যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিনেতা জনি ওয়াক্টরকে গুলি করে হত্যা করেছে এক চোর। ঘটনার সময় মার্কিন অভিনেতার গাড়ির একটি যন্ত্রাংশ চুরির চেষ্টা করছিল চোরটি।
সোমবার বিবিসি জানিয়েছে, গত শনিবার ৩৭ বছর বয়সী অভিনেতার পার্ক করে রাখা গাড়ির ক্যাটালিক কনভারটার চুরি করছিল তিন চোর। এ সময় অভিনেতা তাঁদের বাধা দিতে গেলে গুরুতর জখম হন তিনি। পরে হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
ভ্যারাইটি ম্যাগাজিনের কাছে ওয়াক্টরকে একজন ‘অসামান্য মানুষ’ হিসেবে আখ্যা দিয়েছেন তাঁর এজেন্ট ডেভিড শাউল। অভিনেতার প্রসঙ্গে বলতে গিয়ে শাউল বলেন, ‘সত্যি বললে, তিনি আপনাকে নিজের গা থেকে জামা খুলে দিয়ে দেবেন। এক দশকেরও বেশি সময় একসঙ্গে থাকার পর তিনি আমাদের হৃদয়ে একটি ছিদ্র রেখে চিরতরে চলে গেলেন।’
ওয়াক্টরের মা স্কারলেট এনবিসি-ফোরকে জানিয়েছেন, তাঁর ছেলে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলেন। এ সময় তিনি দেখতে পান, একজন তাঁর গাড়িতে কিছু একটা করছে। বিষয়টিকে খুব হালকাভাবেই নিয়েছিলেন অভিনেতা। তাই বিপদের কোনো আশঙ্কা না করেই তিনি এগিয়ে যান এবং জিজ্ঞেস করেন—এখানে কী হচ্ছে?
মা জানান, এ ঘটনার পরই আচমকা গুলি করা হয় তাঁর ছেলেকে। পরে কথিত ওই চোর তাঁর দুই সঙ্গীকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ছেলের হত্যাকাণ্ডকে ‘নির্বোধের কাজ’ হিসেবে আখ্যা দিয়েছেন স্কারলেট। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ওয়াক্টরের ভাই গ্র্যান্ট লস অঞ্জেলেস টাইমসকে জানিয়েছেন, গত শনিবার বারটেন্ডার হিসাবে কাজ করছিলেন অভিনেতা। সেখানকার এক সহকর্মীকে নিয়েই তিনি গাড়ির দিকে যাচ্ছিলেন। ভাইয়ের সম্পর্কে বলতে গিয়ে গ্র্যান্ট বলেন, ‘সে ছিল আমার দেখা সবচেয়ে ক্যারিশমাটিক লোক। সে তাঁর নিজের মতো করেই জীবন কাটিয়েছে। যা চেয়েছে, ঠিক তাই করেছে। এমনকি তাঁর শেষ দিন পর্যন্ত। সে হেঁটে হেঁটে চলে গেল!’
মার্কিন সোপ অপেরা ‘জেনারেল হাসপাতালে’ ব্র্যান্ডো করবিনের ভূমিকায় দুই বছরের বেশি সময় কাজ করেছেন ওয়াক্টর। পাশাপাশি ২০১৩ সালের এনবিসি সিরিজ সাইবেরিয়াতেও অভিনয় করেছিলেন তিনি। এইচবিওর ওয়েস্ট ওয়ার্ল্ডের দুটি পর্বেও তাঁকে দেখা গেছে।
গাড়িতে থাকা ক্যাটালিটিক কনভারটার চোরদের জন্য মূল্যবান বস্তু। কারণ এটিতে বিক্রি করার মতো মূল্যবান ধাতু রয়েছে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিনেতা জনি ওয়াক্টরকে গুলি করে হত্যা করেছে এক চোর। ঘটনার সময় মার্কিন অভিনেতার গাড়ির একটি যন্ত্রাংশ চুরির চেষ্টা করছিল চোরটি।
সোমবার বিবিসি জানিয়েছে, গত শনিবার ৩৭ বছর বয়সী অভিনেতার পার্ক করে রাখা গাড়ির ক্যাটালিক কনভারটার চুরি করছিল তিন চোর। এ সময় অভিনেতা তাঁদের বাধা দিতে গেলে গুরুতর জখম হন তিনি। পরে হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
ভ্যারাইটি ম্যাগাজিনের কাছে ওয়াক্টরকে একজন ‘অসামান্য মানুষ’ হিসেবে আখ্যা দিয়েছেন তাঁর এজেন্ট ডেভিড শাউল। অভিনেতার প্রসঙ্গে বলতে গিয়ে শাউল বলেন, ‘সত্যি বললে, তিনি আপনাকে নিজের গা থেকে জামা খুলে দিয়ে দেবেন। এক দশকেরও বেশি সময় একসঙ্গে থাকার পর তিনি আমাদের হৃদয়ে একটি ছিদ্র রেখে চিরতরে চলে গেলেন।’
ওয়াক্টরের মা স্কারলেট এনবিসি-ফোরকে জানিয়েছেন, তাঁর ছেলে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলেন। এ সময় তিনি দেখতে পান, একজন তাঁর গাড়িতে কিছু একটা করছে। বিষয়টিকে খুব হালকাভাবেই নিয়েছিলেন অভিনেতা। তাই বিপদের কোনো আশঙ্কা না করেই তিনি এগিয়ে যান এবং জিজ্ঞেস করেন—এখানে কী হচ্ছে?
মা জানান, এ ঘটনার পরই আচমকা গুলি করা হয় তাঁর ছেলেকে। পরে কথিত ওই চোর তাঁর দুই সঙ্গীকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ছেলের হত্যাকাণ্ডকে ‘নির্বোধের কাজ’ হিসেবে আখ্যা দিয়েছেন স্কারলেট। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ওয়াক্টরের ভাই গ্র্যান্ট লস অঞ্জেলেস টাইমসকে জানিয়েছেন, গত শনিবার বারটেন্ডার হিসাবে কাজ করছিলেন অভিনেতা। সেখানকার এক সহকর্মীকে নিয়েই তিনি গাড়ির দিকে যাচ্ছিলেন। ভাইয়ের সম্পর্কে বলতে গিয়ে গ্র্যান্ট বলেন, ‘সে ছিল আমার দেখা সবচেয়ে ক্যারিশমাটিক লোক। সে তাঁর নিজের মতো করেই জীবন কাটিয়েছে। যা চেয়েছে, ঠিক তাই করেছে। এমনকি তাঁর শেষ দিন পর্যন্ত। সে হেঁটে হেঁটে চলে গেল!’
মার্কিন সোপ অপেরা ‘জেনারেল হাসপাতালে’ ব্র্যান্ডো করবিনের ভূমিকায় দুই বছরের বেশি সময় কাজ করেছেন ওয়াক্টর। পাশাপাশি ২০১৩ সালের এনবিসি সিরিজ সাইবেরিয়াতেও অভিনয় করেছিলেন তিনি। এইচবিওর ওয়েস্ট ওয়ার্ল্ডের দুটি পর্বেও তাঁকে দেখা গেছে।
গাড়িতে থাকা ক্যাটালিটিক কনভারটার চোরদের জন্য মূল্যবান বস্তু। কারণ এটিতে বিক্রি করার মতো মূল্যবান ধাতু রয়েছে।
মুম্বাই থেকে কলকাতা হয়ে ফ্লাইট ৬ ই-২৩৮৭-তে করে আসামের শিলচরে যাচ্ছিলেন হোসেন আহমেদ মজুমদার। হঠাৎ প্লেনের মধ্যে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিমানের দুই ক্রু সদস্য তাঁকে বিমান থেকে নামতে সাহায্য করছিলেন। সে সময় পাশের সিটের এক যাত্রী আকস্মিক তাঁকে চড় মেরে বসেন।
১৪ মিনিট আগেগাজাজুড়ে, আরও অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল শনিবার, ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও অন্তত ৬২ জন। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহতদের ৩৮ জন বিতর্কিত মানবিক সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
১ ঘণ্টা আগে‘যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে হামাস অস্ত্রসমর্পণে রাজি হয়েছে’—সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবর সঠিক নয়। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস নিজেই। ওই বিবৃতিতে হামাস আরও বলেছে, ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে লড়াইয়ের আইনি ও জাতীয় অধিকার তাদের রয়েছে।
২ ঘণ্টা আগেচীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০ এখন পাকিস্তান সেনাবাহিনীর হাতে। এক সপ্তাহ ধরে পাকিস্তানি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, পাকিস্তান আর্মি এভিয়েশন কর্পস এই হেলিকপ্টারগুলো মাঠপর্যায়ে ব্যবহার শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন...
১২ ঘণ্টা আগে