গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাবে বারবার ভেটো দেওয়ার পর এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে যুক্তরাষ্ট্র নিজেই একটি খসড়া প্রস্তাব পেশ করেছে। যুদ্ধবিরতির এই খসড়া প্রস্তাবে জিম্মিদের মুক্তির বিষয়টিও রয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
মধ্যপ্রাচ্য সফরে থাকার সময় এই খসড়া প্রস্তাবের ঘোষণা দেন । তিনি বলেন, ‘আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে এমন একটি প্রস্তাব জমা দিয়েছি, যাতে জিম্মিদের মুক্তি নিশ্চিতের জন্য গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির কথা উল্লেখ করা হয়েছে। আশা করছি অন্যান্য দেশ এতে সমর্থন দেবে।’
ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র গাজায় প্রায় ছয় মাস ধরে চলা যুদ্ধে এ ধরনের তিনটি প্রস্তাবে ভেটো দিয়েছিল। গত ফেব্রুয়ারিতে নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার জমা দেওয়া একটি খসড়া প্রস্তাবে ‘তাৎক্ষণিক’ শব্দটি ব্যবহার করা হয়েছিল বলে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের ওপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। সে সঙ্গে, ৭ অক্টোবর আটক জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসের প্রতিও চাপ দিয়েছে তারা।
ইসরায়েল-হামাস যুদ্ধ বিষয়ে আলোচনার জন্য ব্লিঙ্কেন গতকাল বুধবার সৌদি আরবে অবস্থান করছিলেন। সৌদি সংবাদমাধ্যম আল হাদাথকে তিনি বলেন, ‘আমি মনে করি এটি একটি শক্তিশালী বার্তা পাঠাবে।’
তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই ইসরায়েলের পাশে আছি এবং তাদের আত্মরক্ষার অধিকারের প্রতিও আমরা সম্মান জানাই। কিন্তু একই সঙ্গে, যেসব বেসামরিক মানুষ আক্রান্ত হচ্ছেন, যারা চরম দুর্দশায় আছেন—তাদের ওপরও আমাদের নজর দিতে হবে। বেসামরিক মানুষকে সুরক্ষিত রাখা গুরুত্বপূর্ণ এবং সে ব্যাপারে আমাদের প্রাধান্য দিতে হবে। তারা যেন মানবিক সহায়তা পেতে পারে তা নিশ্চিত করতে হবে।’
গতকাল সংশোধিত খসড়াটি নিরাপত্তা পরিষদে জমা দেয় যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপি অনুসারে, সেই খসড়ায় বলা হয়েছে, ‘সব পক্ষের বেসামরিক মানুষদের সুরক্ষিত রাখতে, অত্যাবশ্যক মানবিক ত্রাণের সরবরাহ অব্যাহত রাখতে ও দুর্দশা দূর করার জন্য জিম্মিদের মুক্তি সাপেক্ষে তাৎক্ষনিক ও টেকসই যুদ্ধবিরতি প্রয়োজন।’
এই খসড়া প্রস্তাবে ভোট গ্রহণ কবে বা কখন হবে, তা এখনো নির্ধারিত হয়নি।
ব্লিঙ্কেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে সাক্ষাত করেন এবং তারপর বৃহস্পতিবার মিশর এবং সবশেষে ইসরাইল অন্তর্ভুক্ত আঞ্চলিক সফরের প্রথম ধাপে বুধবার সৌদি আরবে অবতরণের পর ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা করেন।
গত ৭ অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে এটি তার ষষ্ঠ সফর।
গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাবে বারবার ভেটো দেওয়ার পর এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে যুক্তরাষ্ট্র নিজেই একটি খসড়া প্রস্তাব পেশ করেছে। যুদ্ধবিরতির এই খসড়া প্রস্তাবে জিম্মিদের মুক্তির বিষয়টিও রয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
মধ্যপ্রাচ্য সফরে থাকার সময় এই খসড়া প্রস্তাবের ঘোষণা দেন । তিনি বলেন, ‘আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে এমন একটি প্রস্তাব জমা দিয়েছি, যাতে জিম্মিদের মুক্তি নিশ্চিতের জন্য গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির কথা উল্লেখ করা হয়েছে। আশা করছি অন্যান্য দেশ এতে সমর্থন দেবে।’
ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র গাজায় প্রায় ছয় মাস ধরে চলা যুদ্ধে এ ধরনের তিনটি প্রস্তাবে ভেটো দিয়েছিল। গত ফেব্রুয়ারিতে নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার জমা দেওয়া একটি খসড়া প্রস্তাবে ‘তাৎক্ষণিক’ শব্দটি ব্যবহার করা হয়েছিল বলে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের ওপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। সে সঙ্গে, ৭ অক্টোবর আটক জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসের প্রতিও চাপ দিয়েছে তারা।
ইসরায়েল-হামাস যুদ্ধ বিষয়ে আলোচনার জন্য ব্লিঙ্কেন গতকাল বুধবার সৌদি আরবে অবস্থান করছিলেন। সৌদি সংবাদমাধ্যম আল হাদাথকে তিনি বলেন, ‘আমি মনে করি এটি একটি শক্তিশালী বার্তা পাঠাবে।’
তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই ইসরায়েলের পাশে আছি এবং তাদের আত্মরক্ষার অধিকারের প্রতিও আমরা সম্মান জানাই। কিন্তু একই সঙ্গে, যেসব বেসামরিক মানুষ আক্রান্ত হচ্ছেন, যারা চরম দুর্দশায় আছেন—তাদের ওপরও আমাদের নজর দিতে হবে। বেসামরিক মানুষকে সুরক্ষিত রাখা গুরুত্বপূর্ণ এবং সে ব্যাপারে আমাদের প্রাধান্য দিতে হবে। তারা যেন মানবিক সহায়তা পেতে পারে তা নিশ্চিত করতে হবে।’
গতকাল সংশোধিত খসড়াটি নিরাপত্তা পরিষদে জমা দেয় যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপি অনুসারে, সেই খসড়ায় বলা হয়েছে, ‘সব পক্ষের বেসামরিক মানুষদের সুরক্ষিত রাখতে, অত্যাবশ্যক মানবিক ত্রাণের সরবরাহ অব্যাহত রাখতে ও দুর্দশা দূর করার জন্য জিম্মিদের মুক্তি সাপেক্ষে তাৎক্ষনিক ও টেকসই যুদ্ধবিরতি প্রয়োজন।’
এই খসড়া প্রস্তাবে ভোট গ্রহণ কবে বা কখন হবে, তা এখনো নির্ধারিত হয়নি।
ব্লিঙ্কেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে সাক্ষাত করেন এবং তারপর বৃহস্পতিবার মিশর এবং সবশেষে ইসরাইল অন্তর্ভুক্ত আঞ্চলিক সফরের প্রথম ধাপে বুধবার সৌদি আরবে অবতরণের পর ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা করেন।
গত ৭ অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে এটি তার ষষ্ঠ সফর।
ভারতের পাঞ্জাবে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন একজন সিনিয়র আইপিএস কর্মকর্তা। আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে রোপার রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হরচরণ সিং ভাল্লারকে আটক করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। এ সময় তাঁর কাছ থেকে বিপুল নগদ টাকা, স্বর্ণালংকার, বিলাসবহুল গাড়ি, দামি
২ ঘণ্টা আগেভারতের কেরালায় বুধবার (১৫ অক্টোবর) মারা যান কেনিয়ার বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তাঁর মরদেহ একনজর দেখার জন্য কেনিয়ার রাজধানী নাইরোবিতে অপেক্ষা করছিলেন বিপুলসংখ্যক সমর্থক। তাঁদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে অন্তত ৪ জন নিহত হন বলে জানিয়েছে স্থানীয়
২ ঘণ্টা আগেদুই বছর আগে সাজানো-গোছানো এক শহর ছিল গাজা। এ শহরে ছিল বসবাসের উপযোগী ঘরবাড়ি, বাচ্চাদের জন্য স্কুল, চিকিৎসার জন্য হাসপাতাল। কিন্তু ২০২৩ সালের অক্টোবরের পর সবকিছু ধ্বংস হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে আধুনিক ইতিহাসের নজিরবিহীন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।
৩ ঘণ্টা আগেআমেরিকান ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ‘জনসন অ্যান্ড জনসন’-এর বিরুদ্ধে ব্রিটেনে প্রায় ৩ হাজার ভুক্তভোগী মামলা করেছেন। তাঁদের অভিযোগ, কোম্পানিটি জানত তাদের ট্যালকম পাউডার ক্ষতিকর ‘অ্যাসবাস্টাস’ মিশ্রিত ছিল, যা মারাত্মক ক্যানসার সৃষ্টি করতে পারে।
৩ ঘণ্টা আগে