Ajker Patrika

যুক্তরাষ্ট্রে বাড়ি থেকে শিখ স্বামী–স্ত্রী ও দুই শিশু সন্তানের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রে বাড়ি থেকে শিখ স্বামী–স্ত্রী ও দুই শিশু সন্তানের লাশ উদ্ধার

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে একটি বাড়ি থেকে ভারতীয় বংশোদ্ভূত এক শিখ দম্পতি এবং তাঁদের দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বিষয়টিকে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করে তদন্ত শুরু করেছে।

প্লেইনসবোরো পুলিশ বিভাগ জানিয়েছে, গত বুধবার (৪ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে তেজ প্রতাপ সিং (৪৩) এবং তাঁর স্ত্রী সোনাল পারিহার (৪২), তাঁদের ১০ বছর বয়সী ছেলে এবং ৬ বছরের মেয়ের লাশ বাড়ি থেকে উদ্ধার করা হয়।

মিডলসেক্স কাউন্টি প্রসিকিউটর ইয়োলান্ডা সিকোন এবং প্লেইনসবোরো পুলিশ বিভাগের প্রধান ইমন ব্ল্যানচার্ড বৃহস্পতিবার (৫ অক্টোবর) জানিয়েছেন, এটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে, সে অনুযায়ীই তদন্ত চলছে।

পুলিশ ও কাউন্টি প্রসিকিউটরের অফিস থেকে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ৪ অক্টোবর সন্ধ্যায় কর্তৃপক্ষ ৯১১ থেকে কলে প্লেইনসবোরোর একটি বাসভবনে তল্লাশির অনুরোধ পায়। প্লেইনসবোরো পুলিশ সেই বাড়িতে চারজনকে মৃত অবস্থায় পায়। 

মেয়র পিটার ক্যান্টু এ ঘটনায় শোক জানিয়েছেন।

ওই পরিবারের আত্মীয়রা সিবিএস নিউজকে বলেছেন, তাঁরা এই পরিবারের এমন মৃত্যুতে হতবাক। তাঁদের সুখী দম্পতি বলেই মনে হয়েছে। তেজ প্রতাপ সিং কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাঁর লিঙ্কডইন প্রোফাইল বলছে, তিনি নেস ডিজিটাল ইঞ্জিনিয়ারিং নামে একটি কোম্পানির প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করছিলেন। তাঁর স্ত্রীও ভালো চাকরি করতেন। 

আবাসন রেকর্ডে দেখা যায়, তেজ প্রতাপ সিং ২০১৮ সালের আগস্টে তাঁদের বাড়িটি ৬ লাখ ৩৫ হাজার ডলারে কিনেছিলেন। প্রতিবেশীরা বলছেন, পরিবারটি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ছিল। তাঁদের প্রায়ই রাস্তায় হাঁটতে দেখা যেত। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, এক দশকেরও বেশি সময় ধরে পরিবারটির সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত