অনলাইন ডেস্ক
সাত বছর আগে ইউক্রেন থেকে এক এতিম শিশুকে দত্তক নিয়েছিলেন আমেরিকার দম্পতি রোবি ও জেনিফার টাওয়ার। ডিমা নামে সেই শিশুটি এখন ২১ বছরের যুবক। নির্মমভাবে খুন করলেন পালক পিতা-মাকেই।
বৃহস্পতিবার স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নর্থ পোর্ট এলাকায় বসবাস করতেন রোবি ও জেনিফার দম্পতি। নিজ বাসভবনেই উপর্যুপরি ছুরিকাঘাতে তাঁদের হত্যা করেছেন পালক পুত্র ডিমা। শয়নকক্ষের মেঝে থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ওই কক্ষটি রক্তে ভেসে যাচ্ছিল বলেও স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
খ্রিষ্টান মিশনারিতে কাজ করা নিহত ওই দম্পতি ফ্লোরিডাতেই একটি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ওয়ারেন রাইনস নামে তাঁদের এক চাচা সম্পর্কীয় বলেন, ‘রোবি ও জেনিফার খুব ভালো মানুষ ছিলেন। কী কারণে এমনটি ঘটলো কারও মাথায় আসছে না। তাঁরা ছাড়ার ডিমার আর কেউ ছিল না। তাঁরা ডিমাকে সহযোগিতা করতে চাইতেন, নিজের সন্তানের মতো স্নেহ করতেন।’
প্রতিবেদনে বলা হয়েছে, ছোটবেলায়ই ডিমা তার মাকে হারিয়েছিলেন। আর মদ্যপ বাবা তাঁকে ত্যাগ করেছিলেন। পরে ১৪ বছর বয়সে তাঁকে দত্তক পুত্র হিসেবে আমেরিকায় নিয়ে আসেন টাওয়ার দম্পতি।
রোবি ও জেনিফারকে হত্যা করার পর একটি গাড়ি নিয়ে পালিয়ে যান ডিমা। পরে গাড়ি রেখে ঘন জঙ্গলের মধ্যে আত্মগোপন করেন। প্রায় ৮ ঘণ্টার এক চিরুনি অভিযানের মধ্য দিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ওয়ারেন রাইনস জানান, রোবি ও জেনিফার দুজনই খুব ধর্মপ্রাণ ছিলেন। ইউক্রেনের খ্রিষ্টান মিশনারিতে তাঁরা একসময় কাজ করেছেন। সন্তানের জন্ম দিতে না পারায় ডিমাকে তাঁরা ইউক্রেন থেকে দত্তক নিয়েছিলেন। ইউক্রেনের একটি এতিমখানায় খুব অযত্ন আর অবহেলায় দিন কাটতো ডিমার। ঠিকমতো খাবারও পেত না সেখানে।
টাওয়ার দম্পতি বিশ্বাস করতেন, ভালোবাসা আর মমতায় কঠিন অতীতের স্মৃতি একদিন ভুলে যাবেন ডিমা। কিন্তু ফ্লোরিডার নতুন পরিবেশের সঙ্গে তিনি খাপ খাওয়াতে পারছিলেন না। প্রায় সময়ই স্কুলে মারামারি করতেন। তিনি খুব মারমুখী ছিলেন।
ঠিক কী কারণে ডিমা তাঁর পালক পিতা-মাতাকে হত্যা করেছেন-তা জানতে তদন্ত করছে পুলিশ।
সাত বছর আগে ইউক্রেন থেকে এক এতিম শিশুকে দত্তক নিয়েছিলেন আমেরিকার দম্পতি রোবি ও জেনিফার টাওয়ার। ডিমা নামে সেই শিশুটি এখন ২১ বছরের যুবক। নির্মমভাবে খুন করলেন পালক পিতা-মাকেই।
বৃহস্পতিবার স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নর্থ পোর্ট এলাকায় বসবাস করতেন রোবি ও জেনিফার দম্পতি। নিজ বাসভবনেই উপর্যুপরি ছুরিকাঘাতে তাঁদের হত্যা করেছেন পালক পুত্র ডিমা। শয়নকক্ষের মেঝে থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ওই কক্ষটি রক্তে ভেসে যাচ্ছিল বলেও স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
খ্রিষ্টান মিশনারিতে কাজ করা নিহত ওই দম্পতি ফ্লোরিডাতেই একটি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ওয়ারেন রাইনস নামে তাঁদের এক চাচা সম্পর্কীয় বলেন, ‘রোবি ও জেনিফার খুব ভালো মানুষ ছিলেন। কী কারণে এমনটি ঘটলো কারও মাথায় আসছে না। তাঁরা ছাড়ার ডিমার আর কেউ ছিল না। তাঁরা ডিমাকে সহযোগিতা করতে চাইতেন, নিজের সন্তানের মতো স্নেহ করতেন।’
প্রতিবেদনে বলা হয়েছে, ছোটবেলায়ই ডিমা তার মাকে হারিয়েছিলেন। আর মদ্যপ বাবা তাঁকে ত্যাগ করেছিলেন। পরে ১৪ বছর বয়সে তাঁকে দত্তক পুত্র হিসেবে আমেরিকায় নিয়ে আসেন টাওয়ার দম্পতি।
রোবি ও জেনিফারকে হত্যা করার পর একটি গাড়ি নিয়ে পালিয়ে যান ডিমা। পরে গাড়ি রেখে ঘন জঙ্গলের মধ্যে আত্মগোপন করেন। প্রায় ৮ ঘণ্টার এক চিরুনি অভিযানের মধ্য দিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ওয়ারেন রাইনস জানান, রোবি ও জেনিফার দুজনই খুব ধর্মপ্রাণ ছিলেন। ইউক্রেনের খ্রিষ্টান মিশনারিতে তাঁরা একসময় কাজ করেছেন। সন্তানের জন্ম দিতে না পারায় ডিমাকে তাঁরা ইউক্রেন থেকে দত্তক নিয়েছিলেন। ইউক্রেনের একটি এতিমখানায় খুব অযত্ন আর অবহেলায় দিন কাটতো ডিমার। ঠিকমতো খাবারও পেত না সেখানে।
টাওয়ার দম্পতি বিশ্বাস করতেন, ভালোবাসা আর মমতায় কঠিন অতীতের স্মৃতি একদিন ভুলে যাবেন ডিমা। কিন্তু ফ্লোরিডার নতুন পরিবেশের সঙ্গে তিনি খাপ খাওয়াতে পারছিলেন না। প্রায় সময়ই স্কুলে মারামারি করতেন। তিনি খুব মারমুখী ছিলেন।
ঠিক কী কারণে ডিমা তাঁর পালক পিতা-মাতাকে হত্যা করেছেন-তা জানতে তদন্ত করছে পুলিশ।
ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) ওষুধ রপ্তানির জন্য নির্ধারিত ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আজ ১ ফেব্রুয়ারি থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই ব্যবস্থা প্রত্যাহারের মূল লক্ষ্য হলো—ভারতের ওষুধ রপ্তানিকে সংশ্লিষ্ট দেশগুলোর নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা...
২৪ মিনিট আগেভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গ্লোবাল ভারতের ২০২৫ সালের ফেডারেল বাজেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর এর প্রভাব নিয়ে কনস্টান্টিনো জেভিয়ারের সঙ্গে কথা বলেছে। সাক্ষাৎকারে ভারতের কূটনৈতিক সক্ষমতা এবং এর ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে...
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় টুইন-ইঞ্জিন মেডেভাক বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত...
২ ঘণ্টা আগেমিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার রাজধানী নেপিডোতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়
২ ঘণ্টা আগে