Ajker Patrika

যুক্তরাষ্ট্রে ফেন্টানিলের কাঁচামাল পাচার, ৩ শীর্ষ কর্মকর্তাসহ ভারতীয় কোম্পানি অভিযুক্ত

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের একটি রাসায়নিক নির্মাতা প্রতিষ্ঠান এবং এর তিন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ভয়ংকর মাদক ফেন্টানিল তৈরির জন্য ব্যবহৃত প্রি-কর্সার পাচার করার অভিযোগ আনা হয়েছে। গত বৃহস্পতিবার (২০ মার্চ) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতে এই অভিযোগ আনা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

অভিযোগপত্র অনুযায়ী, অভিযুক্ত রাসায়নিক নির্মাতা প্রতিষ্ঠানটি ভারতে অবস্থিত বসুধা ফার্মা ক্যাম লিমিটেড (ভিপিসি)। আর অভিযুক্ত কর্মকর্তারা হলেন—ওই কোম্পানির প্রধান বৈশ্বিক বিপণন কর্মকর্তা তানবীর আহমেদ মোহামেদ হোসেন পার্কার (৬৩), বিপণন পরিচালক বেঙ্কাটা নাগা মধুসূদন রাজু মানথেনা (৪৮) এবং বিপণন প্রতিনিধি কৃষ্ণা ভেরিচার্লা (৪০)।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে বিপণন উপকরণ এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফেন্টানিল তৈরির জন্য ব্যবহৃত হয় এমন রাসায়নিক বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল। ২০২৪ সালের মার্চ থেকে নভেম্বরের মধ্যে আসামিরা প্রি-কর্সার রাসায়নিক বিতরণ করার ষড়যন্ত্র করেছিলেন। যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে পাচারের মাধ্যমে ফেন্টানিল উৎপাদন করাই ছিল তাঁদের লক্ষ্য।

২০২৪ সালের মার্চ এবং আগস্ট মাসে আসামিরা একজন গোপন তদন্তকারীর ফাঁদে পা দিয়ে তাঁর কাছে ২৫ কেজি ফেন্টানিল প্রি-কর্সার রাসায়নিক বিক্রি করেছিলেন।

অভিযোগে আরও বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে আসামিরা এবং গোপন তদন্তকারী এজেন্ট মোট চার মেট্রিক টন প্রি-কর্সার পাচারের বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে দুই মেট্রিক টন মেক্সিকোর সিনালোয়া এবং অপর দুই মেট্রিক টন যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা ছিল। এই রাসায়নিকের মোট মূল্য প্রায় ৩ লাখ ৮০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছিল।

এ অবস্থায় আসামিদের বিরুদ্ধে বেআইনি রাসায়নিক তৈরির ষড়যন্ত্র, বেআইনি আমদানি এবং বেআইনি মাদকদ্রব্য বিতরণের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ভিপিসি, ভেরিচার্লা ও মানথেনার বিরুদ্ধে দ্বিতীয় দফায় বেআইনি রাসায়নিক তৈরি ও বিতরণের অভিযোগ আনা হয়েছে।

অপরাধ প্রমাণিত হলে, মার্কিন আদালতে আসামিরা সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের সম্মুখীন হতে পারেন এবং অভিযুক্ত রাসায়নিক নির্মাতা প্রতিষ্ঠানটিকে ৫ লাখ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।

গত ২০ মার্চ সকালেই নিউ ইয়র্ক সিটিতে পার্কার এবং মানথেনাকে গ্রেপ্তার করে মার্কিন ফেডারেল এজেন্টরা। এই সংক্রান্ত তদন্তটি পরিচালনা করছে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের মায়ামি ফিল্ড ডিভিশনের কাউন্টার নারকোটিক সাইবার ইনভেস্টিগেশনস টাস্ক ফোর্স, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস, অভ্যন্তরীণ রাজস্ব সংস্থার অপরাধ তদন্ত বিভাগ এবং দক্ষিণ ফ্লোরিডার বিভিন্ন স্থানীয় সংস্থার সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত