Ajker Patrika

কলম্বিয়ার প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে গুলি

আপডেট : ২৬ জুন ২০২১, ১১: ০৩
কলম্বিয়ার প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে গুলি

ঢাকা: কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভ্যান দুকেকে বহনকারী হেলিকপ্টারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ভেনেজুয়েলার সীমান্তবর্তী এলাকায় শুক্রবার ঘটনাটি ঘটে। প্রেসিডেন্ট দুকের সঙ্গে হেলিকপ্টারটিতে দেশটির আরও কয়েকজন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। প্রেসিডেন্টকে নিয়ে হেলিকপ্টারটি ভেনেজুয়েলার সীমান্ত দিয়ে নর্টে ডি সানতানদের প্রদেশের কুকুটায় যাচ্ছিল। খবর বিবিসির

প্রেসিডেন্টের এক মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হননি।

স্থানীয় সংবাদপত্র সেমানা জানিয়েছে, প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাটিতে নামার সময় এতে গুলি চালানো হয় এবং আশপাশের বাসিন্দারা গুলির আওয়াজ শুনতে পেয়েছেন।

কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভ্যান দুকেপ্রেসিডেন্ট দুকে এই হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে বলেছেন, এ হামলায় তিনি মোটেই ভীত নন।

এক ভিডিও টুইট বার্তায় প্রেসিডেন্ট দুকে বলেন, ‘আমাদের রাষ্ট্র শক্তিশালী এবং এ ধরনের হুমকি মোকাবিলা করার মতো শক্তি কলম্বিয়ার রয়েছে। হেলিকপ্টারে গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে নিরাপত্তা বাহিনী।’ 

উল্লেখ্য, ঘটনাস্থল কাটাটুম্বো এলাকার নিয়ন্ত্রণ বামপন্থী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) হাতে। ১৯৬৪ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি জমি এবং সম্পদের অসম বণ্টনের বিরুদ্ধে কাজ করে থাকে। তারাই দেশটির সবচেয়ে বড় বিদ্রোহী গোষ্ঠী। যদিও কলম্বিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সংগঠনটিকে ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করে থাকে।

এর আগে চলতি মাসের শুরুতে কুকুটার সামরিক ঘাঁটিতে একটি গাড়িবোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় মার্কিন সামরিক উপদেষ্টাসহ ৩৬ জন আহত হন। হামলার দায় ইএলএনের ওপর চালানো হলেও সংগঠনটি এই দায় অস্বীকার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত