Ajker Patrika

হুতিদের ওপর হামলা পরিকল্পনার গোপন গ্রুপে সাংবাদিককে যুক্ত করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী!

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১০: ৩৯
‘হুতি পিসি স্মল গ্রুপ’—নামের গ্রুপ চ্যাটের একাংশের স্ক্রিনশট। ছবি: সংগৃহীত
‘হুতি পিসি স্মল গ্রুপ’—নামের গ্রুপ চ্যাটের একাংশের স্ক্রিনশট। ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ওপর হামলা পরিচালনা সমন্বয়ের জন্য খোলা একটা সরকারি কর্মকর্তাদের গ্রুপে এক জ্যেষ্ঠ সাংবাদিককে যুক্ত করেছিলেন। গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম দ্য আটলান্টিক এক প্রতিবেদনে বলেছে, এই গ্রুপে ট্রাম্প প্রশাসনের মধ্যকার অত্যন্ত অস্বাভাবিক কর্মপরিধি লঙ্ঘনের বিশদ বিবরণ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এক সাংবাদিক ভুলক্রমে একটি ব্যক্তিগত সিগন্যাল গ্রুপ চ্যাটে যুক্ত হয়েছিলেন। ওই গ্রুপে শীর্ষ মার্কিন কর্মকর্তারা ইয়েমেনে সামরিক হামলার সমন্বয় করছিলেন। গ্রুপটিতে আছেন—প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং অন্যরা। এই গ্রুপে হামলার সময়সূচি, লক্ষ্যবস্তু এবং অস্ত্রের প্যাকেজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অথচ, বিষয়গুলো ক্লাসিফায়েড সরকারি ব্যবস্থায় সীমাবদ্ধ থাকার কথা।

দ্য আটলান্টিকের মতে, ম্যাগাজিনের প্রধান সম্পাদক হামলার প্রায় দুই ঘণ্টা আগে, স্থানীয় সময় গত ১৫ মার্চ বেলা ১১টা ৪৪ মিনিটে হেগসেথের কাছ থেকে একটি বার্তা পাওয়ার পর পরিকল্পিত হামলা সম্পর্কে জানতে পারেন। ওই বার্তায় সুনির্দিষ্ট অভিযানের বিবরণ ছিল। মার্কিন পূর্বাঞ্চলীয় সময় বেলা ২টার কিছুক্ষণ আগে বিমান হামলা শুরু হয়, যা ইয়েমেনজুড়ে কথিত হুতি প্রতিরোধ লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

দ্য আটলান্টিকের সাংবাদিকের গ্রুপে যুক্ত হয়ে যাওয়ার বিষয়টি অনিচ্ছাকৃত ছিল। গ্রুপে যুক্ত হওয়ার পর এবং হামলার আগে বা পরেও তাঁকে গ্রুপের কোনো সদস্য গ্রুপ থেকে বের করে দেননি বা তিনি কীভাবে যুক্ত হয়েছেন সে বিষয়েও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি।

‘হুতি পিসি স্মল গ্রুপ’ নামের গ্রুপ চ্যাটটিতে ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা দলের মূল সদস্যরা অন্তর্ভুক্ত ছিলেন বলে মনে করা হচ্ছে, যার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পরিচিতি ‘MAR’, ভাইস প্রেসিডেন্টের পরিচিতি ‘JD Vance’, ‘TG’ সম্ভবত জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড এবং ‘S M’ সম্ভবত স্টিভেন মিলার।

চ্যাটের একপর্যায়ে, ‘JD Vance’ হামলার সময় এবং এর সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে লেখেন, ‘আমি নিশ্চিত নই যে প্রেসিডেন্ট জানেন যে, এই মুহূর্তে ইউরোপ নিয়ে তাঁর অবস্থানের সঙ্গে এটি কতটা অসামঞ্জস্যপূর্ণ। তেলের দামে মাঝারি থেকে তীব্র বৃদ্ধি দেখার আরও ঝুঁকি আছে। আমি দলের ঐকমত্যকে সমর্থন করতে এবং এই উদ্বেগগুলো নিজের কাছে রাখতে ইচ্ছুক।’

ভ্যান্স দ্বিধা প্রকাশ করলেও হেগসেথ এবং ওয়াল্টজসহ চ্যাটের অন্যরা অবিলম্বে হামলার পদক্ষেপের পক্ষে যুক্তি দেন। হেগসেথ লিখেন, ‘কয়েক সপ্তাহ বা এক মাস অপেক্ষা করলে মূলত হিসাবের পরিবর্তন হবে না। আমার মনে হয়, আমাদের যাওয়া উচিত; তবে প্রেসিডেন্টের এখনো ২৪ ঘণ্টার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে।’

পরে ‘S M’ নামের অংশগ্রহণকারী একটি বার্তা লেখেন, ‘আমি যেমনটা শুনেছি, প্রেসিডেন্ট এই বিষয়ে স্পষ্টভাবেই জ্ঞাত ছিলেন: সবুজ সংকেত, তবে আমরা শিগগিরই মিসর ও ইউরোপকে জানাব যে আমরা তাদের কাছ থেকে কী আশা করি।’

দ্য আটলান্টিকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিগন্যালে শেয়ার করা চ্যাটে ক্লাসিফায়েড অভিযানের বিবরণ ছিল এবং এটি সম্ভবত জাতীয় নিরাপত্তার লঙ্ঘন। নিবন্ধের জন্য সাক্ষাৎকার নেওয়া বেশ কয়েকজন জাতীয় নিরাপত্তা আইনজীবী পরামর্শ দিয়েছেন যে এই ধরনের আচরণ সম্ভবত গুপ্তচরবৃত্তি আইন এবং ফেডারেল রেকর্ড আইন লঙ্ঘন করেছে।

চ্যাটটিতে হামলার পর অভিনন্দনমূলক মন্তব্যও করা হয়। মাইক ওয়াল্টজ অপারেশনটিকে ‘অসাধারণ কাজ’ বলে অভিহিত করেন এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ ‘সুজি উইলস’ লেখেন, ‘সবাইকে ধন্যবাদ।’

এ বিষয়ে জানতে চাইলে দ্য আটলান্টিককে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ সিগন্যাল থ্রেডের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কীভাবে ভুলক্রমে একটি নম্বর যুক্ত করা হয়েছিল তা আমরা পর্যালোচনা করছি।’

যাই হোক, পরে আটলান্টিকের প্রধান সম্পাদক চ্যাট গ্রুপের তথ্যের গুরুত্ব উপলব্ধি করার পরপরই নিজেকে সরিয়ে নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসক প্রকাশ্যে জানালেন, ধূমপান করতে চাচ্ছেন তামিম

তামিমের ধূমপানের তথ্য প্রকাশ চিকিৎসকের ‘পেশাগত নৈতিকতা’ লঙ্ঘন

ভাষাশহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের রাষ্ট্রীয় সালাম দিলেন না ব্রাহ্মণবাড়িয়ার এসপি এহতেশামুল

এআই যে তিন পেশাকে হুমকিতে ফেলবে না, জানালেন বিল গেটস

৪টি জাহাজ কিনতে বাংলাদেশকে ঋণ দেবে চীন: প্রধান উপদেষ্টার কার্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত