মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্র ছাড়ার পরিকল্পনা করছেন লিংকডইনের সহপ্রতিষ্ঠাতা রিড হফম্যান। হফম্যান ইতিমধ্যে তাঁর ঘনিষ্ঠজনদের সঙ্গে দেশত্যাগের বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
মার্কিন নির্বাচনের সময় কমলা হ্যারিসকে সক্রিয় সমর্থন দিয়েছিলেন রিড হফম্যান। তিনি কমলার নির্বাচনী প্রচারণায় কয়েক মিলিয়ন ডলার অনুদান দেন। তবে হ্যারিসের পরাজয়ের পর, হফম্যান আশঙ্কা করছেন ট্রাম্প তাঁর রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারেন। তাই তিনি দেশত্যাগ করার পরিকল্পনা করছেন।
ট্রাম্পের বিরুদ্ধে একটি মানহানির মামলায় আর্থিক সহায়তা দেওয়ার জন্য হফম্যান সমালোচিত হয়েছিলেন। ১৯৯৬ সালে যৌন নির্যাতন ও মানহানির এই মামলাটি করেছিলেন সাংবাদিক ও লেখিকা ই জিন ক্যারল। তবে ট্রাম্পের আইনজীবীরা দাবি করেছিলেন, হফম্যান এই মামলার জন্য অর্থ দিয়েছিলেন। যা মামলার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছিল।
পরবর্তীকালে আদালত এই মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে। ২০২৩ সালের মে মাসে, প্রথমে ৫০ লাখ ডলার এবং পরবর্তী সময় আরও ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ দেন ট্রাম্প।
৫৭ বছর বয়সী রিড হফম্যান এবারের নির্বাচনেও কমলা হ্যারিসকে সমর্থন করে এক কোটি ডলার অনুদান দিয়েছিলেন। তবে কমলার হারের পর হফম্যান জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তাঁর জন্য উদ্বেগজনক।
এদিকে ডেমোক্রেটিক দলের অন্য প্রধান দাতারাও যুক্তরাষ্ট্র ছাড়ার বিষয়টি বিবেচনা করছেন বলে জানা গেছে। টেক উদ্যোক্তা স্টিভ সিলবারস্টেইন বলেছেন, ‘মানুষ পরিস্থিতি বুঝে নতুন পথ খোঁজার চেষ্টা করছে।’
দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ডেমোক্রেটিক দল তাদের তহবিল সংগ্রহ অব্যাহত রাখতে বিভিন্ন পরিকল্পনা তৈরি করছে। দাতাদের খুঁজে বের করতে আগের মেমোও সংগ্রহ করা হচ্ছে। তবে অধিকাংশ দাতা ভয়ে আছেন, ট্রাম্প তাঁর রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারেন।
বিশেষজ্ঞরাও আশঙ্কা করছেন, ট্রাম্পের এই বিজয় মার্কিন রাজনীতিতে নতুন ধরনের উত্তেজনা তৈরি করেছে। যার প্রভাব কেবল রাজনীতিতে নয়, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও পড়বে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্র ছাড়ার পরিকল্পনা করছেন লিংকডইনের সহপ্রতিষ্ঠাতা রিড হফম্যান। হফম্যান ইতিমধ্যে তাঁর ঘনিষ্ঠজনদের সঙ্গে দেশত্যাগের বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
মার্কিন নির্বাচনের সময় কমলা হ্যারিসকে সক্রিয় সমর্থন দিয়েছিলেন রিড হফম্যান। তিনি কমলার নির্বাচনী প্রচারণায় কয়েক মিলিয়ন ডলার অনুদান দেন। তবে হ্যারিসের পরাজয়ের পর, হফম্যান আশঙ্কা করছেন ট্রাম্প তাঁর রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারেন। তাই তিনি দেশত্যাগ করার পরিকল্পনা করছেন।
ট্রাম্পের বিরুদ্ধে একটি মানহানির মামলায় আর্থিক সহায়তা দেওয়ার জন্য হফম্যান সমালোচিত হয়েছিলেন। ১৯৯৬ সালে যৌন নির্যাতন ও মানহানির এই মামলাটি করেছিলেন সাংবাদিক ও লেখিকা ই জিন ক্যারল। তবে ট্রাম্পের আইনজীবীরা দাবি করেছিলেন, হফম্যান এই মামলার জন্য অর্থ দিয়েছিলেন। যা মামলার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছিল।
পরবর্তীকালে আদালত এই মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে। ২০২৩ সালের মে মাসে, প্রথমে ৫০ লাখ ডলার এবং পরবর্তী সময় আরও ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ দেন ট্রাম্প।
৫৭ বছর বয়সী রিড হফম্যান এবারের নির্বাচনেও কমলা হ্যারিসকে সমর্থন করে এক কোটি ডলার অনুদান দিয়েছিলেন। তবে কমলার হারের পর হফম্যান জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তাঁর জন্য উদ্বেগজনক।
এদিকে ডেমোক্রেটিক দলের অন্য প্রধান দাতারাও যুক্তরাষ্ট্র ছাড়ার বিষয়টি বিবেচনা করছেন বলে জানা গেছে। টেক উদ্যোক্তা স্টিভ সিলবারস্টেইন বলেছেন, ‘মানুষ পরিস্থিতি বুঝে নতুন পথ খোঁজার চেষ্টা করছে।’
দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ডেমোক্রেটিক দল তাদের তহবিল সংগ্রহ অব্যাহত রাখতে বিভিন্ন পরিকল্পনা তৈরি করছে। দাতাদের খুঁজে বের করতে আগের মেমোও সংগ্রহ করা হচ্ছে। তবে অধিকাংশ দাতা ভয়ে আছেন, ট্রাম্প তাঁর রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারেন।
বিশেষজ্ঞরাও আশঙ্কা করছেন, ট্রাম্পের এই বিজয় মার্কিন রাজনীতিতে নতুন ধরনের উত্তেজনা তৈরি করেছে। যার প্রভাব কেবল রাজনীতিতে নয়, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও পড়বে।
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
২ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
২ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৫ ঘণ্টা আগেইসরায়েলের কর্মকর্তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় তাদের ‘পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।’ আর এ জন্য প্রয়োজনে ইসরায়েল ইরানের পারমাণবিক সীমিত পরিসরে হামলাও চালাতে পারে।
৫ ঘণ্টা আগে