Ajker Patrika

কোনো কিছুই আমাকে থামাতে পারবে না: ট্রাম্প

অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্‌যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প মিশিগানে নির্বাচনী প্রচারণার আদলে আয়োজিত র‍্যালির মাধ্যমে তাঁর ক্ষমতার ১০০তম দিন উদ্‌যাপিত করেছেন। এ সময় তিনি ‘কমিউনিস্ট উগ্র বামপন্থী বিচারকদের’ আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন যে, তারা তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কিছুই আমাকে থামাতে পারবে না।’

র‍্যালিতে ট্রাম্প একটি ভিডিও পরিবেশন করেন। এতে ভেনেজুয়েলার অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরের একটি কুখ্যাত কারাগারে পাঠানোর দৃশ্য দেখানো হয়। এর সঙ্গে হলিউড ঘরানার আবহসংগীত যুক্ত ছিল। দর্শকদের মধ্যে প্রবল উল্লাস ও অনুমোদন দেখা যায়।

ট্রাম্পের মিশিগানকে বেছে নেওয়ার কারণ ছিল এটি একটি ‘ব্যাটলগ্রাউন্ড’ রাজ্য। গত নভেম্বরের নির্বাচনে এই রাজ্যই তাঁকে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসের বিরুদ্ধে জয় পেতে সাহায্য করেছিল। পাশাপাশি, শুল্কনীতির সম্ভাব্য সুবিধাভোগী হিসেবেও রাজ্যটির গুরুত্ব রয়েছে। তাঁর দাবি অনুযায়ী এই নীতি যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতকে পুনরুজ্জীবিত করবে। তবে ডেট্রয়েটের কাছে ওয়ারেন শহরের বিশাল ক্রীড়া ও প্রদর্শনী কেন্দ্রে তিনি যে জনসভা করেন সেখানে অর্ধেক খালি ছিল। তাঁর এলোমেলো ও দীর্ঘ ৮৯ মিনিটের বক্তৃতার শেষ হওয়ার আগেই বহু লোক সেখান থেকে বেরিয়ে যান।

ট্রাম্প ঘোষণা করেন, ‘আমরা আজ রাতে আমাদের জাতির কেন্দ্রস্থলে একত্র হয়েছি প্রশাসনের সবচেয়ে সফল ১০০তম দিন উদ্‌যাপনের জন্য।’ তিনি দাবি করেন, এটি আমাদের দেশের ইতিহাসে আর কারও নেই। তিনি বলেন, ‘১০০ দিনে আমরা ওয়াশিংটনে প্রায় ১০০ বছরের মধ্যে সবচেয়ে গভীর পরিবর্তন এনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত