগেট অভিযান এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দাবি করে এটি ২০২৩ সালের মধ্যে ১৩টি সফল অভিযান করেছে। ডুবোজাহাজে একটি আসনের জন্য ধনী পর্যটকদের আড়াই লাখ ডলার দিতে হয়েছিল।
টাইটান বিস্ফোরণের সময় আরোহী ছিলেন, বিলিয়নিয়ার ব্রিটিশ এক্সপ্লোরার হামিশ হার্ডিং, বিলিয়নিয়ার ফরাসি সাবমেরিন বিশেষজ্ঞ পল-হেনরি নার্জেওলেট এবং পাকিস্তানি-ব্রিটিশ মাল্টি-মিলিয়নিয়ার টাইকুন শাহজাদা দাউদ এবং তার ছেলে সুলেমান।
ওশানগেট জুন মাসে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য দুটি অভিযান পরিকল্পনা করেছিল। টাইটান দুর্ঘটনার পর, গভীর সমুদ্রের পর্যটনে রাশ টানার কথা বলা হয়েছে।
টাইটানিক পর্যটন কোম্পানি ওশানগেট অনির্দিষ্টকালের জন্য নিজেদের কার্যক্রম স্থগিত করেছে। মর্মান্তিক ‘টাইটান’ দুর্ঘটনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হলো।
ওশেনগেট টাইটান ডুবোযানের একটি অপারেটর। গত ১৮ জুন উত্তর আটলান্টিকে নিখোঁজ হওয়ার পরে এটির বিস্ফোরণ ঘটে। গতকাল বৃহস্পতিবার তারা ঘোষণা করেছে, সমস্ত অনুসন্ধান এবং বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
‘টাইটানিক’–র ভগ্নাবশেষ দেখতে গিয়ে আটলান্টিকের গভীরে বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় ডুবোযান ‘টাইটান’। ওয়াশিংটনের কোম্পানি ওশানগেট পর্যটন, অন্বেষণ, শিল্প এবং গবেষণার জন্য ক্রুসমেত ডুবো জাহাজ সরবরাহ করে।
ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে?
উত্তর আটলান্টিকে টাইটানিকের ধ্বংসস্তূপের এক হাজার ৬০০ মিটার দূরে সমুদ্রের ১২ হাজার ৫০০ ফুট নিচে এই ধ্বংসাবশেষ মেলে। প্রথমে রোবটচালিত যান এই ধ্বংসাবশেষের হদিস দেয়। তারপর উদ্ধারকারী দল তা উদ্ধার করে।
নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল থেকে প্রায় ৪০০ মাইল (৬৪৪ কিলোমিটার) দূরে জাহাজের ভগ্নাবশেষ মেলে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সেই ধ্বংসাবশেষের মধ্যে ডুবোযানের ল্যান্ডিং ফ্রেম এবং পেছনের অংশ ছিল।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে কোম্পানির সিইও স্টকটন রাশও ছিলেন। ধারণা করা হয়, পানির প্রচণ্ড চাপের কারণে অন্তর্মুখী বিস্ফোরণের শিকার হয় টাইটান।
ধ্বংসাবশেষের মধ্যে মানুষের দেহাবশেষ রয়েছে বলে ধারণা করা হয়েছে। মার্কিন ও ক্যানাডিয়ান কর্তৃপক্ষ বিপর্যয়ের কারণ অনুসন্ধান শুরু করেছে।
ওশেনগেটের সিইও নিরাপত্তা সম্পর্কে যা বলেছিলেন
সিইও স্টকটন রাশ ১৯৯৩ সালের প্যাসেঞ্জার ভেসেল সেফটি অ্যাক্টের মতো আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তার মত ছিল, অযথাই বাণিজ্যিক উদ্ভাবনের চেয়ে যাত্রী নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল।
২০২২ সালে, রাশ সিবিএস নিউজকে বলেছিলেন, আমি মনে করি নিয়ম ভেঙেও নিরাপত্তা বজায় রাখা সম্ভব।
২০০৭ সালের দিকে ‘আন্ডারওয়াটার এক্সপ্লোরেশন’–এর বাজার বোঝার চেষ্টা করেছিলেন রাশ। তিনি এই সুযোগকে কাজে লাগাতে তৎকালীন ব্যবসায়িক অংশীদার গিয়েরমো স্যোওনলাইনের সঙ্গে ২০০৯ সালে ওশানগেট প্রতিষ্ঠা করেন।
টাইটানিক কখন ডুবেছিল?
উত্তর আটলান্টিকের হিমশীতল জলে ১৯১২ সালে প্রথম সমুদ্রযাত্রার সময় টাইটানিক ডুবে গিয়েছিল। এই ঘটনায় জাহাজের দুই হাজার ২২৪ যাত্রীর মধ্যে দেড় হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।
১৯৮৫ সালে এর ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া যায়। হলিউডের পরিচালক জেমস ক্যামেরনের সিনেমার কারণে এই ঘটনাটি আরও জনপ্রিয়তা পেয়েছিল।
ওশানগেট অভিযান এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দাবি করে এটি ২০২৩ সালের মধ্যে ১৩টি সফল অভিযান করেছে। ডুবোজাহাজে একটি আসনের জন্য ধনী পর্যটকদের আড়াই লাখ ডলার দিতে হয়েছিল।
টাইটান বিস্ফোরণের সময় আরোহী ছিলেন, বিলিয়নিয়ার ব্রিটিশ এক্সপ্লোরার হামিশ হার্ডিং, বিলিয়নিয়ার ফরাসি সাবমেরিন বিশেষজ্ঞ পল-হেনরি নার্জেওলেট এবং পাকিস্তানি-ব্রিটিশ মাল্টি-মিলিয়নিয়ার টাইকুন শাহজাদা দাউদ এবং তার ছেলে সুলেমান।
ওশানগেট জুন মাসে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য দুটি অভিযান পরিকল্পনা করেছিল। টাইটান দুর্ঘটনার পর, গভীর সমুদ্রের পর্যটনে রাশ টানার কথা বলা হয়েছে।
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
২ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
২ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৫ ঘণ্টা আগেইসরায়েলের কর্মকর্তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় তাদের ‘পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।’ আর এ জন্য প্রয়োজনে ইসরায়েল ইরানের পারমাণবিক সীমিত পরিসরে হামলাও চালাতে পারে।
৫ ঘণ্টা আগে