Ajker Patrika

রাশিয়া মানবতাবিরোধী অপরাধ করছে: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৩৫
Thumbnail image

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, রাশিয়া ইউক্রেনে মানবতাবিরোধী অপরাধ করছে বলে যুক্তরাষ্ট্র মনে করছে। স্থানীয় সময় শনিবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় তিনি এমন মন্তব্য করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কমলা হ্যারিস তাঁর বক্তৃতায় বলেন, ‘রাশিয়া প্রায় এক বছর ধরে ইউক্রেনে হত্যা, নির্যাতন, ধর্ষণ ও নির্বাসনে পাঠানোর মতো জঘন্য মানবতাবিরোধী অপরাধ করছে।’

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে উপস্থিত অন্যান্য বিশ্বনেতাও ইউক্রেনকে দীর্ঘমেয়াদি সাহায্য-সহযোগিতা ও সমর্থন দেওয়ার আহ্বান জানান। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইউক্রেনকে কীভাবে সুরক্ষা দেওয়া যায়, তার পরিকল্পনা পশ্চিমা মিত্রদের এখনই করা উচিত। তাদের এখন সময় এসেছে সামরিক সহায়তা আরও বাড়ানোর।

আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর পূর্তি হবে। এর আগে জার্মানিতে নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কমলা হ্যারিস বলেন, ইউক্রেনে অপরাধ সংঘটনের জন্য রুশদের অবশ্যই জবাবদিহি করতে হবে। তারা আমাদের মূল্যবোধ ও মানবতার ওপর আক্রমণ করেছে।

কোনো নির্দিষ্ট বেসামরিক জনগোষ্ঠীর ওপর বিস্তৃত ও পদ্ধতিগত আক্রমণকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে সংজ্ঞায়িত করেছে জাতিসংঘ। তবে মস্কোর পক্ষ থেকে বারবার বলা হয়েছে, তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আক্রমণ করছে না।

কমলা হ্যারিস আরও বলেছেন, ‘ইউক্রেনে রুশ বাহিনীর হামলার প্রমাণগুলো আমরা পরীক্ষা করছি। আমরা আইনি মানগুলো জানি এবং কোনো সন্দেহ নেই যে তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করছে।’

রাশিয়া বর্বর ও অমানবিক নৃশংসতা চালাচ্ছে উল্লেখ করে কমলা হ্যারিস বলেন, ইউক্রেনের বুচায় ও মারিউপোলে অসংখ্য মরদেহ পাওয়া গেছে। রুশ বাহিনী বোমা হামলা করে এসব মানুষকে মেরে ফেলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত