অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত অফিস থেকে গোপন নথি উদ্ধার বিষয়ক তদন্তে বিশেষ কৌঁসুলি নিয়োগ দেওয়া হয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এই বিশেষ কৌঁসুলি নিয়োগ দেন। তদন্তের নেতৃত্ব দেবেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন বিচার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা রবার্ট হুর।
অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, সম্প্রতি ডেলাওয়্যারের উইলমিংটনে বাইডেনের বাড়ি থেকে দ্বিতীয় দফায় গোপনীয় নথি পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে বাইডেনের আইনজীবীরা তদন্তকারীদের ডেকে একটি অতিরিক্ত নথির বিষয়ে অবহিত করেন, যা প্রেসিডেন্টের নিজ বাড়িতে পাওয়া যায়। এর পর তাঁর অফিস সিদ্ধান্ত নিয়েছে, বিষয়টির তদন্ত করার জন্য বিশেষ পরামর্শকের প্রয়োজন।
হোয়াইট হাউসের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন তদন্ত কমিটিকে পুরোপুরি সহায়তা করবেন বলে জানিয়েছেন।
সম্প্রতি হোয়াইট হাউসের কাছে অবস্থিত থিংক ট্যাংক পেন বাইডেন সেন্টার থেকে প্রথম দফায় গোপনীয় নথি উদ্ধার হয়। বাইডেন ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত হোয়াইট হাউসের অদূরে পেন বাইডেন সেন্টার অপ্রশাসনিক কাজের জন্য ব্যবহার করতেন।
রয়টার্সকে বাইডেনের এক আইনজীবী জানান, ‘গত ২ নভেম্বর ওয়াশিংটনের পেন বাইডেন সেন্টার ফর ডিপ্লোমেসি অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্টে একটি তালাবদ্ধ আলমারি থেকে প্রায় ১০টি নথি পাওয়া যায় এবং আমরা সেগুলো জাতীয় সংগ্রহশালায় হস্তান্তর করেছি।’
কমিটি এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সদস্যদের বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে। এ ছাড়া নভেম্বরে প্রাপ্ত গোপন নথি তাদের কাছে জমা দিতে হোয়াইট হাউসকে অনুরোধও করেছে।
হোয়াইট হাউস জানিয়েছে, গোপন নথি পাওয়ার পরপরই তারা বিষয়টি ন্যাশনাল আর্কাইভকে জানিয়েছে। আর্কাইভ কর্তৃপক্ষ পরদিন সেগুলো নিয়েও গেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত অফিস থেকে গোপন নথি উদ্ধার বিষয়ক তদন্তে বিশেষ কৌঁসুলি নিয়োগ দেওয়া হয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এই বিশেষ কৌঁসুলি নিয়োগ দেন। তদন্তের নেতৃত্ব দেবেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন বিচার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা রবার্ট হুর।
অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, সম্প্রতি ডেলাওয়্যারের উইলমিংটনে বাইডেনের বাড়ি থেকে দ্বিতীয় দফায় গোপনীয় নথি পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে বাইডেনের আইনজীবীরা তদন্তকারীদের ডেকে একটি অতিরিক্ত নথির বিষয়ে অবহিত করেন, যা প্রেসিডেন্টের নিজ বাড়িতে পাওয়া যায়। এর পর তাঁর অফিস সিদ্ধান্ত নিয়েছে, বিষয়টির তদন্ত করার জন্য বিশেষ পরামর্শকের প্রয়োজন।
হোয়াইট হাউসের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন তদন্ত কমিটিকে পুরোপুরি সহায়তা করবেন বলে জানিয়েছেন।
সম্প্রতি হোয়াইট হাউসের কাছে অবস্থিত থিংক ট্যাংক পেন বাইডেন সেন্টার থেকে প্রথম দফায় গোপনীয় নথি উদ্ধার হয়। বাইডেন ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত হোয়াইট হাউসের অদূরে পেন বাইডেন সেন্টার অপ্রশাসনিক কাজের জন্য ব্যবহার করতেন।
রয়টার্সকে বাইডেনের এক আইনজীবী জানান, ‘গত ২ নভেম্বর ওয়াশিংটনের পেন বাইডেন সেন্টার ফর ডিপ্লোমেসি অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্টে একটি তালাবদ্ধ আলমারি থেকে প্রায় ১০টি নথি পাওয়া যায় এবং আমরা সেগুলো জাতীয় সংগ্রহশালায় হস্তান্তর করেছি।’
কমিটি এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সদস্যদের বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে। এ ছাড়া নভেম্বরে প্রাপ্ত গোপন নথি তাদের কাছে জমা দিতে হোয়াইট হাউসকে অনুরোধও করেছে।
হোয়াইট হাউস জানিয়েছে, গোপন নথি পাওয়ার পরপরই তারা বিষয়টি ন্যাশনাল আর্কাইভকে জানিয়েছে। আর্কাইভ কর্তৃপক্ষ পরদিন সেগুলো নিয়েও গেছে।
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ইযেহ-তে গত শনিবার নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে আত্মহত্যা করেছেন এক প্রতিবাদকারী। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, অভিযানের মুহূর্তে ইনস্টাগ্রাম লাইভে সঙ্গে থাকা একটি আগ্নেয়াস্ত্র দিয়ে নিজের শরীরে গুলি করেন তিনি।
৫ ঘণ্টা আগেসম্প্রতি, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বিশ্বব্যাপী অস্ত্র রপ্তানির ৪৩ শতাংশ ছিল যুক্তরাষ্ট্রের; যা বিশ্বের দ্বিতীয় বৃহৎ অস্ত্র রপ্তানিকারক দেশ ফ্রান্সের তুলনায় চার গুণ বেশি। আগের পাঁচ বছরে (২০১৫-১৯) এই হার ছিল ৩
৬ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রতিক্রিয়ায় কানাডার অন্টারিও রাজ্যের প্রধানমন্ত্রী ডগ ফোর্ড ঘোষণা করেছেন—আজ সোমবার থেকেই যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বিদ্যুতের ওপর ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি কার্যকর হবে।
৬ ঘণ্টা আগেপ্রিন্স রবার্ট গত ৭ মার্চ এক বিবৃতিতে ছেলের মৃত্যুর খবরটি জানান। বিবৃতিটি ‘পোলগ ফাউন্ডেশন’-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়। সদ্য প্রয়াত রাজপুত্র ফ্রেডেরিকই ২০২২ সালে এই ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। মৃত্যুর আগে তিনি ওই প্রতিষ্ঠানে একজন সৃজনশীল পরিচালক হিসেবে কাজ করছিলেন।
৭ ঘণ্টা আগে