Ajker Patrika

ডমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে নিহত ৭৯

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১০: ২৮
জেট সেট নাইটক্লাবের ধসে যাওয়া ছাদ। ছবি: এক্স থেকে নেওয়া
জেট সেট নাইটক্লাবের ধসে যাওয়া ছাদ। ছবি: এক্স থেকে নেওয়া

উত্তর আমেরিকার ক্যারিবীয় অঞ্চলের দেশ ডমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে ৭৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও দেড় শতাধিক। গতকাল মঙ্গলবার দেশটির রাজধানী সান্তো দমিঙ্গোয় স্থানীয় সময় মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন প্রাদেশিক গভর্নর এবং মেজর লিগ বেসবলের সাবেক পিচার অক্তাভিও দোতেল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন দোতেল।

প্রতিবেদন অনুযায়ী, সান্তো দমিঙ্গোর ব্যস্ততম নাইটক্লাব জেট সেটে জনপ্রিয় সংগীতশিল্পী রুবি পেরেজের কনসার্ট চলছিল। রুবি পেরেজও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন।

কনসার্ট দেখতে ক্লাবটিতে কয়েক শ মানুষ জড়ো হয়েছিল। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে আছে। চার শতাধিক উদ্ধারকর্মী কাজ করছেন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছাদ ধসে পড়ার মুহূর্তের দৃশ্য। একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ছাদের দিকে আঙুল দেখিয়ে বলছেন, ‘সিলিং থেকে কিছু একটা পড়ল।’ গায়ক রুবি পেরেজও লোকটির দেখানো স্থানের দিকে তাকিয়ে ছিলেন। এর ঠিক ৩০ সেকেন্ড পর হুড়মুড়িয়ে কিছু ভেঙে পড়ার শব্দ পাওয়া যায়। শোনা যায়, এক নারী চিৎকার করে বলছেন, ‘বাবা, কী হয়েছে? তুমি ঠিক আছ তো?’

রুবি পেরেজের ব্যান্ডের একজন সদস্য বলেন, ‘আমি ভেবেছিলাম ভূমিকম্প হয়েছে।’

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আবিনাদের। জেট সেটে নিয়মিতই জনপ্রিয় সব শিল্পীরা পারফর্ম করেন। মঙ্গলবারের আয়োজনে রাজনীতিক, ক্রীড়াবিদসহ জনপ্রিয় ও হেভিওয়েট ব্যক্তিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত