Ajker Patrika

জো বাইডেনের গোপন নথি উদ্ধার তদন্তে বিশেষ কৌঁসুলি নিয়োগ

জো বাইডেনের গোপন নথি উদ্ধার তদন্তে বিশেষ কৌঁসুলি নিয়োগ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত অফিস থেকে গোপন নথি উদ্ধার বিষয়ক তদন্তে বিশেষ কৌঁসুলি নিয়োগ দেওয়া হয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এই বিশেষ কৌঁসুলি নিয়োগ দেন। তদন্তের নেতৃত্ব দেবেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন বিচার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা রবার্ট হুর।

অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, সম্প্রতি ডেলাওয়্যারের উইলমিংটনে বাইডেনের বাড়ি থেকে দ্বিতীয় দফায় গোপনীয় নথি পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে বাইডেনের আইনজীবীরা তদন্তকারীদের ডেকে একটি অতিরিক্ত নথির বিষয়ে অবহিত করেন, যা প্রেসিডেন্টের নিজ বাড়িতে পাওয়া যায়। এর পর তাঁর অফিস সিদ্ধান্ত নিয়েছে, বিষয়টির তদন্ত করার জন্য বিশেষ পরামর্শকের প্রয়োজন। 

হোয়াইট হাউসের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন তদন্ত কমিটিকে পুরোপুরি সহায়তা করবেন বলে জানিয়েছেন। 

সম্প্রতি হোয়াইট হাউসের কাছে অবস্থিত থিংক ট্যাংক পেন বাইডেন সেন্টার থেকে প্রথম দফায় গোপনীয় নথি উদ্ধার হয়। বাইডেন ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত হোয়াইট হাউসের অদূরে পেন বাইডেন সেন্টার অপ্রশাসনিক কাজের জন্য ব্যবহার করতেন। 

রয়টার্সকে বাইডেনের এক আইনজীবী জানান, ‘গত ২ নভেম্বর ওয়াশিংটনের পেন বাইডেন সেন্টার ফর ডিপ্লোমেসি অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্টে একটি তালাবদ্ধ আলমারি থেকে প্রায় ১০টি নথি পাওয়া যায় এবং আমরা সেগুলো জাতীয় সংগ্রহশালায় হস্তান্তর করেছি।’

কমিটি এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সদস্যদের বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে। এ ছাড়া নভেম্বরে প্রাপ্ত গোপন নথি তাদের কাছে জমা দিতে হোয়াইট হাউসকে অনুরোধও করেছে।

হোয়াইট হাউস জানিয়েছে, গোপন নথি পাওয়ার পরপরই তারা বিষয়টি ন্যাশনাল আর্কাইভকে জানিয়েছে। আর্কাইভ কর্তৃপক্ষ পরদিন সেগুলো নিয়েও গেছে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

রাশিয়ার তেল চীনও কেনে, তবে ট্রাম্পের শুল্ক শুধু ভারতের ওপর কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত