মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য জাকাটেকাসে বন্দুকধারীর গুলিতে ছয়জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। যেখানে হামলার ঘটনা ঘটেছে, সেই এলাকা মাদক চোরাচালানের রুট হিসেবে পরিচিত।
জাকাটেকাস রাজ্য সরকার জানিয়েছে, ক্যালেরা দা ভিক্টর রোজালেসের একটি ক্রীড়া কেন্দ্রে প্রশিক্ষণের সময় পাঁচ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে পৌঁছার পর দুজন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা গুলির শিকার হন। তাঁদের মধ্যে একজন মারা গেছেন।
এই হামলাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে অভিহিত করেছেন জাকাটেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল। তিনি এক বিবৃতিতে নিহতদের পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে জ্যাকাটেকাসে সহিংসতা বেড়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, মাদক চোরাচালানের রুট হিসেবে এখানে প্রায়ই দুটি গ্রুপের মধ্যে যুদ্ধ হয়। এ ছাড়া দুটি মাদক কারবারি গ্রুপ ‘সান্তা রোসা দে লিমা’ ও ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের’ মধ্যে বিরোধের কারণে মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যটি একটি অন্যতম সহিংস রাজ্যে পরিণত হয়েছে।
গত ২৩ জানুয়ারি মেক্সিকোর একটি পানশালায় বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। গুয়ানাজুয়াতো রাজ্যের তারিমোর পৌরসভায় এই হত্যাকাণ্ড ঘটেছে।
আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ঘটনাস্থলেই ৯ জন মরা গেছেন। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
এর আগে গত জানুয়ারিতে জাকাটেকাসের গভর্নরের প্রাসাদের সামনে একটি স্পোর্টস গাড়িতে ১০টি মৃতদেহ পাওয়া গিয়েছিল।
২০০৬ সালের ডিসেম্বরে মাদকবিরোধী অভিযান শুরু করেছিল মেক্সিকো সরকার। সে সময় দেশজুড়ে সহিংসতায় ৩ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল। এসব অপরাধের বেশির ভাগকে ‘সংগঠিত অপরাধ’ বলে অভিহিত করেছে মেক্সিকো সরকার।
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য জাকাটেকাসে বন্দুকধারীর গুলিতে ছয়জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। যেখানে হামলার ঘটনা ঘটেছে, সেই এলাকা মাদক চোরাচালানের রুট হিসেবে পরিচিত।
জাকাটেকাস রাজ্য সরকার জানিয়েছে, ক্যালেরা দা ভিক্টর রোজালেসের একটি ক্রীড়া কেন্দ্রে প্রশিক্ষণের সময় পাঁচ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে পৌঁছার পর দুজন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা গুলির শিকার হন। তাঁদের মধ্যে একজন মারা গেছেন।
এই হামলাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে অভিহিত করেছেন জাকাটেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল। তিনি এক বিবৃতিতে নিহতদের পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে জ্যাকাটেকাসে সহিংসতা বেড়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, মাদক চোরাচালানের রুট হিসেবে এখানে প্রায়ই দুটি গ্রুপের মধ্যে যুদ্ধ হয়। এ ছাড়া দুটি মাদক কারবারি গ্রুপ ‘সান্তা রোসা দে লিমা’ ও ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের’ মধ্যে বিরোধের কারণে মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যটি একটি অন্যতম সহিংস রাজ্যে পরিণত হয়েছে।
গত ২৩ জানুয়ারি মেক্সিকোর একটি পানশালায় বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। গুয়ানাজুয়াতো রাজ্যের তারিমোর পৌরসভায় এই হত্যাকাণ্ড ঘটেছে।
আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ঘটনাস্থলেই ৯ জন মরা গেছেন। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
এর আগে গত জানুয়ারিতে জাকাটেকাসের গভর্নরের প্রাসাদের সামনে একটি স্পোর্টস গাড়িতে ১০টি মৃতদেহ পাওয়া গিয়েছিল।
২০০৬ সালের ডিসেম্বরে মাদকবিরোধী অভিযান শুরু করেছিল মেক্সিকো সরকার। সে সময় দেশজুড়ে সহিংসতায় ৩ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল। এসব অপরাধের বেশির ভাগকে ‘সংগঠিত অপরাধ’ বলে অভিহিত করেছে মেক্সিকো সরকার।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৯ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১২ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১৪ ঘণ্টা আগে