যুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯/১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের সহায়তা করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন—এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্থানীয় আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ জানিয়েছে, সাইদ হিউস্টনের তার অ্যাপার্টমেন্ট থেকে একটি সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন বলে স্বীকার করেছেন। টেক্সাসের দক্ষিণাঞ্চলীয় জেলার অ্যাটর্নি আলমদার হামদানি এক সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাইদের শৈশবকাল কেটেছে লেবাননে। পরে ১৪ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসেন।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই গত সপ্তাহে সাইদকে গ্রেপ্তার করে। ২০১৭ সাল থেকে তিনি হিউস্টন জয়েন্ট টেররিস্ট টাস্কফোর্সের নজরদারিতে ছিলেন। এফবিআই এজেন্টরা তাঁকে গ্রেপ্তারের সময় সাইদ তাঁর ফোন মাটিতে আছড়ে ভেঙে ফেলেন এবং ধস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে তাঁকে মাটিতে ফেলে চেপে ধরতে হয়।
সাইদের অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে আইএসআইএসের পক্ষে ছবি ও বার্তালাপ পাওয়া গেছে এবং সন্ত্রাসী সংগঠনের প্রচারণা কার্যক্রমে তাঁর সংশ্লিষ্টতার তথ্যও মিলেছে। আলমদার হামদানি জানান, সাইদ বিভিন্ন প্রোপাগান্ডা ভিডিও-ছবি তৈরি ও সম্পাদনা করতেন।
এফবিআই জানিয়েছে, বছরের পর বছর নজরদারিতে রাখার পর দেখা গেছে—সাইদের আচরণ ক্রমেই সহিংসতার দিকে ঝুঁকেছে। বিশেষ করে গত ৭ অক্টোবর হামাসের ইসরায়েল হামলার পর। এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ডগলাস উইলিয়ামস জুনিয়র জানান, সাইদ হিউস্টনে বিস্ফোরক ব্যবহার করে গণহত্যার পরিকল্পনা করেছিলেন বলে স্বীকার করেছেন।
এফবিআই এজেন্ট আরও জানান, ‘সাইদ তাঁর বাড়ি আইএসআইএস সদস্যদের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে প্রস্তাব করেছিলেন এবং প্রয়োজনীয় সম্পদ পেলে ৯ / ১১ স্টাইলের হামলা চালাবেন বলে বড়াই করেছিলেন।’
সাইদ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন বলেও উইলিয়ামস জানান। আদালতের নথি অনুযায়ী, সাইদ এফবিআইয়ের গোপন একটি সূত্রকে বলেছিলেন যে, তিনি আত্মঘাতী বোমা ব্যবহার করবেন। সেই এজেন্টকে সাইদ বলেছিলেন, ‘আমি যদি চাইতাম, তাহলে খুব সহজেই হতো। দাড়ি চেঁচে, চুল কাটিয়ে সামরিক ইউনিফর্ম পরতাম, ভেতরে গিয়ে বোতাম টিপে দিতাম। সবাই গ্রিল করা মাংসে পরিণত হতো।’
আদালতের নথিতে আরও উল্লেখ করা হয়, সাইদ তাঁর বাড়িতে পরিকল্পিত এক হত্যাচেষ্টার জন্য আইএসআইএস সদস্যদের আশ্রয় দিতে চেয়েছিলেন। এই দলটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যার চেষ্টা করেছিল।
যুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯/১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের সহায়তা করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন—এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্থানীয় আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ জানিয়েছে, সাইদ হিউস্টনের তার অ্যাপার্টমেন্ট থেকে একটি সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন বলে স্বীকার করেছেন। টেক্সাসের দক্ষিণাঞ্চলীয় জেলার অ্যাটর্নি আলমদার হামদানি এক সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাইদের শৈশবকাল কেটেছে লেবাননে। পরে ১৪ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসেন।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই গত সপ্তাহে সাইদকে গ্রেপ্তার করে। ২০১৭ সাল থেকে তিনি হিউস্টন জয়েন্ট টেররিস্ট টাস্কফোর্সের নজরদারিতে ছিলেন। এফবিআই এজেন্টরা তাঁকে গ্রেপ্তারের সময় সাইদ তাঁর ফোন মাটিতে আছড়ে ভেঙে ফেলেন এবং ধস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে তাঁকে মাটিতে ফেলে চেপে ধরতে হয়।
