Ajker Patrika

নাৎসিকে ‘বীর’ সম্বোধনের পর সমালোচনার মুখে পদত্যাগ করলেন কানাডার স্পিকার  

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ০২
নাৎসিকে ‘বীর’ সম্বোধনের পর সমালোচনার মুখে পদত্যাগ করলেন কানাডার স্পিকার  

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউক্রেনে নাৎসি বাহিনীর হয়ে যুদ্ধ করা এক ব্যক্তিকে পার্লামেন্টে আমন্ত্রণ জানিয়ে ‘কানাডীয় বীর’ বলে সম্বোধন করার পর তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন স্পিকার অ্যান্থনি রোটা। এজন্য নিজের ভুল স্বীকারসহ ক্ষমাপ্রার্থনাও করেছেন তিনি। 

ইয়ারোস্লাভ হানকা নামে ৯৮ বছর বয়সী এই নাৎসি বাহিনীর অধীন স্বেচ্ছাসেবক ইউনিট ১৪ ওয়াফেন-এসএস গ্রেনাডিয়ার ডিভিশনে ছিলেন। এই ইউনিটের বেশির ভাগ সদস্যই ছিলেন ইউক্রেনীয়। এই ইউনিটের বিরুদ্ধে পোল্যান্ডের বেসামরিক নাগরিক ও ইহুদিদের হত্যার অভিযোগ থাকলেও ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের জন্য দোষী সাব্যস্ত হননি।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনার সূত্রপাত ঘটে গত শুক্রবার কানাডার পার্লামেন্টে। সেদিন কানাডার পার্লামেন্টের বিশেষ অধিবেশনে হাজির হয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হানকাকেও আমন্ত্রণ জানিয়েছিলেন অ্যান্থনি রোটা।  

কানাডার পার্লামেন্টে ইয়ারোস্লাভ হানকা। ছবি: ইয়াহু নিউজ কানাডাবক্তব্যের একপর্যায়ে তাঁকে ‘কানাডীয় বীর’ বলে প্রশংসা করেন স্পিকার। পার্লামেন্টের সবাই উঠে দাঁড়িয়ে অভ্যর্থনাও (স্ট্যান্ডিং ওভেশন) জানান হানকাকে। জেলেনস্কির উদ্দেশে দাঁড়িয়ে হানকা স্যালুট দিলে তিনিও হাত নেড়ে পাল্টা সম্মান জানান। এ ঘটনা বিশ্বব্যাপী নিন্দার ঝড় তোলে। সমালোচনা শুরু হলে রোটা জানান, তিনি হানকার নাৎসি সংশ্লিষ্টতার কথা জানতেন না। 

বিবিসি বলছে, ভুলের জন্য ক্ষমা চেয়েও পার পাননি রোটা। তাঁর পদত্যাগের দাবি ওঠে। প্রথমে তিনি রাজি না হলেও ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে দেখা করার পর গত মঙ্গলবার পদত্যাগ করেন। কানাডার পার্লামেন্টে রোটা বলেন, ‘অবশ্যই আমাকে স্পিকারের পদ থেকে সরে যেতে হবে। আমি আমার গভীর অনুশোচনা পুনর্ব্যক্ত করছি।’ 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত সোমবার সাংবাদিকদের বলেন, ‘যা ঘটেছে, তা অত্যন্ত হতাশাজনক। ঘটনাটি কানাডার পার্লামেন্ট এবং সব কানাডীয়দের জন্য খুবই বিব্রতকর।’ 

এই খবরের পর পোল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হয়, তারা কানাডা থেকে হানকাকে প্রত্যর্পণের উদ্যোগ নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত