অনলাইন ডেস্ক
ত্রাণ সহায়তা নিয়ে কাজ করা বাংলাদেশি একটি দাতব্য সংস্থাকে ১৫০ ডলার দান করতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তি। বাংলাদেশি মুদ্রায় যা ১৫ হাজারেরও বেশি টাকা। কিন্তু ভুল করে দুটি শূন্য বেশি দিয়ে দেওয়ায় ১৫ হাজার ডলার ট্রান্সফার হয়ে গেছে ওই সংস্থাটির অ্যাকাউন্টে। বাংলাদেশি মুদ্রায় রূপান্তর করলে যা ১৬ লাখেরও বেশি টাকা।
বিষয়টি নিয়ে মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, ৩২ বছর বয়সী ওই ব্যক্তির নাম মাইকেল। প্রায়ই সেবামূলক কাজে অর্থ দান করেন তিনি। সম্প্রতি ভুল করে বেশি অর্থ দান করে ফেলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। এই পোস্টে কীভাবে ভুলটি করেছিলেন সে বিষয়েও লিখেন মাইকেল।
মাইকেল জানান, গত বছর স্ত্রীকে নিয়ে স্যানফ্রান্সিসকো শহরে একটি নতুন অ্যাপার্টমেন্টে ওঠেন তিনি। সেখানেই প্রতিবেশী হিসেবে জো নামে ৭০ বছর বয়সী এক হিন্দু যাজকের সঙ্গে সখ্য গড়ে ওঠে তাঁর। পরে ওই প্রতিবেশী তাঁকে ‘গোফান্ডমি’ ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশি একটি দাতব্য সংস্থায় কিছু অর্থ দান করার প্রস্তাব দেন। দাতব্য প্রতিষ্ঠানে দান করার জন্য ‘গোফান্ডমি’ ওয়েবসাইটটি আমেরিকা ও পশ্চিমা দেশগুলোতে বেশ জনপ্রিয়।
পরদিনই মোবাইলের বাটন চাপতে গিয়ে ভুল করে ১৫০ ডলার দান করতে গিয়ে ১৫ হাজার ডলার দিয়ে বসেন মাইকেল। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি। কিছুক্ষণ পর যে ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ডলার দিয়েছিলেন সেই ব্যাংক থেকে অস্বাভাবিক লেনদেনের তথ্য দিয়ে পাঠানো একটি মেসেজ থেকেই বিষয়টি জানতে পারেন।
এ অবস্থায় গোফান্ডমি-এর হটলাইনে ফোন করে বিষয়টি জানান মাইকেল। হটলাইন থেকে জানানো হয়-ওই টাকা তখনো সংস্থাটির অ্যাকাউন্টে প্রবেশ করেনি। এ অবস্থায় ভুল করে দেওয়া অর্থ ফেরত পাওয়ার কোনো উপায় আছে কি-না জানতে পান মাইকেল। হটলাইন থেকে জানানো হয়-তিন থেকে সাত দিনের মধ্যে পুরো অর্থ আবারও ফেরত পাবেন তিনি।
এ সময় মাইকেল হটলাইনে প্রশ্ন করেন, ‘যে অর্থ ভুলে দেওয়া হয়ে গেছে, অ্যাকাউন্টে প্রবেশের আগে ওই সংস্থাটি কি অর্থের পরিমাণ দেখতে পারবে?’
এ প্রশ্নে জবাবে হটলাইনে বলা হয়—‘হ্যা, তাঁরা পারবেন।’
এই জবাব শুনে কিছুটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন মাইকেল। শুধু তাই নয়, পরদিন সকালে ঘুম থেকে জেগে দেখেন ফেসবুকে ৪০টি নোটিফিকেশন। বাংলাদেশি ওই সংস্থাটির সঙ্গে জড়িত ব্যক্তিরা তাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানোর ফলেই এত বেশি নোটিফিকেশন দেখাচ্ছিল।
এমন পরিস্থিতিতে মাইকেল নিজেকে সান্ত্বনা দেন এই ভেবে যে, দান করা অর্থ তুলে নিলে ওই সংস্থাটির সঙ্গে জড়িত ব্যক্তিরা হয়তো খুব কষ্ট পাবেন। সেবামূলক কাজে হয়তো উৎসাহ হারবেন। তাই অর্থ ফিরিয়ে না নিয়ে নিজের ক্ষতিকেই মেনে নিলেন মাইকেল।
ত্রাণ সহায়তা নিয়ে কাজ করা বাংলাদেশি একটি দাতব্য সংস্থাকে ১৫০ ডলার দান করতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তি। বাংলাদেশি মুদ্রায় যা ১৫ হাজারেরও বেশি টাকা। কিন্তু ভুল করে দুটি শূন্য বেশি দিয়ে দেওয়ায় ১৫ হাজার ডলার ট্রান্সফার হয়ে গেছে ওই সংস্থাটির অ্যাকাউন্টে। বাংলাদেশি মুদ্রায় রূপান্তর করলে যা ১৬ লাখেরও বেশি টাকা।
বিষয়টি নিয়ে মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, ৩২ বছর বয়সী ওই ব্যক্তির নাম মাইকেল। প্রায়ই সেবামূলক কাজে অর্থ দান করেন তিনি। সম্প্রতি ভুল করে বেশি অর্থ দান করে ফেলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। এই পোস্টে কীভাবে ভুলটি করেছিলেন সে বিষয়েও লিখেন মাইকেল।
মাইকেল জানান, গত বছর স্ত্রীকে নিয়ে স্যানফ্রান্সিসকো শহরে একটি নতুন অ্যাপার্টমেন্টে ওঠেন তিনি। সেখানেই প্রতিবেশী হিসেবে জো নামে ৭০ বছর বয়সী এক হিন্দু যাজকের সঙ্গে সখ্য গড়ে ওঠে তাঁর। পরে ওই প্রতিবেশী তাঁকে ‘গোফান্ডমি’ ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশি একটি দাতব্য সংস্থায় কিছু অর্থ দান করার প্রস্তাব দেন। দাতব্য প্রতিষ্ঠানে দান করার জন্য ‘গোফান্ডমি’ ওয়েবসাইটটি আমেরিকা ও পশ্চিমা দেশগুলোতে বেশ জনপ্রিয়।
পরদিনই মোবাইলের বাটন চাপতে গিয়ে ভুল করে ১৫০ ডলার দান করতে গিয়ে ১৫ হাজার ডলার দিয়ে বসেন মাইকেল। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি। কিছুক্ষণ পর যে ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ডলার দিয়েছিলেন সেই ব্যাংক থেকে অস্বাভাবিক লেনদেনের তথ্য দিয়ে পাঠানো একটি মেসেজ থেকেই বিষয়টি জানতে পারেন।
এ অবস্থায় গোফান্ডমি-এর হটলাইনে ফোন করে বিষয়টি জানান মাইকেল। হটলাইন থেকে জানানো হয়-ওই টাকা তখনো সংস্থাটির অ্যাকাউন্টে প্রবেশ করেনি। এ অবস্থায় ভুল করে দেওয়া অর্থ ফেরত পাওয়ার কোনো উপায় আছে কি-না জানতে পান মাইকেল। হটলাইন থেকে জানানো হয়-তিন থেকে সাত দিনের মধ্যে পুরো অর্থ আবারও ফেরত পাবেন তিনি।
এ সময় মাইকেল হটলাইনে প্রশ্ন করেন, ‘যে অর্থ ভুলে দেওয়া হয়ে গেছে, অ্যাকাউন্টে প্রবেশের আগে ওই সংস্থাটি কি অর্থের পরিমাণ দেখতে পারবে?’
এ প্রশ্নে জবাবে হটলাইনে বলা হয়—‘হ্যা, তাঁরা পারবেন।’
এই জবাব শুনে কিছুটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন মাইকেল। শুধু তাই নয়, পরদিন সকালে ঘুম থেকে জেগে দেখেন ফেসবুকে ৪০টি নোটিফিকেশন। বাংলাদেশি ওই সংস্থাটির সঙ্গে জড়িত ব্যক্তিরা তাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানোর ফলেই এত বেশি নোটিফিকেশন দেখাচ্ছিল।
এমন পরিস্থিতিতে মাইকেল নিজেকে সান্ত্বনা দেন এই ভেবে যে, দান করা অর্থ তুলে নিলে ওই সংস্থাটির সঙ্গে জড়িত ব্যক্তিরা হয়তো খুব কষ্ট পাবেন। সেবামূলক কাজে হয়তো উৎসাহ হারবেন। তাই অর্থ ফিরিয়ে না নিয়ে নিজের ক্ষতিকেই মেনে নিলেন মাইকেল।
অস্ট্রেলিয়ায় হ্যারিসন ‘সোনালি বাহুর অধিকারী মানুষ’ হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর রক্তে বিরল একটি অ্যান্টিবডি (অ্যান্টি-ডি) ছিল। এই অ্যান্টিবডি এমন ওষুধ তৈরিতে ব্যবহৃত হতো, যা গর্ভবতী মায়েদের শরীরে প্রয়োগ করা হয়। মূলত যেসব মায়ের রক্ত অনাগত শিশুর রক্তের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তাঁদের শরীরেই এই ওষুধটি দেওয়া
১ ঘণ্টা আগেএখন পর্যন্ত প্রায় অর্ধশত প্রতারিত নারীর তথ্য পেয়েছে দ্য গার্ডিয়ান। যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে শঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগীদের বয়ান ও স্বাধীনভাবে তদন্তের পর এই ইস্যু নিয়ে গত বৃহস্পতিবার থেকে অনুসন্ধানী প্রতিবেদনের সিরিজ ‘স্পাই কপস’ প্রচার শুরু করেছে ব্রিটিশ গণমাধ্যমটি। আর এরপরই এ নিয়ে শুরু হয়
২ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘নাৎসি’ আখ্যা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, ইহুদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম ক্রাসনায়া জভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন লাভরভ। জেলেনস্কি রুশ সংস্কৃতিকে সম্মান করেন না বলে
২ ঘণ্টা আগেগাজা ইস্যুতে আবারও জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আরব দেশগুলো। আগামীকাল মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত হবে বৈঠক। আলোচনা হবে, যুদ্ধবিরতি, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের হুমকি, মার্কিন প্রেসিডেন্টের গাজা দখল সংক্রান্ত হুমকিসহ ফিলিস্তিনের সার্বিক ইস্যু নিয়েই।
২ ঘণ্টা আগে