অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাত শেষ হওয়ার পর যুদ্ধবিরতি কার্যকর থাকায় এটিকে ‘সবার জন্য বিজয়’ বলে ঘোষণা করেছেন। যদিও ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আজ গতকাল বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগে ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে ট্রাম্প এসব কথা বলেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ট্রাম্প বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক বাংকার বাস্টার বোমা হামলার সিদ্ধান্তই এই যুদ্ধ শেষ করেছে। তিনি এটিকে ‘সবার জন্য বিজয়’ বলে অভিহিত করেন।
ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথে যুক্তরাষ্ট্রের হামলা কতটা বাধা তৈরি করেছে, সে বিষয়ে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) প্রাথমিক মূল্যায়নকে ট্রাম্প পাত্তা দেননি। ওই মূল্যায়নে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে পড়েছে। তবে ট্রাম্প বলেন, এই মূল্যায়ন ‘অনিশ্চিত’ এবং তাঁর বিশ্বাস, ইরানের ওই সব স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ‘হামলাটা খুবই তীব্র ছিল। পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।’
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘গোয়েন্দা তথ্য... খুবই অনিশ্চিত ছিল। গোয়েন্দা প্রতিবেদন বলে, “আমরা নিশ্চিত নই, এটা খুবই তীব্র ছিলও হতে পারে। ” আমি মনে করি, আমরা “আমরা নিশ্চিত নই” অংশ বাদ দিতে পারি। এটা খুবই তীব্র ছিল, সব ধ্বংস করে দেওয়া হয়েছে।’
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং সিএনএন-এর খবরে বলা হয়েছে, ডিআইএ-এর সামরিক গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে পরিচিত কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়নি।
সিএনএনের প্রতিবেদনে দুজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস হয়নি এবং সেন্ট্রিফিউজগুলোও বেশির ভাগই অক্ষত। অন্য এক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের রোববারের হামলার আগে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল। তবে ট্রাম্প দাবি করেছেন, ফোরদো, নাতানজ এবং ইস্পাহান—এই তিনটি পারমাণবিক স্থাপনাই যুক্তরাষ্ট্রের হামলায় ধ্বংস হয়ে গেছে।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের হামলাই ইরান-ইসরায়েল যুদ্ধের ইতি টেনেছে। তিনি এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা হামলার সঙ্গে তুলনা করেন। ট্রাম্প বলেন, ‘আমি হিরোশিমার উদাহরণ দিতে চাই না, নাগাসাকির উদাহরণও দিতে চাই না। তবে ব্যাপারটা আসলে সেটাই ছিল। ওই হামলা যুদ্ধ শেষ করেছিল, এই হামলাও সেই যুদ্ধ শেষ করেছে।’
মঙ্গলবার সাংবাদিকেরা যখন তাকে জিজ্ঞেস করেন, ইরান যদি আবার পারমাণবিক কর্মসূচি শুরু করে, তখন ট্রাম্প বলেন, ‘সেই জায়গাগুলো পাথরের নিচে। ওই জায়গাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাত শেষ হওয়ার পর যুদ্ধবিরতি কার্যকর থাকায় এটিকে ‘সবার জন্য বিজয়’ বলে ঘোষণা করেছেন। যদিও ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আজ গতকাল বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগে ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে ট্রাম্প এসব কথা বলেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ট্রাম্প বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক বাংকার বাস্টার বোমা হামলার সিদ্ধান্তই এই যুদ্ধ শেষ করেছে। তিনি এটিকে ‘সবার জন্য বিজয়’ বলে অভিহিত করেন।
ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথে যুক্তরাষ্ট্রের হামলা কতটা বাধা তৈরি করেছে, সে বিষয়ে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) প্রাথমিক মূল্যায়নকে ট্রাম্প পাত্তা দেননি। ওই মূল্যায়নে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে পড়েছে। তবে ট্রাম্প বলেন, এই মূল্যায়ন ‘অনিশ্চিত’ এবং তাঁর বিশ্বাস, ইরানের ওই সব স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ‘হামলাটা খুবই তীব্র ছিল। পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।’
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘গোয়েন্দা তথ্য... খুবই অনিশ্চিত ছিল। গোয়েন্দা প্রতিবেদন বলে, “আমরা নিশ্চিত নই, এটা খুবই তীব্র ছিলও হতে পারে। ” আমি মনে করি, আমরা “আমরা নিশ্চিত নই” অংশ বাদ দিতে পারি। এটা খুবই তীব্র ছিল, সব ধ্বংস করে দেওয়া হয়েছে।’
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং সিএনএন-এর খবরে বলা হয়েছে, ডিআইএ-এর সামরিক গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে পরিচিত কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়নি।
সিএনএনের প্রতিবেদনে দুজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস হয়নি এবং সেন্ট্রিফিউজগুলোও বেশির ভাগই অক্ষত। অন্য এক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের রোববারের হামলার আগে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল। তবে ট্রাম্প দাবি করেছেন, ফোরদো, নাতানজ এবং ইস্পাহান—এই তিনটি পারমাণবিক স্থাপনাই যুক্তরাষ্ট্রের হামলায় ধ্বংস হয়ে গেছে।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের হামলাই ইরান-ইসরায়েল যুদ্ধের ইতি টেনেছে। তিনি এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা হামলার সঙ্গে তুলনা করেন। ট্রাম্প বলেন, ‘আমি হিরোশিমার উদাহরণ দিতে চাই না, নাগাসাকির উদাহরণও দিতে চাই না। তবে ব্যাপারটা আসলে সেটাই ছিল। ওই হামলা যুদ্ধ শেষ করেছিল, এই হামলাও সেই যুদ্ধ শেষ করেছে।’
মঙ্গলবার সাংবাদিকেরা যখন তাকে জিজ্ঞেস করেন, ইরান যদি আবার পারমাণবিক কর্মসূচি শুরু করে, তখন ট্রাম্প বলেন, ‘সেই জায়গাগুলো পাথরের নিচে। ওই জায়গাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’
ইরাকের পূর্বাঞ্চলীয় কুত শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন নিখোঁজ হয়েছেন। শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং দুটি পুলিশ সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় গতকাল বুধবার দিবাগত রাকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যের কায়াকফিউ টাউনশিপে জান্তাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ চৌকির দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহী আরাকান আর্মি। এই ঘাঁটিকে ঘিরে সংঘর্ষ এরই মধ্যে তীব্র আকার ধারণ করেছে। এই চৌকিটি মিয়ানমারের সামরিক নৌঘাঁটি দান্যাওয়াদ্দির মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত।
৩ ঘণ্টা আগেইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল বুধবার বলেছেন, তাঁর দেশ যেকোনো নতুন সামরিক আক্রমণ মোকাবিলায় প্রস্তুত। তিনি হুমকি দিয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান যে জবাব দিয়েছে, তার চেয়েও বড় আঘাত হানতে সক্ষম তাঁর দেশ। এ সময় তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘বাঁধা কুকুর’ বা পালিত কুকুর
৩ ঘণ্টা আগেদক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে অর্থনৈতিক উন্নতির কারণে সেখানকার কর্মীরা বিদেশে কাজ করতে কম আগ্রহী হওয়ায় জাপান দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোকে বিদেশি কর্মী সংগ্রহের উৎস হিসেবে বিবেচনা করছে। এই তালিকায় আছে বাংলাদেশ ও উজবেকিস্তানের নামও।
৪ ঘণ্টা আগে