সাবরিনা ক্রাসনিকি একজন কসোভো-আলবেনীয় মডেল। বসবাস করতেন যুক্তরাষ্ট্রে। মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ফ্লোরিডার সাউথ ওশান ড্রাইভে নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তাঁকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ওই এলাকাটিতে প্রথমে পাঁচটি গুলির শব্দ শোনা গিয়েছিল। কিছুক্ষণ পর আরও একটি গুলির শব্দ পাওয়া যায়। পরে একটি ড্রোন ফুটেজে দেখা যায়—গোলাগুলির ঘটনাস্থলে একটি হৃদয় আকৃতির বাক্স, গোলাপ ফুল এবং একটি টেডি বেয়ার পড়ে আছে। আর অ্যাপার্টমেন্টের বাইরের বেলকনিতে একটি হলুদ চাদরে জড়ানো অবস্থায় সাবরিনার মরদেহটিও পড়ে ছিল।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, ২৭ বছর বয়সী সাবরিনা ক্রাসনিকি তাঁর ৩৪ বছর বয়সী স্বামী পাইটিমি ক্রাসনিকিকে পাঁচবার গুলি করার পর নিজেও একটি গুলিতে আত্মহত্যা করেছেন। ফ্লোরিডার মায়ামি সংলগ্ন হ্যাল্যান্ডেল বিচ এলাকায় সমুদ্রের পাশেই একটি বিলাসবহুল কন্ডোতে বাস করতেন এই দম্পতি। যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, গত ২৭ নভেম্বর রাত ১২টা ৩০ মিনিটে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
হ্যাল্যান্ডেল বিচ পুলিশ সাবরিনা এবং পাইটিমির মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর ড্রোন ফুটেজে অ্যাপার্টমেন্টের কাচের দরজায় গুলির চিহ্ন এবং রক্তের দাগ দেখা গেছে। ঘটনাস্থলে হৃদয়-আকৃতির বাক্স, গোলাপ এবং একটি টেডি বিয়ার দেখে ধারণা করা হচ্ছে, মর্মান্তিক ঘটনাটির আগে একটি রোমান্টিক পরিবেশ ছিল সেখানে।
এই দম্পতির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন পাইটিমি ক্রাসনিকির বোন আলবানা ক্রাসনিকি। ঘটনার পরদিন গত ২৮ নভেম্বর ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। আলবানা লিখেছেন, ‘থ্যাংকসগিভিংয়ের সন্ধ্যা পরিবারের সঙ্গে কাটানোর বদলে আমি পুলিশ, গোয়েন্দা ও সংবাদমাধ্যমের সঙ্গে কাটিয়েছি। তারা আমার ছোট ভাইয়ের নির্মম এবং অর্থহীন হত্যার কথা বলছিল।’
তিনি আরও লিখেছেন, ‘পাইটিমির স্ত্রী পাঁচটি গুলি করে আমার ভাইয়ের জীবন কেড়ে নিয়েছে। যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত, যার সঙ্গে সে জীবন কাটাতে চেয়েছে, সে-ই তার জীবন শেষ করে দিল। সে পাইটিমির ভালোবাসা এবং বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’
সাবরিনা ক্রাসনিকি একজন কসোভো-আলবেনীয় মডেল। বসবাস করতেন যুক্তরাষ্ট্রে। মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ফ্লোরিডার সাউথ ওশান ড্রাইভে নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তাঁকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ওই এলাকাটিতে প্রথমে পাঁচটি গুলির শব্দ শোনা গিয়েছিল। কিছুক্ষণ পর আরও একটি গুলির শব্দ পাওয়া যায়। পরে একটি ড্রোন ফুটেজে দেখা যায়—গোলাগুলির ঘটনাস্থলে একটি হৃদয় আকৃতির বাক্স, গোলাপ ফুল এবং একটি টেডি বেয়ার পড়ে আছে। আর অ্যাপার্টমেন্টের বাইরের বেলকনিতে একটি হলুদ চাদরে জড়ানো অবস্থায় সাবরিনার মরদেহটিও পড়ে ছিল।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, ২৭ বছর বয়সী সাবরিনা ক্রাসনিকি তাঁর ৩৪ বছর বয়সী স্বামী পাইটিমি ক্রাসনিকিকে পাঁচবার গুলি করার পর নিজেও একটি গুলিতে আত্মহত্যা করেছেন। ফ্লোরিডার মায়ামি সংলগ্ন হ্যাল্যান্ডেল বিচ এলাকায় সমুদ্রের পাশেই একটি বিলাসবহুল কন্ডোতে বাস করতেন এই দম্পতি। যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, গত ২৭ নভেম্বর রাত ১২টা ৩০ মিনিটে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
হ্যাল্যান্ডেল বিচ পুলিশ সাবরিনা এবং পাইটিমির মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর ড্রোন ফুটেজে অ্যাপার্টমেন্টের কাচের দরজায় গুলির চিহ্ন এবং রক্তের দাগ দেখা গেছে। ঘটনাস্থলে হৃদয়-আকৃতির বাক্স, গোলাপ এবং একটি টেডি বিয়ার দেখে ধারণা করা হচ্ছে, মর্মান্তিক ঘটনাটির আগে একটি রোমান্টিক পরিবেশ ছিল সেখানে।
এই দম্পতির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন পাইটিমি ক্রাসনিকির বোন আলবানা ক্রাসনিকি। ঘটনার পরদিন গত ২৮ নভেম্বর ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। আলবানা লিখেছেন, ‘থ্যাংকসগিভিংয়ের সন্ধ্যা পরিবারের সঙ্গে কাটানোর বদলে আমি পুলিশ, গোয়েন্দা ও সংবাদমাধ্যমের সঙ্গে কাটিয়েছি। তারা আমার ছোট ভাইয়ের নির্মম এবং অর্থহীন হত্যার কথা বলছিল।’
তিনি আরও লিখেছেন, ‘পাইটিমির স্ত্রী পাঁচটি গুলি করে আমার ভাইয়ের জীবন কেড়ে নিয়েছে। যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত, যার সঙ্গে সে জীবন কাটাতে চেয়েছে, সে-ই তার জীবন শেষ করে দিল। সে পাইটিমির ভালোবাসা এবং বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’
দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশ মালদ্বীপের সরকার দেশটিতে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। এই বিষয়ে একটি আইনও পাশ করেছে মালদ্বীপ সরকার। আজ মঙ্গলবার ফিলিস্তিনি নাগরিকদের সঙ্গে ‘দৃঢ় সংহতি’ জানিয়ে এই নিষেধাজ্ঞা জারি করে মালদ্বীপ সরকার। সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৪ মিনিট আগেদক্ষিণ ভারতের কেরালার রাজধানী থিরুভানান্থাপুরামের ব্যস্ততম বিমানবন্দর থিরুভানান্থাপুরাম আন্তর্জাতিক বিমানবন্দর। গতকাল সোমবার হঠাৎ করেই সেখানে উড়োজাহাজের ওঠানামা বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা বা খারাপ আবহাওয়ার কারণে নয়, হিন্দু মন্দিরের এক শোভাযাত্রার কারণে কয়েক ঘণ্টার জন্য ফ্লাইট বন্ধ থাকে। ঐতিহ্যবাহী এই
৩১ মিনিট আগেসম্প্রতি নিকট প্রতিবেশী দেশ ভিয়েতনাম সফর করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। তাঁর এই সফরের উদ্দেশ্য নিয়ে নোংরা ভাষায় আক্রমণ শানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলার জন্যই সি ভিয়েতনাম সফর করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা
৪২ মিনিট আগেরাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, এখন আমাদের গায়ে কেউ টোকা দেওয়ার সাহস পাবে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন দেশটিতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মজুত থাকার বিষয়টি। তিনি বলেছেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্র বেলারুশের জন্য ‘অ্যাবসলিউট সিকিউরিটি’ বা ‘পরম নিরাপত্তা’
২ ঘণ্টা আগে