ইউক্রেন সংকটের শুরু থেকেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে আসছে রাশিয়া। সম্প্রতি বেশ কিছু ফ্রন্টে রুশ সেনারা পশ্চাৎপসরণে বাধ্য হওয়ার পর সেই আশঙ্কা আরও তীব্র হয়েছে। এ অবস্থায় পাল্টা হুংকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, পুতিনের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি বিশ্বে ‘কেয়ামত’ ডেকে আনতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে দলীয় এক অনুষ্ঠানে বাইডেন বলেছেন, ‘৬০ বছরের মধ্যে বিশ্ব আর কখনো এতটা পারমাণবিক যুদ্ধের হুমকিতে পড়েনি। ১৯৬২ সালে যুক্তরাষ্ট্র-কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর কেউ আমাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি হুমকি দেয়নি। রাশিয়া যদি ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে বিশ্বে রোজ কেয়ামতের পরিস্থিতি তৈরি হবে।’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ না করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (পুতিন) এমন এক ব্যক্তি, যাকে আমি হাড়ে হাড়ে চিনি। তিনি যে কৌশলগত পারমাণবিক অস্ত্র, জৈব বা রাসায়নিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছেন, তা কিন্তু কোনো ধাপ্পাবাজি নয়। ইউক্রেনে তাঁর সেনাবাহিনী ভীষণ মার খাচ্ছে। তাই রণক্ষেত্রের চিত্রপট বদলাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ভয় দেখাচ্ছেন তিনি।’
গত শতাব্দীতে স্নায়ুযুদ্ধের সময় ১৯৬২ সালে বিশ্ব পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে তাক করে তুরস্কে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নাকের ডগায় কিউবায় একই ধরনের অস্ত্র মোতায়েন করে রাশিয়া। পরে আপসে উভয় পক্ষই ক্ষেপণাস্ত্র সরিয়ে নেয়।
সম্প্রতি পুতিনসহ শীর্ষ রুশ কর্মকর্তারা একাধিকবার বলছেন, ‘ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় প্রয়োজনে সব ধরনের উপায়ের আশ্রয় নেবে রাশিয়া।’ এটাকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
ইউক্রেন সংকটের শুরু থেকেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে আসছে রাশিয়া। সম্প্রতি বেশ কিছু ফ্রন্টে রুশ সেনারা পশ্চাৎপসরণে বাধ্য হওয়ার পর সেই আশঙ্কা আরও তীব্র হয়েছে। এ অবস্থায় পাল্টা হুংকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, পুতিনের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি বিশ্বে ‘কেয়ামত’ ডেকে আনতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে দলীয় এক অনুষ্ঠানে বাইডেন বলেছেন, ‘৬০ বছরের মধ্যে বিশ্ব আর কখনো এতটা পারমাণবিক যুদ্ধের হুমকিতে পড়েনি। ১৯৬২ সালে যুক্তরাষ্ট্র-কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর কেউ আমাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি হুমকি দেয়নি। রাশিয়া যদি ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে বিশ্বে রোজ কেয়ামতের পরিস্থিতি তৈরি হবে।’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ না করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (পুতিন) এমন এক ব্যক্তি, যাকে আমি হাড়ে হাড়ে চিনি। তিনি যে কৌশলগত পারমাণবিক অস্ত্র, জৈব বা রাসায়নিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছেন, তা কিন্তু কোনো ধাপ্পাবাজি নয়। ইউক্রেনে তাঁর সেনাবাহিনী ভীষণ মার খাচ্ছে। তাই রণক্ষেত্রের চিত্রপট বদলাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ভয় দেখাচ্ছেন তিনি।’
গত শতাব্দীতে স্নায়ুযুদ্ধের সময় ১৯৬২ সালে বিশ্ব পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে তাক করে তুরস্কে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নাকের ডগায় কিউবায় একই ধরনের অস্ত্র মোতায়েন করে রাশিয়া। পরে আপসে উভয় পক্ষই ক্ষেপণাস্ত্র সরিয়ে নেয়।
সম্প্রতি পুতিনসহ শীর্ষ রুশ কর্মকর্তারা একাধিকবার বলছেন, ‘ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় প্রয়োজনে সব ধরনের উপায়ের আশ্রয় নেবে রাশিয়া।’ এটাকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
গাজায় ইসরায়েলি হামলায় গতকাল সোমবার অন্তত ৭৪ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মৃত্যু হয় ৩৬ জনের। ভোররাতে এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা।
২৮ মিনিট আগেইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপের মুখে রাশিয়া ১৯৮৭ সালের মধ্যম পাল্লার পরমাণু অস্ত্র (আইনএফ) চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে। স্বল্প ও মধ্যম পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা থেকে সরে আসার জন্য মস্কো ‘পশ্চিমা দেশগুলোর...
৩৯ মিনিট আগেভারত-বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ভারতীয় পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। কমিটির চেয়ারপারসন ও কংগ্রেস এমপি শশী থারুর গণমাধ্যমকে জানিয়েছেন, গতকাল সোমবার (৪ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি কমিটির সদস্যদের উত্থাপিত সব প্রশ্নের জবাব দিয়েছেন।
১ ঘণ্টা আগেব্রাজিলের ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বিচার চলছে। যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। তদন্তের দায়িত্বে থাকা বিচারক আলেক্সান্দ্রে দে মোরা এস বলেন, গত মাসে বলসোনারোর ওপর
৪ ঘণ্টা আগে