সাইদের অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে আইএসআইএসের পক্ষে ছবি ও বার্তালাপ পাওয়া গেছে এবং সন্ত্রাসী সংগঠনের প্রচারণা কার্যক্রমে তাঁর সংশ্লিষ্টতার তথ্যও মিলেছে। আলমদার হামদানি জানান, সাইদ বিভিন্ন প্রোপাগান্ডা ভিডিও-ছবি তৈরি ও সম্পাদনা করতেন।
এফবিআই জানিয়েছে, বছরের পর বছর নজরদারিতে রাখার পর দেখা গেছে—সাইদের আচরণ ক্রমেই সহিংসতার দিকে ঝুঁকেছে। বিশেষ করে গত ৭ অক্টোবর হামাসের ইসরায়েল হামলার পর। এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ডগলাস উইলিয়ামস জুনিয়র জানান, সাইদ হিউস্টনে বিস্ফোরক ব্যবহার করে গণহত্যার পরিকল্পনা করেছিলেন বলে স্বীকার করেছেন।
এফবিআই এজেন্ট আরও জানান, ‘সাইদ তাঁর বাড়ি আইএসআইএস সদস্যদের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে প্রস্তাব করেছিলেন এবং প্রয়োজনীয় সম্পদ পেলে ৯ / ১১ স্টাইলের হামলা চালাবেন বলে বড়াই করেছিলেন।’
সাইদ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন বলেও উইলিয়ামস জানান। আদালতের নথি অনুযায়ী, সাইদ এফবিআইয়ের গোপন একটি সূত্রকে বলেছিলেন যে, তিনি আত্মঘাতী বোমা ব্যবহার করবেন। সেই এজেন্টকে সাইদ বলেছিলেন, ‘আমি যদি চাইতাম, তাহলে খুব সহজেই হতো। দাড়ি চেঁচে, চুল কাটিয়ে সামরিক ইউনিফর্ম পরতাম, ভেতরে গিয়ে বোতাম টিপে দিতাম। সবাই গ্রিল করা মাংসে পরিণত হতো।’
আদালতের নথিতে আরও উল্লেখ করা হয়, সাইদ তাঁর বাড়িতে পরিকল্পিত এক হত্যাচেষ্টার জন্য আইএসআইএস সদস্যদের আশ্রয় দিতে চেয়েছিলেন। এই দলটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যার চেষ্টা করেছিল।
কানাডার ভোটাররা ২৮ এপ্রিল জাতীয় নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অনুপস্থিতিতে কানাডার দুটি প্রধান দল কনজারভেটিভ ও লিবারেল পার্টি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।
২৮ মিনিট আগেউত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের ঘনিষ্ঠ সহযোগী চো রিয়ং-হে দেশটির সরকারের ভেতরে নিজস্ব একটি ক্ষমতার বলয় গড়ে তুলেছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংসদের গবেষণা শাখা ন্যাশনাল অ্যাসেম্বলি রিসার্চ সার্ভিস (এনএআরএস)। এই ক্ষমতা বৃদ্ধি ভবিষ্যতে কিমের একচ্ছত্র কর্তৃত্বের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা
১ ঘণ্টা আগেএকটি ব্যতিক্রমধর্মী রাষ্ট্র গঠনের সম্ভাবনায় বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলিমের মাঝে ‘বক্তাশি’ নামে একটি ক্ষুদ্র সুফি সম্প্রদায় সম্প্রতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনার দাবি করেছে, আলবেনিয়ার রাজধানী তিরানায় বক্তাশিদের আধ্যাত্মিক সদর দপ্তরকে কেন্দ্র করে ওই স্বাধীন রাষ
১ ঘণ্টা আগেআফগানিস্তানের তালেবানের ওপর ২১ বছরের বেশি সময় থাকা নিষেধাজ্ঞা স্থগিত করেছে রাশিয়ার সুপ্রিম কোর্ট। তালেবানকে রাশিয়া এর আগে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছিল। বিশ্লেষকেরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়া আফগানিস্তানের বর্তমান শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে।
২ ঘণ্টা আগে