যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে করোনা শুরুর পর থেকে গত শনিবার এক দিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় শনাক্তের এ ঊর্ধ্বগতি।
ইউএস সেন্টার ফর ডিজিজ অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুসারে, সোমবার দেশটিতে ৪ লাখ ৪০ হাজারেরও বেশি নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। সিডিসির একজন মুখপাত্র নিউজ সাইট পলিটিকোকে বলেছেন, ক্রিসমাসের সময়কালে পরীক্ষা এবং পরীক্ষাকেন্দ্র বন্ধ থাকার কারণে শনাক্তের সংখ্যাটি সম্ভবত 'অতিরিক্ত' হয়েছে। নতুন বছরে পরিস্থিতি স্থিতিশীল হবে বলেও তিনি উল্লেখ করেন।
এর মধ্যে ফ্রান্সেও এক দিনে ইউরোপের সর্বোচ্চসংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে গতকাল মঙ্গলবার এক দিনে ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফরাসি স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরান এর আগে সতর্ক করেছিলেন, সবকিছু দেখে মনে হচ্ছে ফ্রান্স জানুয়ারির শুরুতে ২ লাখ ৫০ হাজারের মতো দৈনিক শনাক্ত দেখতে পারে।
ইতালি, গ্রিস, পর্তুগাল এবং ইংল্যান্ডও গতকাল মঙ্গলবার রেকর্ড বৃদ্ধির কথা জানিয়েছে। মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুসারে ২৬ ডিসেম্বরের আগের সপ্তাহে ইউরোপে নতুন করোনা সংক্রমণ ৫৭ শতাংশ বেড়েছে এবং আমেরিকা অঞ্চলে ৩০ শতাংশ বেড়েছে।
এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট যে কতটা ঝুঁকিপূর্ণ, তা এর শনাক্তের হার দেখেই বোঝা যায়। তবে প্রাথমিক গবেষণায় দেখা যাচ্ছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেলটার চেয়ে কম শক্তিশালী। সংক্রমিত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজনও কম পড়ে। তবে সংক্রমণ বেশি হওয়ায় হাসপাতালগুলোতে শয্যাসংকট হওয়ার আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে করোনা শুরুর পর থেকে গত শনিবার এক দিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় শনাক্তের এ ঊর্ধ্বগতি।
ইউএস সেন্টার ফর ডিজিজ অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুসারে, সোমবার দেশটিতে ৪ লাখ ৪০ হাজারেরও বেশি নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। সিডিসির একজন মুখপাত্র নিউজ সাইট পলিটিকোকে বলেছেন, ক্রিসমাসের সময়কালে পরীক্ষা এবং পরীক্ষাকেন্দ্র বন্ধ থাকার কারণে শনাক্তের সংখ্যাটি সম্ভবত 'অতিরিক্ত' হয়েছে। নতুন বছরে পরিস্থিতি স্থিতিশীল হবে বলেও তিনি উল্লেখ করেন।
এর মধ্যে ফ্রান্সেও এক দিনে ইউরোপের সর্বোচ্চসংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে গতকাল মঙ্গলবার এক দিনে ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফরাসি স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরান এর আগে সতর্ক করেছিলেন, সবকিছু দেখে মনে হচ্ছে ফ্রান্স জানুয়ারির শুরুতে ২ লাখ ৫০ হাজারের মতো দৈনিক শনাক্ত দেখতে পারে।
ইতালি, গ্রিস, পর্তুগাল এবং ইংল্যান্ডও গতকাল মঙ্গলবার রেকর্ড বৃদ্ধির কথা জানিয়েছে। মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুসারে ২৬ ডিসেম্বরের আগের সপ্তাহে ইউরোপে নতুন করোনা সংক্রমণ ৫৭ শতাংশ বেড়েছে এবং আমেরিকা অঞ্চলে ৩০ শতাংশ বেড়েছে।
এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট যে কতটা ঝুঁকিপূর্ণ, তা এর শনাক্তের হার দেখেই বোঝা যায়। তবে প্রাথমিক গবেষণায় দেখা যাচ্ছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেলটার চেয়ে কম শক্তিশালী। সংক্রমিত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজনও কম পড়ে। তবে সংক্রমণ বেশি হওয়ায় হাসপাতালগুলোতে শয্যাসংকট হওয়ার আশঙ্কা রয়েছে।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৮ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১২ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৫ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৬ ঘণ্টা আগে