Ajker Patrika

গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশু-নারীর সংখ্যা ২৫ হাজার: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৯: ৪০
গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশু-নারীর সংখ্যা ২৫ হাজার: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ২৫ হাজারের বেশি নারী ও শিশুকে হত্যা করেছে ইসরায়েল। গত ৭ অক্টোবর অঞ্চলটিতে ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই এই পরিমাণ শিশু ও নারী নিহত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের এ তথ্য দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশু ও নারীর সংখ্যা নিয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে লয়েড অস্টিন জানান, ‘সংখ্যাটা ২৫ হাজার ছাড়িয়েছে।’ 

গত ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়। এ ছাড়া সেদিন ইসরায়েল থেকে ২৪০ জনকে জিম্মি করে আনেন হামাস সদস্যরা। প্রতিক্রিয়ায় সেদিনই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। সেই হামলা এখনো চলছে। 

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হালনাগাদ তথ্যের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত উপত্যকাটিতে অন্তত ৩০ হাজার ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭০ হাজার ৪৫৭ জন। নিহতদের মধ্যে ১৩ হাজার ২৩০ জনই শিশু। নারীর সংখ্যা ৮ হাজার ৮৬০। এ ছাড়া ৩৪০ জন চিকিৎসাকর্মী ও ১৩২ জন সাংবাদিকও আছেন নিহতের তালিকায়। 

এদিকে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার একটি ত্রাণ বিতরণ পয়েন্টে লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ বৃহস্পতিবার ওই ত্রাণকেন্দ্রে ইসরায়েলি সৈন্যদের নির্বিচার গুলিতে অন্তত ১১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও সাত শতাধিক ফিলিস্তিনি। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি একাধিক সূত্রও ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনের ভিড়ে সৈন্যরা গুলি চালিয়েছে বলে নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ভোরের দিকে উত্তর গাজার ওই ত্রাণকেন্দ্রে উপস্থিত ফিলিস্তিনিরা ‘হুমকি তৈরি করেছে’ ধারণা থেকে সৈন্যরা গুলি চালিয়েছে। 

গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি বাহিনীর এই হামলার ঘটনাকে ‘গণহত্যা’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি সৈন্যদের গুলিতে কমপক্ষে ১১২ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৬০ জন আহত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত