Ajker Patrika

ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: পেন্টাগন 

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৫: ৪৪
ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: পেন্টাগন 

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। এ ছাড়া, ইরানি হামলার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়ার বিষয়টি নিয়েও ইহুদিবাদী রাষ্ট্রটির সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। 

অক্টোবরের শুরুতেই ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেই হামলার জবাবে এখনো পাল্টা হামলা চালায়নি ইসরায়েল। ইরানে কীভাবে হামলা চালানো হবে, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে বলেও জানিয়েছেন সাবরিনা সিং। তবে তিনি এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি। 
 
সাবরিনা সিং বলেন, ‘মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা অনবরত নিজেদের মধ্যে যোগাযোগ করছেন এবং কীভাবে ইসরায়েল (ইরানি হামলার) প্রতিক্রিয়া জানাতে পারে তা খুঁজে বের করার চেষ্টা করেন।’ এ সময় তিনি আরও বলেন, তবে তিনি অনুমানের বশে এ বিষয়ে আর কোনো কথা বলতে চান না। 

পেন্টাগনের এই মুখপাত্র আরও বলেন, ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠী সম্ভাব্য আগ্রাসন কেমন হতে পারে সে বিষয়ে তিনি কোনো কথা বলতে পারেন না। তবে তিনি নিশ্চিত যে, ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো সুযোগ তালাশ করছে না। 
 
এদিকে, মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে চলমান যুদ্ধ বন্ধ করতে গোপনে ইরানের সঙ্গে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের দেশগুলো। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২-এর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সরাসরি এই আলোচনায় যুক্ত নয়। তবে ইসরায়েলকে এই আলোচনার বিষয়ে অবগত করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সব ফ্রন্টে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের অবস্থান কী, তা এখনো যুক্তরাষ্ট্রকে জানায়নি। তবে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘আমরা বর্তমানে নির্ধারক অবস্থানে আছি, লিতানির (নদী) ওপার পর্যন্ত (হিজবুল্লাহ) সরে যাওয়া এবং সীমান্তের কাছাকাছি এলাকায় হিজবুল্লাহর সব সামরিক অবস্থান ভেঙে ফেলাসহ আমাদের শর্তে একটি যুদ্ধবিরতি হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত