Ajker Patrika

শ্রমিক ইউনিয়নের দাবিতে আমাজনের কর্মীদের বিক্ষোভ 

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৬: ১৩
শ্রমিক ইউনিয়নের দাবিতে আমাজনের কর্মীদের বিক্ষোভ 

যুক্তরাষ্ট্রে ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের শ্রমিকেরা শ্রমিক ইউনিয়ন গঠনের দাবিতে বিক্ষোভ করেছেন। নিউইয়র্কে আমাজনের শ্রমিকদের শ্রমিক ইউনিয়ন গঠনের অনুমতি দেওয়ার পরপরই আমাজনের ৫০টিরও বেশি গুদামের সামনে হাজির হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। আমাজনের শ্রমিক সংগঠক ক্রিশ্চিয়ান স্মলস মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আমাজনের  প্রাক্তন কর্মী ও বর্তমানে শ্রমিক অধিকার আদায়ে সোচ্চার ক্রিশ্চিয়ান স্মল এক টুইটে জানান, ‘আমাদের জয়ের পরপরই (আদালত আমাজনের  শ্রমিক ইউনিয়ন গঠনের অনুমতি দেওয়ার পর) দেশব্যাপী ৫০টিরও বেশি গুদামের কর্মীরা শ্রমিক সংগঠনের দাবিতে বিক্ষোভ করেন।’ 

তবে আমাজন এ বিষয়ে তৎক্ষণাৎ মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত