অনলাইন ডেস্ক
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য জাকাটেকাসে বন্দুকধারীর গুলিতে ছয়জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। যেখানে হামলার ঘটনা ঘটেছে, সেই এলাকা মাদক চোরাচালানের রুট হিসেবে পরিচিত।
জাকাটেকাস রাজ্য সরকার জানিয়েছে, ক্যালেরা দা ভিক্টর রোজালেসের একটি ক্রীড়া কেন্দ্রে প্রশিক্ষণের সময় পাঁচ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে পৌঁছার পর দুজন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা গুলির শিকার হন। তাঁদের মধ্যে একজন মারা গেছেন।
এই হামলাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে অভিহিত করেছেন জাকাটেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল। তিনি এক বিবৃতিতে নিহতদের পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে জ্যাকাটেকাসে সহিংসতা বেড়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, মাদক চোরাচালানের রুট হিসেবে এখানে প্রায়ই দুটি গ্রুপের মধ্যে যুদ্ধ হয়। এ ছাড়া দুটি মাদক কারবারি গ্রুপ ‘সান্তা রোসা দে লিমা’ ও ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের’ মধ্যে বিরোধের কারণে মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যটি একটি অন্যতম সহিংস রাজ্যে পরিণত হয়েছে।
গত ২৩ জানুয়ারি মেক্সিকোর একটি পানশালায় বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। গুয়ানাজুয়াতো রাজ্যের তারিমোর পৌরসভায় এই হত্যাকাণ্ড ঘটেছে।
আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ঘটনাস্থলেই ৯ জন মরা গেছেন। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
এর আগে গত জানুয়ারিতে জাকাটেকাসের গভর্নরের প্রাসাদের সামনে একটি স্পোর্টস গাড়িতে ১০টি মৃতদেহ পাওয়া গিয়েছিল।
২০০৬ সালের ডিসেম্বরে মাদকবিরোধী অভিযান শুরু করেছিল মেক্সিকো সরকার। সে সময় দেশজুড়ে সহিংসতায় ৩ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল। এসব অপরাধের বেশির ভাগকে ‘সংগঠিত অপরাধ’ বলে অভিহিত করেছে মেক্সিকো সরকার।
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য জাকাটেকাসে বন্দুকধারীর গুলিতে ছয়জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। যেখানে হামলার ঘটনা ঘটেছে, সেই এলাকা মাদক চোরাচালানের রুট হিসেবে পরিচিত।
জাকাটেকাস রাজ্য সরকার জানিয়েছে, ক্যালেরা দা ভিক্টর রোজালেসের একটি ক্রীড়া কেন্দ্রে প্রশিক্ষণের সময় পাঁচ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে পৌঁছার পর দুজন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা গুলির শিকার হন। তাঁদের মধ্যে একজন মারা গেছেন।
এই হামলাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে অভিহিত করেছেন জাকাটেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল। তিনি এক বিবৃতিতে নিহতদের পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে জ্যাকাটেকাসে সহিংসতা বেড়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, মাদক চোরাচালানের রুট হিসেবে এখানে প্রায়ই দুটি গ্রুপের মধ্যে যুদ্ধ হয়। এ ছাড়া দুটি মাদক কারবারি গ্রুপ ‘সান্তা রোসা দে লিমা’ ও ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের’ মধ্যে বিরোধের কারণে মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যটি একটি অন্যতম সহিংস রাজ্যে পরিণত হয়েছে।
গত ২৩ জানুয়ারি মেক্সিকোর একটি পানশালায় বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। গুয়ানাজুয়াতো রাজ্যের তারিমোর পৌরসভায় এই হত্যাকাণ্ড ঘটেছে।
আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ঘটনাস্থলেই ৯ জন মরা গেছেন। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
এর আগে গত জানুয়ারিতে জাকাটেকাসের গভর্নরের প্রাসাদের সামনে একটি স্পোর্টস গাড়িতে ১০টি মৃতদেহ পাওয়া গিয়েছিল।
২০০৬ সালের ডিসেম্বরে মাদকবিরোধী অভিযান শুরু করেছিল মেক্সিকো সরকার। সে সময় দেশজুড়ে সহিংসতায় ৩ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল। এসব অপরাধের বেশির ভাগকে ‘সংগঠিত অপরাধ’ বলে অভিহিত করেছে মেক্সিকো সরকার।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
২ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
৩ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
৫ ঘণ্টা আগেআফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
৭ ঘণ্টা আগে