Ajker Patrika

সিআইএ ও মাইক পম্পেওর বিরুদ্ধে আইনজীবী-সাংবাদিকদের মামলা

সিআইএ ও মাইক পম্পেওর বিরুদ্ধে আইনজীবী-সাংবাদিকদের মামলা

যুক্তরাষ্ট্রের একদল সাংবাদিক ও আইনজীবী দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও এর সাবেক পরিচালক মাইক পম্পেওর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে মামলা করেছেন। বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

মার্কিন সাংবাদিক ও আইনজীবীদের দাবি, তারা যখন লন্ডনে ইকুয়েডর দূতাবাসে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন সিআইএর সাবেক পরিচালক মাইক পম্পেও বেআইনিভাবে তাঁদের স্মার্টফোন ও ল্যাপটপের গোপনীয় তথ্য নিয়েছেন। এটি স্পষ্ট গুপ্তচরবৃত্তি। এ জন্য তাঁরা মামলা করেছেন। 

স্থানীয় সময় সোমবার নিউইয়র্কের একটি আদালতে মামলাটি দায়ের করা হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। 

মামলায় বলা হয়েছে, বাদীদের মধ্যে রয়েছেন সাংবাদিক চার্লস গ্লাস, জন গোয়েটজ, অ্যাটর্নি মার্গারেট কুনস্টলার ও ডেবোরা হ্রবেক। 

বাদীদের প্রতিনিধিত্বকারী প্রধান অ্যাটর্নি রিচার্ড রথ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সংবিধান মার্কিন নাগরিকদের সরকারের বাড়াবাড়ি থেকে রক্ষা করার অধিকার দিয়েছে। এমনকি যখন যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশে বিদেশি দূতাবাসে কর্মকাণ্ড ঘটে তখনো।’ 

এদিকে এ মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে সিআইএ। রয়টার্স বলেছে, তাৎক্ষণিকভাবে পম্পেওয়ের মন্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি। 

রয়টার্স জানিয়েছে, এক দশকেরও বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে তাঁর প্রত্যর্পণ রোধ করতে লন্ডনের হাইকোর্টে আবেদন করেছেন। 

জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে গোপনীয় মার্কিন সামরিক নথি ও কূটনৈতিক বার্তা প্রকাশ করার অভিযোগ রয়েছে। গুপ্তচরবৃত্তির অভিযোগসহ ১৮টি অভিযোগে মার্কিন কর্তৃপক্ষ তাঁকে খুঁজছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত