Ajker Patrika

ফাইজারের মুখে খাওয়া ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১১: ৫৬
ফাইজারের মুখে খাওয়া ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো করোনার মুখে খাওয়া ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ফাইজারের মুখে খাওয়া ওষুধ প্যাক্সলোভিড এই অনুমোদন পেয়েছে। গতকাল বুধবার ১২ বছরের অধিক বয়সীদের জন্য যুক্তরাষ্ট্র এই অনুমোদন দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মারাত্মক ঝুঁকি এড়াতে এই পিল ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানিটির ক্লিনিক্যাল ট্রায়ালে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, এটি হাসপাতালে ভর্তি ও মৃত্যু ঝুঁকি ৯০ শতাংশ কমাতে সক্ষম হবে। সাম্প্রতিক ল্যাবের গবেষণায় দেখা গেছে, এই ওষুধ করোনার ওমিক্রন ধরন মোকাবিলায়ও কার্যকর ভূমিকা রাখবে। 

ফাইজার কর্তৃপক্ষ বলছে, ২০২২ সালে তারা ৮ কোটি থেকে ১২ কোটি ডোজ ওষুধ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তারা খুব দ্রুতই যুক্তরাষ্ট্রে এই ওষুধ সরবরাহ করতে প্রস্তুত রয়েছে। 

যুক্তরাষ্ট্র ১ কোটি ডোজের জন্য চুক্তি করেছে। এর মধ্যে চলতি বছর ১ লাখ ৮০ হাজার ডোজ সরবরাহ করার জন্য প্রস্তুত রয়েছে। এটির প্রতি কোর্সের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৩০ ডলার। 

হোয়াইট হাউসের কোভিড রেসপন্স টিমের কো-অর্ডিনেটর জেফ জিয়েন্টস এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে জানুয়ারির মধ্যে ২ লাখ ৬৫ হাজার কোর্স থাকবে এবং পরবর্তী মাসগুলিতে এর সরবরাহ বাড়বে। 

জন হপকিন্স ইনস্টিটিউট ফর হেলথ সিকিউরিটির সিনিয়র স্কলার অমেশ আদালজা বলেছেন, ‘প্যাক্সলোভিডের অনুমোদন করোনা মোকাবিলার ক্ষেত্রে আরেকটি মাইলফলক।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত