Ajker Patrika

১০০ বছরে প্রথমবার মার্কিন প্রতিনিধি পরিষদ প্রথম রাউন্ডের ভোটে স্পিকার নির্বাচনে ব্যর্থ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৩: ০৮
১০০ বছরে প্রথমবার মার্কিন প্রতিনিধি পরিষদ প্রথম রাউন্ডের ভোটে স্পিকার নির্বাচনে ব্যর্থ

যুক্তরাষ্ট্রে গত ১০০ বছরে কংগ্রেসের ইতিহাসে এমনটা হয়নি। প্রথম রাউন্ডের ভোটে স্পিকার নির্বাচনে ব্যর্থ হয়েছে হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদ। ফলে মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত ভোটে প্রতিনিধি পরিষদের স্পিকার হতে পারেননি কেউই। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, গেল নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পায় বিরোধী রিপাবলিকান পার্টি। আর সেই রিপাবলিকানদের মধ্যেই বিভাজনের কারণে প্রথম রাউন্ডের ভোটে স্পিকার হতে পারেননি দলের প্রার্থী কেভিন ম্যাককার্থি। 

১৯২৩ সালের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ প্রথম রাউন্ডের ভোটে স্পিকার নির্বাচন করতে পারল না। শেষ পর্যন্ত স্পিকার ঠিক না করেই কংগ্রেসের নিম্নকক্ষের অধিবেশন মুলতবি করতে হয়। 

স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রতিনিধি পরিষদ নতুন কোনো কাজ করতে পারবে না। ফলে কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ না দেওয়া পর্যন্ত নিম্নকক্ষকে কয়েক দফা ভোটাভুটির ভেতর দিয়েই যেতে হবে। 

এদিকে ক্যালিফোর্নিয়ার প্রতিনিধিত্ব করা ম্যাককার্থি পরে যদি স্পিকার নির্বাচিত হনও, তাহলেও তাঁকে রিপাবলিকান কট্টরপন্থী নেতাদের সামলাতে বেগ পেতে হবে। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রথম রাউন্ডে টানা তিনবার ভোটাভুটি হয়। কিন্তু কোনোবারই ম্যাককার্থি প্রয়োজনীয় ২১৮ ভোট সংগ্রহ করতে পারেননি। অথচ নিম্নকক্ষে ২২২ আসন রিপাবলিকানদের দখলে। কট্টর ডানপন্থী ১৯ রিপাবলিকান ম্যাককার্থির বিপক্ষে এককাট্টা ছিলেন। 

প্রথম রাউন্ডের ভোটে স্পিকার হতে পারেননি দলের প্রার্থী কেভিন ম্যাককার্থিতবে প্রতিনিধি পরিষদে সংখ্যালঘু ডেমোক্র্যাটদের এদিন নতুন নেতা হাকিম জেফরিসের সমর্থনে ঐক্যবদ্ধ থাকতেই দেখা গেছে। 

উদ্ভূত পরিস্থিতিতে বুধবার (৪ জানুয়ারি) কংগ্রেসের নিম্নকক্ষের সদস্যরা স্পিকার ঠিক করতে ফের ভোটাভুটির আয়োজন করবেন। তবে এবারও যে সহজে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে এমন ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। এদিকে এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ হতে পারে, তা নিয়ে বিভিন্ন মতামত দিয়ে যাচ্ছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত