আজকের পত্রিকা ডেস্ক
ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার নিজ প্রশাসনের প্রতি এ নির্দেশ দেন তিনি। এদিন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের কার্যনির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। জাতিসংঘে মার্কিন অনুদানের বিষয়টিও পর্যালোচনার কথা জানিয়েছেন তিনি। এ ছাড়া ইউনেসকোর সঙ্গেও সম্পর্ক পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন।
২০১৮ সালে নিজের প্রথম মেয়াদে ইউএনএইচআরসি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে ২০২১ সালে আবার ওই সদস্যপদ গ্রহণ করেন।
ট্রাম্পের এই ঘোষণার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, জাতিসংঘের কর্মদক্ষতা বৃদ্ধি এবং উদ্ভাবনের জন্য নিরন্তর সংস্কারমূলক কাজ করেছেন গুতেরেস। মার্কিন সহায়তার ফলে জাতিসংঘ অগণিত জীবন রক্ষা করতে পেরেছে। আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষার কাজেও অগ্রণী ভূমিকা পালন করতে পেরেছে। বিশ্বের এই সামগ্রিক অশান্ত পরিবেশে মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রেসিডেন্ট ট্রাম্প তথা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী।
এদিকে জাতিসংঘের সংস্থাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি উইল শার্ফ। তিনি বলেন, জাতিসংঘের সঙ্গে সম্পর্ক এবং অন্যান্য দেশের তুলনায় সংস্থাটিতে মার্কিন অনুদানের অঙ্ক পুনর্বিবেচনা করা হবে।
ট্রাম্পের মতে, জাতিসংঘ ‘ভীষণ সম্ভাবনাময়’ হলেও সংস্থাটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। সব দেশের অর্থেই এটি পরিচালিত হওয়া উচিত। অথচ যুক্তরাষ্ট্র বরাবরই অসামঞ্জস্যপূর্ণ অনুদান দিয়ে যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘকে সঠিকভাবে কাজ করতে হবে। কাজের মাধ্যমে অনেক মতবিরোধের নিষ্পত্তি ঘটবে। নিদেনপক্ষে যুক্তরাষ্ট্র সাহায্য পাবে, যে কাজটি কখনো হয় না।
ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার নিজ প্রশাসনের প্রতি এ নির্দেশ দেন তিনি। এদিন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের কার্যনির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। জাতিসংঘে মার্কিন অনুদানের বিষয়টিও পর্যালোচনার কথা জানিয়েছেন তিনি। এ ছাড়া ইউনেসকোর সঙ্গেও সম্পর্ক পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন।
২০১৮ সালে নিজের প্রথম মেয়াদে ইউএনএইচআরসি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে ২০২১ সালে আবার ওই সদস্যপদ গ্রহণ করেন।
ট্রাম্পের এই ঘোষণার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, জাতিসংঘের কর্মদক্ষতা বৃদ্ধি এবং উদ্ভাবনের জন্য নিরন্তর সংস্কারমূলক কাজ করেছেন গুতেরেস। মার্কিন সহায়তার ফলে জাতিসংঘ অগণিত জীবন রক্ষা করতে পেরেছে। আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষার কাজেও অগ্রণী ভূমিকা পালন করতে পেরেছে। বিশ্বের এই সামগ্রিক অশান্ত পরিবেশে মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রেসিডেন্ট ট্রাম্প তথা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী।
এদিকে জাতিসংঘের সংস্থাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি উইল শার্ফ। তিনি বলেন, জাতিসংঘের সঙ্গে সম্পর্ক এবং অন্যান্য দেশের তুলনায় সংস্থাটিতে মার্কিন অনুদানের অঙ্ক পুনর্বিবেচনা করা হবে।
ট্রাম্পের মতে, জাতিসংঘ ‘ভীষণ সম্ভাবনাময়’ হলেও সংস্থাটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। সব দেশের অর্থেই এটি পরিচালিত হওয়া উচিত। অথচ যুক্তরাষ্ট্র বরাবরই অসামঞ্জস্যপূর্ণ অনুদান দিয়ে যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘকে সঠিকভাবে কাজ করতে হবে। কাজের মাধ্যমে অনেক মতবিরোধের নিষ্পত্তি ঘটবে। নিদেনপক্ষে যুক্তরাষ্ট্র সাহায্য পাবে, যে কাজটি কখনো হয় না।
যুক্তরাষ্ট্রের প্রধান সহায়তা সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) কর্মীদের আগামীকাল শুক্রবার থেকে ছুটিতে পাঠানো হচ্ছে। সংস্থাটি গত মঙ্গলবার রাতে তাদের ওয়েবসাইটে এ নথি প্রকাশ করেছে। এটি গত মঙ্গলবার রাতে অনলাইনে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সব কর্মীকে আর্থিক সুবিধার বিনিময়ে চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল সরকারকে সংকুচিত করার নীতির আলোকে তাঁদের এই প্রস্তাব দিয়েছে কর্তৃপক্ষ। এতে বলা হয়, চাকরি ছেড়ে দিলে কর্মীরা প্রায় আট মাসের বেতন এবং অন্যান্য সুবিধা
৪ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করে এই ভূখণ্ডের দখল নেওয়ার কথা বলেছেন। তিনি আরও বলেছেন, একটি ব্যতিক্রমী পুনর্নির্মাণ পরিকল্পনা ঘোষণা করে গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরায়’ পরিণত করা হবে। গতকাল মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে
৫ ঘণ্টা আগেতালেবান প্রশাসন রেডিও স্টেশন বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা অভিযোগ করেছে, স্টেশনটি সম্প্রচার নীতিমালা লঙ্ঘনের পাশাপাশি অবৈধভাবে বিদেশি টিভি চ্যানেলগুলোকে রসদ সরবরাহ করেছে। তবে বিদেশি কোন টিভি চ্যানেলের সঙ্গে স্টেশনটি কাজ করছিল, সেই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
৫ ঘণ্টা আগে