অনলাইন ডেস্ক
ঢাকা: দরিদ্র দেশগুলোর জন্য কোভিড ভ্যাকসিনের মেধাস্বত্ব উন্মুক্ত করার পক্ষে সায় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক আইন প্রণেতা এবং শতাধিক দেশের চাপের মুখে ডোনাল্ড ট্রাম্পকালীন মার্কিন অবস্থান থেকে সরে এলেন বাইডেন। তবে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলো।
ভ্যাকসিনের মেধাস্বত্ব উন্মুক্তের প্রস্তাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাজি ছিল না। ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর জো বাইডেনও সে অবস্থান বহাল রাখেন। শুধু তাই নয়, অনুমোদন না দেওয়া সত্ত্বেও অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার বিপুল পরিমান ভ্যাকসিন মজুত করে রেখেছে যুক্তরাষ্ট্র। যেখানে ভারত, বাংলাদেশের মতো বহু দেশে ভ্যাকসিন সঙ্কটের কারণে টিকাদান কর্মসূচি বন্ধ হওয়ার উপক্রম।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ক্যাথেরিন টাই একটি বিবৃতিতে বলেছেন, এটি বৈশ্বিক স্বাস্থ্য সঙ্কট, করোনা মহামারির অস্বাভাবিক পরিস্থিতি অসাধারণ উদ্যোগ নেওয়ার ডাক দিচ্ছে। তবে টিকার মেধাস্বত্ব উন্মুক্ত করার বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৬০ সদস্য দেশের ঐকমত্যে পৌঁছতে আরও অনেক সময় লাগতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বাইডেন প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড .তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস। তিনি এটিকে করোনা মহামারি মোকাবিলায় একটি ‘স্মরণীয় মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন।
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ভ্যাকসিনসহ জরুরি চিকিৎসা সরঞ্জামগুলোর মেধাসম্পদ উন্মুক্ত করার দাবি জানিয়ে গত অক্টোবরে বিশ্ব বাণিজ্য সংস্থা একটি প্রস্তাব উত্থাপন করে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এ পর্যন্ত তাদের ওই প্রস্তাবে সমর্থন দেয় ১০০টিরও বেশি দেশ। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই প্রস্তাবে সমর্থন জানানো হলো।
বাইডেন এমন সময় ভ্যাকসিনের পেটেন্ট দরিদ্র দেশগুলোকে দেওয়ার প্রস্তাবে সায় দিলেন যখন ভারত এবং এর প্রতিবেশী দেশগুলোতে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে। মেধাসম্পদ উন্মুক্ত হলে বিশ্বজুড়ে টিকার উৎপাদন বাড়বে এবং দরিদ্র দেশগুলোর টিকাপ্রাপ্তির পথ আরও সুগম হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ঢাকা: দরিদ্র দেশগুলোর জন্য কোভিড ভ্যাকসিনের মেধাস্বত্ব উন্মুক্ত করার পক্ষে সায় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক আইন প্রণেতা এবং শতাধিক দেশের চাপের মুখে ডোনাল্ড ট্রাম্পকালীন মার্কিন অবস্থান থেকে সরে এলেন বাইডেন। তবে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলো।
ভ্যাকসিনের মেধাস্বত্ব উন্মুক্তের প্রস্তাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাজি ছিল না। ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর জো বাইডেনও সে অবস্থান বহাল রাখেন। শুধু তাই নয়, অনুমোদন না দেওয়া সত্ত্বেও অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার বিপুল পরিমান ভ্যাকসিন মজুত করে রেখেছে যুক্তরাষ্ট্র। যেখানে ভারত, বাংলাদেশের মতো বহু দেশে ভ্যাকসিন সঙ্কটের কারণে টিকাদান কর্মসূচি বন্ধ হওয়ার উপক্রম।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ক্যাথেরিন টাই একটি বিবৃতিতে বলেছেন, এটি বৈশ্বিক স্বাস্থ্য সঙ্কট, করোনা মহামারির অস্বাভাবিক পরিস্থিতি অসাধারণ উদ্যোগ নেওয়ার ডাক দিচ্ছে। তবে টিকার মেধাস্বত্ব উন্মুক্ত করার বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৬০ সদস্য দেশের ঐকমত্যে পৌঁছতে আরও অনেক সময় লাগতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বাইডেন প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড .তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস। তিনি এটিকে করোনা মহামারি মোকাবিলায় একটি ‘স্মরণীয় মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন।
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ভ্যাকসিনসহ জরুরি চিকিৎসা সরঞ্জামগুলোর মেধাসম্পদ উন্মুক্ত করার দাবি জানিয়ে গত অক্টোবরে বিশ্ব বাণিজ্য সংস্থা একটি প্রস্তাব উত্থাপন করে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এ পর্যন্ত তাদের ওই প্রস্তাবে সমর্থন দেয় ১০০টিরও বেশি দেশ। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই প্রস্তাবে সমর্থন জানানো হলো।
বাইডেন এমন সময় ভ্যাকসিনের পেটেন্ট দরিদ্র দেশগুলোকে দেওয়ার প্রস্তাবে সায় দিলেন যখন ভারত এবং এর প্রতিবেশী দেশগুলোতে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে। মেধাসম্পদ উন্মুক্ত হলে বিশ্বজুড়ে টিকার উৎপাদন বাড়বে এবং দরিদ্র দেশগুলোর টিকাপ্রাপ্তির পথ আরও সুগম হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৩ ঘণ্টা আগেলিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
৮ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
১১ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
১২ ঘণ্টা আগে