করোনার বিরুদ্ধে লড়তে প্রতি বছরই একজন ব্যক্তিকে মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের ভ্যাকসিন নেওয়া লাগতে পারে। এছাড়া ফাইজারের করোনাভাইরাস ভ্যাকসিন নেওয়ার ১২ মাসের মধ্যে তৃতীয় বুস্টার ডোজেরও প্রয়োজন হতে পারে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসিতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন ফাইজারের প্রধান নির্বাহী অ্যালবার্ট বোরলা।
মার্কিন কোম্পানি ফাইজারের প্রধান নির্বাহী বলেন, এখন পর্যন্ত অবস্থা হচ্ছে হয়ত ৬ থেকে ১২ মাসের মধ্যে তৃতীয় আরেকটি বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে। এবং পরে প্রতি বছর ভ্যাকসিন নিতে হতে পারে। তবে এখনও কোনো কিছুই নিশ্চিত নয়।
তিনি বলেন, করোনাভাইরাসের নতুন নতুন স্ট্রেইনগুলোর ওপর অনেককিছু নির্ভর করছে।
করোনাভাইরাসের ভ্যাকসিনগুলোর কার্যকারিতা কতদিন থাকবে এ ব্যাপারে গবেষকরা এখনও নিশ্চিত নন। এর আগে ফাইজার জানিয়েছিল তাদের উৎপাদিত ভ্যাকসিন দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৯৫ ভাগ পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম।
এর আগে এক সাক্ষাৎকারে বোরলা বলেছেন, ভ্যাকসিন অনেক দামি। এই ভ্যাকসিন দেওয়ার কারণে মানুষের জীবন বেঁচে যাচ্ছে। কিন্তু আমরা এটি খাবারের দামে বিক্রি করছি।
কয়েক মাস আগে বেলজিয়াম সরকারের প্রকাশিত এক তথ্য অনুযায়ী, ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো যে সব ভ্যাকসিন নিয়েছে তার মধ্যে সবচেয়ে দামি হলো ফাইজারের ভ্যাকসিন।
বুলগেরিয়ান প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভ এই সপ্তাহের শুরুতে বলেছেন, ভ্যাকসিনের দাম বাড়িয়ে দিচ্ছে ফাইজার। একটি ডোজের দাম ১২ ইউরো থেকে বেড়ে ১৯ দশমিক ৫০ ইউরোতে দাঁড়িয়েছে। যেখানে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনের একটি ডোজ দুই ইউরোতে পাওয়া যাচ্ছে।
বোরলা দাম বৃদ্ধির বিষয়টি স্বীকার করে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মতো উন্নত দেশগুলোতে বেশি দামে ভ্যাকসিনগুলো বিক্রি হবে। মধ্যম আয়ের দেশগুলোতে এর চেয়ে আরও কম দামে যাবে। এছাড়া দরিদ্র দেশগুলোতে নাম মাত্র মূল্যে ভ্যাকসিনগুলো বিক্রি হবে।
করোনার বিরুদ্ধে লড়তে প্রতি বছরই একজন ব্যক্তিকে মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের ভ্যাকসিন নেওয়া লাগতে পারে। এছাড়া ফাইজারের করোনাভাইরাস ভ্যাকসিন নেওয়ার ১২ মাসের মধ্যে তৃতীয় বুস্টার ডোজেরও প্রয়োজন হতে পারে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসিতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন ফাইজারের প্রধান নির্বাহী অ্যালবার্ট বোরলা।
মার্কিন কোম্পানি ফাইজারের প্রধান নির্বাহী বলেন, এখন পর্যন্ত অবস্থা হচ্ছে হয়ত ৬ থেকে ১২ মাসের মধ্যে তৃতীয় আরেকটি বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে। এবং পরে প্রতি বছর ভ্যাকসিন নিতে হতে পারে। তবে এখনও কোনো কিছুই নিশ্চিত নয়।
তিনি বলেন, করোনাভাইরাসের নতুন নতুন স্ট্রেইনগুলোর ওপর অনেককিছু নির্ভর করছে।
করোনাভাইরাসের ভ্যাকসিনগুলোর কার্যকারিতা কতদিন থাকবে এ ব্যাপারে গবেষকরা এখনও নিশ্চিত নন। এর আগে ফাইজার জানিয়েছিল তাদের উৎপাদিত ভ্যাকসিন দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৯৫ ভাগ পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম।
এর আগে এক সাক্ষাৎকারে বোরলা বলেছেন, ভ্যাকসিন অনেক দামি। এই ভ্যাকসিন দেওয়ার কারণে মানুষের জীবন বেঁচে যাচ্ছে। কিন্তু আমরা এটি খাবারের দামে বিক্রি করছি।
কয়েক মাস আগে বেলজিয়াম সরকারের প্রকাশিত এক তথ্য অনুযায়ী, ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো যে সব ভ্যাকসিন নিয়েছে তার মধ্যে সবচেয়ে দামি হলো ফাইজারের ভ্যাকসিন।
বুলগেরিয়ান প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভ এই সপ্তাহের শুরুতে বলেছেন, ভ্যাকসিনের দাম বাড়িয়ে দিচ্ছে ফাইজার। একটি ডোজের দাম ১২ ইউরো থেকে বেড়ে ১৯ দশমিক ৫০ ইউরোতে দাঁড়িয়েছে। যেখানে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনের একটি ডোজ দুই ইউরোতে পাওয়া যাচ্ছে।
বোরলা দাম বৃদ্ধির বিষয়টি স্বীকার করে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মতো উন্নত দেশগুলোতে বেশি দামে ভ্যাকসিনগুলো বিক্রি হবে। মধ্যম আয়ের দেশগুলোতে এর চেয়ে আরও কম দামে যাবে। এছাড়া দরিদ্র দেশগুলোতে নাম মাত্র মূল্যে ভ্যাকসিনগুলো বিক্রি হবে।
এক সপ্তাহে দুই দফা ন্যাটোর আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। তিন দিনের ব্যবধানে ন্যাটোর আকাশসীমায় দুটি রুশ উড়োজাহাজ শনাক্ত করা হয়েছে। গতকাল রোববার এক বিবৃতিতে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে।
১৪ মিনিট আগেখুব শিগগিরই মাসওয়ারি বেতনভিত্তিক চাকরির দিন শেষ হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যেতে পারে এ ধরনের বেতনভোগী মধ্যবিত্ত শ্রেণি। বিশেষ করে ভারতে এই মধ্যবিত্ত শ্রেণিটি চলতি দশকের মধ্যেই সম্ভবত বিলুপ্ত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে রেল সংযোগ প্রকল্পের অর্থায়ন ও নির্মাণকাজ স্থগিত করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে অন্তত তিনটি চলমান প্রকল্প থেমে গেছে এবং আরও পাঁচটি প্রকল্পের জরিপ কাজও বন্ধ হয়ে গেছে।
৪ ঘণ্টা আগেইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১৭ ঘণ্টা আগে