আজকের পত্রিকা ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রধান সহায়তা সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) কর্মীদের আগামীকাল শুক্রবার থেকে ছুটিতে পাঠানো হচ্ছে। সংস্থাটি গত মঙ্গলবার রাতে তাদের ওয়েবসাইটে এ নথি প্রকাশ করেছে। এটি গত মঙ্গলবার রাতে অনলাইনে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
সিএনএনের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটে একটি নোটিশ প্রকাশ করা হয়। এতে লেখা হয়েছে, বিশ্বজুড়ে ইউএসএইড সরাসরি যাঁদের নিয়োগ দিয়েছে, তাঁরা ছুটিতে থাকবেন। তবে গুরুত্বপূর্ণ কাজ, কোর লিডারশিপ এবং বিশেষ দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।
ইউএসএইড নিয়ে বেশ কয়েক দিন ধরেই বিতর্ক চলছে। এই প্রতিষ্ঠানটির অর্থায়ন বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর প্রতিষ্ঠানটিকে সন্ত্রাসী সংগঠন বলেও আখ্যা দিয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও ধনকুবের ইলন মাস্ক। এসব বিতর্কের জেরে ইউএসএইডের ওয়েবসাইটও বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর মঙ্গলবার রাত ওয়েবসাইটটি আবারও সচল হয়।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে ইউএসএইডের ১০ হাজার কর্মী রয়েছেন। এই প্রতিষ্ঠানটির হয়ে সরাসরি যাঁরা কাজ করেন, তাঁদের বেতনসহ ছুটি দেওয়া হচ্ছে। যাঁরা যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন দেশে গিয়ে কাজ করছেন, তাঁরা আগামী ৩০ দিনের মধ্যে ফিরে আসবেন। ইউএসএইডের নোটিশে আরও বলা হয়েছে, এই কর্মীদের ফিরে আসার ব্যবস্থা এবং খরচ প্রতিষ্ঠানটি থেকে দেওয়া হবে। প্রতিষ্ঠানটির হয়ে যাঁরা ঠিকার কাজ করেন, তাঁদের প্রয়োজন না হলে বাদ দেওয়া হবে।
অনিশ্চয়তা, ক্ষোভ, নিন্দা
ইউএসএইডের ভবিষ্যৎ এখন শঙ্কার মুখে পড়েছে বলে মনে করছেন প্রতিষ্ঠানটিতে কর্মরতরা। বেশ কয়েকজন আইনপ্রণেতা ও সাহায্য সংস্থার কর্মকর্তা মনে করছেন, ইউএসএইড ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এরপর পররাষ্ট্র দপ্তরের অধীনে একে আনা হবে। যদিও ডেমোক্রেটিক পার্টির নেতারা বলছেন, কংগ্রেসের মাধ্যমে ইউএসএইড গঠন করা হয়েছে। এটি ভেঙে দেওয়া হবে বেআইনি।
এদিকে মার্কিন প্রশাসনের মধ্যেই এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। কূটনীতিক হিসেবে কাজ করেন এমন ব্যক্তিদের ইমেইলের নথি পেয়েছে নিউইয়র্ক টাইমস। এসব ইমেইল থেকে দেখা গেছে, ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। তাঁরা বলছেন, এটা কঠোর এবং অহেতুক সিদ্ধান্ত।
এদিকে বড় অনিশ্চয়তার কথা জানিয়েছেন কর্মীরা। যুক্তরাষ্ট্রের কাজ করেন এমন ১ হাজার ৪০০ কর্মীকে তাৎক্ষণিকভাবে ছুটিতে পাঠানো হয়েছে। আর এই ছুটি কত দিন চলবে জানেন না কেউ। প্রতিষ্ঠানটির শীর্ষ পদে কাজ করেন এমন ১০০ কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। এ ছাড়া ইতিমধ্যে অনেকের সঙ্গে চুক্তি বাতিল করেছে ইউএসএইড।
যুক্তরাষ্ট্রের প্রধান সহায়তা সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) কর্মীদের আগামীকাল শুক্রবার থেকে ছুটিতে পাঠানো হচ্ছে। সংস্থাটি গত মঙ্গলবার রাতে তাদের ওয়েবসাইটে এ নথি প্রকাশ করেছে। এটি গত মঙ্গলবার রাতে অনলাইনে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
সিএনএনের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটে একটি নোটিশ প্রকাশ করা হয়। এতে লেখা হয়েছে, বিশ্বজুড়ে ইউএসএইড সরাসরি যাঁদের নিয়োগ দিয়েছে, তাঁরা ছুটিতে থাকবেন। তবে গুরুত্বপূর্ণ কাজ, কোর লিডারশিপ এবং বিশেষ দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।
ইউএসএইড নিয়ে বেশ কয়েক দিন ধরেই বিতর্ক চলছে। এই প্রতিষ্ঠানটির অর্থায়ন বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর প্রতিষ্ঠানটিকে সন্ত্রাসী সংগঠন বলেও আখ্যা দিয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও ধনকুবের ইলন মাস্ক। এসব বিতর্কের জেরে ইউএসএইডের ওয়েবসাইটও বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর মঙ্গলবার রাত ওয়েবসাইটটি আবারও সচল হয়।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে ইউএসএইডের ১০ হাজার কর্মী রয়েছেন। এই প্রতিষ্ঠানটির হয়ে সরাসরি যাঁরা কাজ করেন, তাঁদের বেতনসহ ছুটি দেওয়া হচ্ছে। যাঁরা যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন দেশে গিয়ে কাজ করছেন, তাঁরা আগামী ৩০ দিনের মধ্যে ফিরে আসবেন। ইউএসএইডের নোটিশে আরও বলা হয়েছে, এই কর্মীদের ফিরে আসার ব্যবস্থা এবং খরচ প্রতিষ্ঠানটি থেকে দেওয়া হবে। প্রতিষ্ঠানটির হয়ে যাঁরা ঠিকার কাজ করেন, তাঁদের প্রয়োজন না হলে বাদ দেওয়া হবে।
অনিশ্চয়তা, ক্ষোভ, নিন্দা
ইউএসএইডের ভবিষ্যৎ এখন শঙ্কার মুখে পড়েছে বলে মনে করছেন প্রতিষ্ঠানটিতে কর্মরতরা। বেশ কয়েকজন আইনপ্রণেতা ও সাহায্য সংস্থার কর্মকর্তা মনে করছেন, ইউএসএইড ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এরপর পররাষ্ট্র দপ্তরের অধীনে একে আনা হবে। যদিও ডেমোক্রেটিক পার্টির নেতারা বলছেন, কংগ্রেসের মাধ্যমে ইউএসএইড গঠন করা হয়েছে। এটি ভেঙে দেওয়া হবে বেআইনি।
এদিকে মার্কিন প্রশাসনের মধ্যেই এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। কূটনীতিক হিসেবে কাজ করেন এমন ব্যক্তিদের ইমেইলের নথি পেয়েছে নিউইয়র্ক টাইমস। এসব ইমেইল থেকে দেখা গেছে, ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। তাঁরা বলছেন, এটা কঠোর এবং অহেতুক সিদ্ধান্ত।
এদিকে বড় অনিশ্চয়তার কথা জানিয়েছেন কর্মীরা। যুক্তরাষ্ট্রের কাজ করেন এমন ১ হাজার ৪০০ কর্মীকে তাৎক্ষণিকভাবে ছুটিতে পাঠানো হয়েছে। আর এই ছুটি কত দিন চলবে জানেন না কেউ। প্রতিষ্ঠানটির শীর্ষ পদে কাজ করেন এমন ১০০ কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। এ ছাড়া ইতিমধ্যে অনেকের সঙ্গে চুক্তি বাতিল করেছে ইউএসএইড।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সব কর্মীকে আর্থিক সুবিধার বিনিময়ে চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল সরকারকে সংকুচিত করার নীতির আলোকে তাঁদের এই প্রস্তাব দিয়েছে কর্তৃপক্ষ। এতে বলা হয়, চাকরি ছেড়ে দিলে কর্মীরা প্রায় আট মাসের বেতন এবং অন্যান্য সুবিধা
৫ ঘণ্টা আগেফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার নিজ প্রশাসনের প্রতি এ নির্দেশ দেন তিনি। এদিন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের কার্যনির্বাহী আদেশে স্ব
৫ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করে এই ভূখণ্ডের দখল নেওয়ার কথা বলেছেন। তিনি আরও বলেছেন, একটি ব্যতিক্রমী পুনর্নির্মাণ পরিকল্পনা ঘোষণা করে গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরায়’ পরিণত করা হবে। গতকাল মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে
৫ ঘণ্টা আগেতালেবান প্রশাসন রেডিও স্টেশন বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা অভিযোগ করেছে, স্টেশনটি সম্প্রচার নীতিমালা লঙ্ঘনের পাশাপাশি অবৈধভাবে বিদেশি টিভি চ্যানেলগুলোকে রসদ সরবরাহ করেছে। তবে বিদেশি কোন টিভি চ্যানেলের সঙ্গে স্টেশনটি কাজ করছিল, সেই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
৫ ঘণ্টা আগে